X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

বৃষ্টিতে ভিজে জ্বর, করোনায় চলে গেলেন ফায়ার ফাইটার সালেহ

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
০৪ জুলাই ২০২১, ১৩:০৪আপডেট : ০৪ জুলাই ২০২১, ১৩:০৪

‘বাবার অভাব কীভাবে পূরণ হবে। আমার ছোট ছেলে কীভাবে বাবার মৃত্যুর শোক ভুলবে। আর কীভাবে ছেলেকে একা একা মানুষ করবো।’ মোবাইলফোনে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সদস্য সালেহ আহমেদের (৪০) স্ত্রী আফরোজা আক্তার স্মৃতি। 

সালেহ আহমেদ শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ৯টায় সময় হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সালেহ আহমেদ এর গ্রামের বাড়ি নেত্রকোনার মদনের মাঘানে। রাতেই তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আফরোজা আক্তার স্মৃতি জানান, এক সপ্তাহ আগে ছুটি শেষ করে ময়মনসিংহে কর্মস্থলে যোগদানের জন্য মোটরসাইকেলে যাওয়ার পথে বৃষ্টিতে ভিজে যান তিনি। এরপর জ্বর দেখা দেয়। ধীরে ধীরে শরীর খারাপ হতে থাকে। পরে পরীক্ষায় করোনা শনাক্ত হয় সালেহের। এরপর ২৭ জুন হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। 

সালেহ আহমেদের স্ত্রী আরও বলেন, অল্প সময়ের মধ্যে তিনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন, এটা বুঝতে পারিনি। আমার ১২ বছরের একমাত্র পুত্র সাদ আহমেদ এক মুহূর্তের জন্যও বাবার কথা ভুলতে পারছে না, খাওয়া-দাওয়া ছেড়ে দিয়ে সারাক্ষণ শুধু বাবার কথাই বলছে। আমার এ ছোট্ট শিশুকে কীভাবে বোঝাবো সেটা আমি বুঝতে পারছি না। 

এদিকে সালেহ আহমেদের করোনায় অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবুল হোসেন জানান, গত এক বছর ধরে সালেহ আহমেদ ফায়ার ফাইটার পদে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে ফায়ার সার্ভিসের সব কর্মকর্তা-কর্মচারীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার দাফনের জন্য তাৎক্ষণিক ২০ হাজার টাকা পরিবারকে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীরা মদনের গ্রামের বাড়িতে গিয়ে সালেহ আহমেদের দাফন সম্পন্ন করে এসেছে। সরকারি বিধি মোতাবেক সালেহ আহমেদের পরিবার সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন বলে জানান তিনি। ​

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিচ্ছেন ধোনি! 
‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিচ্ছেন ধোনি! 
গাজীপুরে পোশাকশ্রমিক হৃদয় হত্যাকারীদের বিচার দাবি
গাজীপুরে পোশাকশ্রমিক হৃদয় হত্যাকারীদের বিচার দাবি
কেএমপি কমিশনারের পদত্যাগ ইস্যুতে খুলনায় বৈষম্যবিরোধীরা দ্বিধাবিভক্ত
কেএমপি কমিশনারের পদত্যাগ ইস্যুতে খুলনায় বৈষম্যবিরোধীরা দ্বিধাবিভক্ত
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি