X
শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১, ৮ আশ্বিন ১৪২৮

সেকশনস

লকডাউনে আটকে পড়া শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দিবে হাবিপ্রবি

আপডেট : ২৮ জুন ২০২১, ১৯:৩২

লকডাউনে আটকে পড়া শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দিবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রশাসন।

রবিবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. ইমরান পারভেজ স্বাক্ষরিত একটি বাস শিডিউল প্রকাশ করা হয়। বাস শিডিউল অনুযায়ী আগামীকাল থেকে মোট দশটি রুটে বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবা ব্যবহার করে লকডাউনে আটকে পড়া শিক্ষার্থীরা গন্তব্যে যেতে পারবেন।

অধ্যাপক ড. ইমরান পারভেজ  জানান, লকডাউনে দিনাজপুরে আটকে পড়া শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দিতেই আমরা শিক্ষার্থীদের পরিবহন সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। স্বাস্থ্যবিধি মেনে বাসে ধারণাক্ষমতার অর্ধেক যাত্রী উঠতে পারবে।

উল্লেখ্য, দিনাজপুর সদর উপজেলা লকডাউন ঘোষিত হওয়ায় গত ২১ জুন চলমান সকল পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ে।

/এমএস/

সম্পর্কিত

৩০ সেপ্টেম্বরের মধ্যে হল-ক্যাম্পাস খোলার দাবিতে মশাল মিছিল

৩০ সেপ্টেম্বরের মধ্যে হল-ক্যাম্পাস খোলার দাবিতে মশাল মিছিল

সাত কলেজে ভর্তি: অনলাইনে মিলছে প্রবেশপত্র

সাত কলেজে ভর্তি: অনলাইনে মিলছে প্রবেশপত্র

কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে জাবি শিক্ষার্থীরা, মশাল মিছিলের ডাক

কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে জাবি শিক্ষার্থীরা, মশাল মিছিলের ডাক

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি খুলছে ১ নভেম্বর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি খুলছে ১ নভেম্বর

৩০ সেপ্টেম্বরের মধ্যে হল-ক্যাম্পাস খোলার দাবিতে মশাল মিছিল

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২২:১১

হল-ক্যাম্পাস খোলার দাবিতে মশাল মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ থেকে মিছিলটি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুন্নী সরণীতে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এটি শেষ হয়।

সমাবেশে শিক্ষার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল-ক্যাম্পাস খুলে দেওয়ার দাবি জানান। সমাবেশে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক রাকিবুল রনি বলেন, ‘উপাচার্য গণমাধ্যমে বলেছেন, ১৫ অক্টোবরের পর হল খুলে দেওয়া হবে। আবার কোথাও শিক্ষার্থীদেরকে ১৫ দিন ধৈর্য ধরতে বলেছেন। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের হলগুলো যখন খুলে দিচ্ছে, সেখানে ধৈর্য ধরতে বলা আমরা মেনে নিতে পারি না।’

তিনি আরও বলেন, ‘আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে। না খুললে ১ অক্টোবর তালা ভেঙে হলে ওঠা হবে। এর জন্য কোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে তার দায় কর্তৃপক্ষকে নিতে হবে।’

ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাংস্কৃতিক সম্পাদক ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ঋদ্ধ অনিন্দ্যের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- ছাত্র ফ্রন্ট জাবি শাখার আহ্বায়ক শোভন রহমান, দর্শন বিভাগের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম রিহান ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী নুরুজ্জামান শুভ। এ সময় দাবি মানা না হলে পরবর্তী সময়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এদিকে, বৃহস্পতিবার সকালে একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মনজুরুল হকের সঙ্গে দেখা করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম তাদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন।

২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে দ্রুত হল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেন ফারজানা ইসলাম।

/এফআর/

সম্পর্কিত

কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে জাবি শিক্ষার্থীরা, মশাল মিছিলের ডাক

কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে জাবি শিক্ষার্থীরা, মশাল মিছিলের ডাক

বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে আনু মুহাম্মদের প্রতীকী ক্লাস

বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে আনু মুহাম্মদের প্রতীকী ক্লাস

ক্যাম্পাস খোলার দাবিতে জাবিতে বিক্ষোভ

ক্যাম্পাস খোলার দাবিতে জাবিতে বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে জাবিতে আবার প্রতীকী ক্লাস

বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে জাবিতে আবার প্রতীকী ক্লাস

সাত কলেজে ভর্তি: অনলাইনে মিলছে প্রবেশপত্র

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের (ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ঢাবির ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। আগামী ৩০ অক্টোবর অধিভুক্ত সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা  অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ৫ নভেম্বর বাণিজ্য ইউনিট ও ৬ নভেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

জানা যায়, মেধাস্কোরের ভিত্তিতে নির্ণয় করা মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের মেধাতালিকা ও ফলাফল ভর্তি পরীক্ষার পর সাত দিনের মধ্যে ঢাবির ভর্তি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রার্থী এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারবেন। 

উল্লেখ্য, এ বছর প্রায় ১ লাখ শিক্ষার্থী অধিভুক্ত সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন। এরমধ্যে সবাই ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবেন।

 

/টিটি/

সম্পর্কিত

৩০ সেপ্টেম্বরের মধ্যে হল-ক্যাম্পাস খোলার দাবিতে মশাল মিছিল

৩০ সেপ্টেম্বরের মধ্যে হল-ক্যাম্পাস খোলার দাবিতে মশাল মিছিল

কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে জাবি শিক্ষার্থীরা, মশাল মিছিলের ডাক

কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে জাবি শিক্ষার্থীরা, মশাল মিছিলের ডাক

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি খুলছে ১ নভেম্বর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি খুলছে ১ নভেম্বর

শুক্রবার খুলছে বাকৃবির ছাত্রাবাস

শুক্রবার খুলছে বাকৃবির ছাত্রাবাস

কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে জাবি শিক্ষার্থীরা, মশাল মিছিলের ডাক

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৩

৩০ সেপ্টেম্বরের মধ্যে ক্যাম্পাস ও হল খোলার দাবিতে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মশাল মিছিলের ডাক দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল শিক্ষার্থী। বুধবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, আমরা এই প্রশাসনকে দেখেছি নিজেদের স্বার্থে সিন্ডিকেট ডেকে দুই ঘণ্টার মধ্যে হল বন্ধের সিদ্ধান্ত নিতে। এখন অনেক বিশ্ববিদ্যালয় যখন খুলে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে তখন আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভা নিয়ে গড়িমসি করছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দর্শন বিভাগের ৪৫ ব্যাচের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম রিহান।

এসময় রিহান বলেন, ‘উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেছেন ১৫ অক্টোবরের পর যেকোনও দিন বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হতে পারে। আমরা তার এই বক্তব্য প্রত্যাখ্যান করছি।’

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় সচল করার অনুকূল পরিবেশ তৈরি হওয়ার পরেও আরও এক মাস কালক্ষেপনের সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য মরার ওপর খাড়ার ঘায়ের মতো। শিক্ষার্থীরা এই অন্যায় সিদ্ধান্ত মানবে না। আমরা চাই ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল খুলে দেওয়া হোক, আমরা ক্লাসে ফিরতে চাই, আমরা নিয়মিত শিক্ষা কার্যক্রমে ফিরতে চাই। 

সংবাদ সম্মেলন শেষে ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল খোলার দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ মিনার থেকে মশাল মিছিলের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক রাকিবুল রনি ও সাংগঠনিক সম্পাদক তাসবিবুল গণি নিলয় এবং বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহবায়ক শোভন রহমান ও সাধারণ সম্পাদক আবু সাইদসহ প্রমুখ ছাত্রনেতারা।

 

/টিটি/

সম্পর্কিত

৩০ সেপ্টেম্বরের মধ্যে হল-ক্যাম্পাস খোলার দাবিতে মশাল মিছিল

৩০ সেপ্টেম্বরের মধ্যে হল-ক্যাম্পাস খোলার দাবিতে মশাল মিছিল

টিকা সনদ দেখিয়ে হলে উঠতে হবে শেকৃবির শিক্ষার্থীদের 

টিকা সনদ দেখিয়ে হলে উঠতে হবে শেকৃবির শিক্ষার্থীদের 

পূজায় বন্ধ থাকবে জবির পরীক্ষা 

পূজায় বন্ধ থাকবে জবির পরীক্ষা 

বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে আনু মুহাম্মদের প্রতীকী ক্লাস

বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে আনু মুহাম্মদের প্রতীকী ক্লাস

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি খুলছে ১ নভেম্বর

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৮:০৮

করোনা মহামারিতে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর পর সরকারি বিধিনিষেধ মেনে আগামী ১ নভেম্বর থেকে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শ্রেণি কার্যক্রম শুরু হচ্ছে। তবে ক্যাম্পাস খোলার ৩ দিন আগেই খুলবে হল। 

বুধবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার কর্তৃক নির্দেশনা পাওয়া সাপেক্ষে ১ নভেম্বর হতে পুনরায় সশরীরে তাত্ত্বিক ও ব্যবহারিক ক্লাসসহ সকল শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। হল খুলবে ক্যাম্পাস খোলার ৩ দিন আগেই।

বিশ্ববিদ্যালয়টির যেসব শিক্ষার্থী এখনও করোনা টিকা নেয়নি, তাদেরকে দ্রুত রেজিস্ট্রেশন করে টিকা গ্রহণের জন্যও বলা হয়েছে। যাতে করে ক্যাম্পাস ও হলে প্রবেশ করার আগেই নিরাপত্তা নিশ্চিত করা যায়।

/এনএইচ/

সম্পর্কিত

৩০ সেপ্টেম্বরের মধ্যে হল-ক্যাম্পাস খোলার দাবিতে মশাল মিছিল

৩০ সেপ্টেম্বরের মধ্যে হল-ক্যাম্পাস খোলার দাবিতে মশাল মিছিল

সাত কলেজে ভর্তি: অনলাইনে মিলছে প্রবেশপত্র

সাত কলেজে ভর্তি: অনলাইনে মিলছে প্রবেশপত্র

কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে জাবি শিক্ষার্থীরা, মশাল মিছিলের ডাক

কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে জাবি শিক্ষার্থীরা, মশাল মিছিলের ডাক

শুক্রবার খুলছে বাকৃবির ছাত্রাবাস

শুক্রবার খুলছে বাকৃবির ছাত্রাবাস

শুক্রবার খুলছে বাকৃবির ছাত্রাবাস

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ২২:৫৩

করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা গ্রহণ সাপেক্ষে প্রায় দেড় বছর পর শুক্রবার (২৪ সেপ্টেম্বর) খুলে দেওয়া হচ্ছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্রবাসগুলো। তবে শুধু অনার্স শেষ বর্ষ ও মাস্টার্স ফাইনালের শিক্ষার্থীরা ছাত্রাবাসে উঠতে পারবেন।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ছাত্রাবাস খুলে দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাকৃবির ভিসি প্রফেসর ড. লুৎফুল হাসান জানান, ইতোমধ্যে অনার্স শেষ বর্ষ ও মাস্টার্স ফাইনালের শিক্ষার্থীরা করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা নিয়েছেন। এ কারণে প্রথম ডোজ টিকা নেওয়া শিক্ষার্থীদের আগামী শুক্রবার ছাত্রাবাসে ওঠার জন্য সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আগামী ২৭ সেপ্টেম্বর থেকে অনার্স শেষ বর্ষ ও মাস্টার্স ফাইনাল শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাকৃবির মেয়েদের নয়টি এবং ছেলেদের চারটি ছাত্রাবাস ও ক্লাসরুম পরিষ্কার-পরিচ্ছন্ন ও সৌন্দর্য বর্ধনের কাজ শেষ করা হয়েছে।

 

/এমএএ/
সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

৩০ সেপ্টেম্বরের মধ্যে হল-ক্যাম্পাস খোলার দাবিতে মশাল মিছিল

৩০ সেপ্টেম্বরের মধ্যে হল-ক্যাম্পাস খোলার দাবিতে মশাল মিছিল

সাত কলেজে ভর্তি: অনলাইনে মিলছে প্রবেশপত্র

সাত কলেজে ভর্তি: অনলাইনে মিলছে প্রবেশপত্র

কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে জাবি শিক্ষার্থীরা, মশাল মিছিলের ডাক

কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে জাবি শিক্ষার্থীরা, মশাল মিছিলের ডাক

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি খুলছে ১ নভেম্বর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি খুলছে ১ নভেম্বর

শুক্রবার খুলছে বাকৃবির ছাত্রাবাস

শুক্রবার খুলছে বাকৃবির ছাত্রাবাস

টিকা সনদ দেখিয়ে হলে উঠতে হবে শেকৃবির শিক্ষার্থীদের 

টিকা সনদ দেখিয়ে হলে উঠতে হবে শেকৃবির শিক্ষার্থীদের 

রাবির ভর্তি পরীক্ষা শুরু ৪ অক্টোবর

রাবির ভর্তি পরীক্ষা শুরু ৪ অক্টোবর

পূজায় বন্ধ থাকবে জবির পরীক্ষা 

পূজায় বন্ধ থাকবে জবির পরীক্ষা 

কুবির ৪০ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশে ১৪ ভুল

কুবির ৪০ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশে ১৪ ভুল

হাবিপ্রবিতে তিন প্রশাসনিক পদে রদবদল 

হাবিপ্রবিতে তিন প্রশাসনিক পদে রদবদল 

সর্বশেষ

আসিয়ানের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করলো যুক্তরাষ্ট্র

আসিয়ানের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করলো যুক্তরাষ্ট্র

সুম্বা দ্বীপের নাচুনে গাছ! (ফটোফিচার)

সুম্বা দ্বীপের নাচুনে গাছ! (ফটোফিচার)

ভোক্তা প্রতারণা বন্ধে কার্যকর উপায় বের করার নির্দেশ রাষ্ট্রপতির

ভোক্তা প্রতারণা বন্ধে কার্যকর উপায় বের করার নির্দেশ রাষ্ট্রপতির

বৈশ্বিক সুদৃঢ় খাদ্য ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ প্রধানমন্ত্রীর

বৈশ্বিক সুদৃঢ় খাদ্য ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ প্রধানমন্ত্রীর

বিশ্বে ‘ভ্যাকসিন বিভাজন’ দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্বে ‘ভ্যাকসিন বিভাজন’ দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

© 2021 Bangla Tribune