X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

খুলনায় মাঠে নেমেছে বিজিবি, ১০ প্লাটুন সেনা মোতায়েন

খুলনা প্রতিনিধি
০১ জুলাই ২০২১, ১৪:৪৩আপডেট : ০১ জুলাই ২০২১, ১৫:১৪

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সরকারঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে খুলনায় সেনাবাহিনীর ১০ প্লাটুন মোতায়েন করা হয়েছে। সেনাসদস্যরা জাহানাবাদ ক্যান্টনমেন্ট থেকে টহল শুরু করবে। পাশাপাশি বিজিবির এক প্লাটুন সদস্য দুই ভাগে বিভক্ত হয়ে খুলনা সিটিতে টহল ও অভিযান শুরু করেছে। রাস্তায় মানুষের চলাচল নিয়ন্ত্রণ করছে বিজিবি।

বৃহস্পতিবার (০১ জুলাই) দুপুরে প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানিয়েছেন খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার। এর আগে তিনি করোনা পরিস্থিতি নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। সেখানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক বলেন, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে বিধিনিষেধ কার্যকর করতে খুলনায় ১০ প্লাটুন সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। কয়রা ও পাইকগাছায় দুই প্লাটুন ও খুলনা সিটিতে দুই প্লাটুন দায়িত্ব পালন করবে। এছাড়া উপজেলাগুলোতে অন্যান্য প্লাটুনের সেনাসদস্যরা টহলে থাকবেন।

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইউসুফ আলী বলেন, বিজিবির টহল শুরু হয়েছে। সেনাবাহিনী মোতায়েন হয়েছে। সেনাসদস্যরা শুক্রবার (০২ জুলাই) সকাল থেকে টহল শুরু করবেন বলে সিদ্ধান্ত হয়েছে।

এদিকে খুলনা বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় ৩৯ জন মারা গেছেন। এই সময়ে এক হাজার ২৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৯ ও ২৩ জুন সর্বোচ্চ ৩২ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। ২৭ ও ২০ জুন ২৮, ২৫ জুন ২৩ ও ১৭ জুন বিভাগে ১৮ জনের মৃত্যুর তথ্য জানানো হয়।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া ও যশোরে সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনায় আটজন, ঝিনাইদহ ও সাতক্ষীরায় চারজন করে, বাগেরহাটে একজন, নড়াইল ও মেহেরপুরে তিনজন করে ও চুয়াডাঙ্গায় দুইজনের মৃত্যু হয়েছে। 

/এএম/
সম্পর্কিত
বিজিপি’র ১৭৭ সদস্যকে সমুদ্রপথে পাঠানো হবে
বিজিবির খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা
সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়নে জোর দিতে সম্মত বিজিবি-বিএসএফ
সর্বশেষ খবর
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়