X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
১০ জুলাই ২০২১, ১৩:০৬আপডেট : ১০ জুলাই ২০২১, ১৩:০৬

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ (সামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে ছয় নারীসহ ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনার উপসর্গে ৪১৪ জনের মৃত্যু হলো। আর করোনায় মারা গেছেন ৭৬ জন। শনিবার (১০ জুলাই) জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানায়।

গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে মৃতরা হলেন—কলারোয়ার বালিয়ানপুর গ্রামের যাবেদ আলীর স্ত্রী সরবানু খাতুন (৬০), শহরের সুলতানপুর এলাকার সন্তোষ পালের স্ত্রী নিহার রানী পাল (৬৫), পাটকেলঘাটা থানার চোমরখালী গ্রামের কুতুব উদ্দিনের স্ত্রী জামিলা খাতুন (৫৫), কালিগঞ্জের রতনপুর গ্রামের মৃত ছানাউল্লাহর ছেলে আব্দুল খালেক (৩৫), একই গ্রামের জসিম উদ্দিনের ছেলে আব্দুল করিম (৭২), একই উপজেলার নলতা গ্রামের মৃত শুকুর আলীর স্ত্রী ছফুরা বেগম (৬০), সদর উপজেলার গড়েরকান্দা গ্রামের মৃত কালাচাদের ছেলে আব্দুল হামিদ (৭০), একই উপজেলার বাঁশদহা গ্রামের আবুল খায়েরের স্ত্রী ফিরোজা খাতুন (৫৫), আশাশুনির দক্ষিণ চাপড়া গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে মহিদুল ইসলাম (৭০) ও যশোরের কেশবপুরের সন্তোষ কুমার বিশ্বাসের স্ত্রী শান্তনা বিশ্বাস (৩২)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত ২৮ জুন থেকে ৮ জুলাইয়ের মধ্যে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন তারা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।

এদিকে সাতক্ষীরায় করোনা সংক্রমণের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সামেক হাসপাতালের পিসিআর ল্যাব ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২৯টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৮ দশমিক ৫৪ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৮৬ শতাংশ।

সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা ও জেলা করোনাবিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, এ পর্যন্ত সাতক্ষীরায় চার হাজার ২১৩ জনের করোনা শনাক্ত হয়। জেলায় সুস্থ হয়েছেন তিন হাজার ৩৯ জন। বর্তমানে করোনা রোগী রয়েছেন এক হাজার ৯৮ জন। হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ৪১ জন। তাদের মধ্যে সামেক হাসপাতালে ২৪ জন ও বেসরকারি হাসপাতালে ১৭ জন ভর্তি আছেন। হোম আইসোলেশনে আছেন এক হাজার ৫৭ জন। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ৩৮৫ জন।

তিনি আরও বলেন, সরকারি হাসপাতালে ভর্তি ২৭৬ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি ১৪৮ জন। সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৭২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৪ জন। করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৭৬ জন। উপসর্গ নিয়ে মারা গেছেন ৪১৪ জন।

/এএম/ /এসএইচ/
সম্পর্কিত
ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল বহরে বোমা হামলা
ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর ‘আত্মহত্যা’
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সর্বশেষ খবর
নির্মাণাধীন ভবনমালিকদের মেয়র তাপসের হুঁশিয়ারি
নির্মাণাধীন ভবনমালিকদের মেয়র তাপসের হুঁশিয়ারি
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি তেভেজ
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি তেভেজ
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
চিকিৎসা-খাদ্য-কৃষি সরঞ্জামের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে ঢাকায়
চিকিৎসা-খাদ্য-কৃষি সরঞ্জামের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে ঢাকায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…