X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

খুলনায় মাঠে নেমেছে বিজিবি, ১০ প্লাটুন সেনা মোতায়েন

খুলনা প্রতিনিধি
০১ জুলাই ২০২১, ১৪:৪৩আপডেট : ০১ জুলাই ২০২১, ১৫:১৪

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সরকারঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে খুলনায় সেনাবাহিনীর ১০ প্লাটুন মোতায়েন করা হয়েছে। সেনাসদস্যরা জাহানাবাদ ক্যান্টনমেন্ট থেকে টহল শুরু করবে। পাশাপাশি বিজিবির এক প্লাটুন সদস্য দুই ভাগে বিভক্ত হয়ে খুলনা সিটিতে টহল ও অভিযান শুরু করেছে। রাস্তায় মানুষের চলাচল নিয়ন্ত্রণ করছে বিজিবি।

বৃহস্পতিবার (০১ জুলাই) দুপুরে প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানিয়েছেন খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার। এর আগে তিনি করোনা পরিস্থিতি নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। সেখানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক বলেন, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে বিধিনিষেধ কার্যকর করতে খুলনায় ১০ প্লাটুন সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। কয়রা ও পাইকগাছায় দুই প্লাটুন ও খুলনা সিটিতে দুই প্লাটুন দায়িত্ব পালন করবে। এছাড়া উপজেলাগুলোতে অন্যান্য প্লাটুনের সেনাসদস্যরা টহলে থাকবেন।

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইউসুফ আলী বলেন, বিজিবির টহল শুরু হয়েছে। সেনাবাহিনী মোতায়েন হয়েছে। সেনাসদস্যরা শুক্রবার (০২ জুলাই) সকাল থেকে টহল শুরু করবেন বলে সিদ্ধান্ত হয়েছে।

এদিকে খুলনা বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় ৩৯ জন মারা গেছেন। এই সময়ে এক হাজার ২৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৯ ও ২৩ জুন সর্বোচ্চ ৩২ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। ২৭ ও ২০ জুন ২৮, ২৫ জুন ২৩ ও ১৭ জুন বিভাগে ১৮ জনের মৃত্যুর তথ্য জানানো হয়।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া ও যশোরে সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনায় আটজন, ঝিনাইদহ ও সাতক্ষীরায় চারজন করে, বাগেরহাটে একজন, নড়াইল ও মেহেরপুরে তিনজন করে ও চুয়াডাঙ্গায় দুইজনের মৃত্যু হয়েছে। 

/এএম/
সম্পর্কিত
মৌলভীবাজারের সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
অনুপ্রবেশের দায়ে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ
খাগড়াছড়ি সীমান্ত দিয়ে আরও ৯ জনকে পুশইন করেছে বিএসএফ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল