X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বিশেষ বাহিনীর অভিযানে পিছু হটলো তালেবান

বিদেশ ডেস্ক
১২ জুলাই ২০২১, ২০:৪৩আপডেট : ১২ জুলাই ২০২১, ২১:০৩

আফগানিস্তানের কান্দাহারে রবিবার রাতে তালেবানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে দেশটির বিশেষ বাহিনী। বিদ্রোহীদের প্রতিহত করতে সেখানকার নিয়মিত বাহিনী ও পুলিশের অনুরোধে এ অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে সরকারি বাহিনীর ওপর হামলা চালানো তালেবান সদস্যদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি দেওয়া হয়। এলিট ফোর্স সদস্যদের ওই হুঁশিয়ারির পর সেখান থেকে কার্যত অদৃশ্য হয়ে পড়ে তালেবান বিদ্রোহীরা।

বেশ কিছু সামরিক-বেসামরিক লোকজন আহত হলেও তালেবানমুক্ত হয় অঞ্চলটি। কান্দাহারে মোতায়েনকৃত বিশেষ বাহিনীর সদস্য মেজর মোহাম্মদ দীন তাসির এই অভিযানের পর রয়টার্সকে বলেন, শহরের দখল নিতে শত্রুর অনুপ্রবেশের খবর পেয়ে তারা সেখানে ছুটে যান।

৩০০ তালেবান সদস্যের শহরটিতে অবস্থানের খবর পাওয়া গিয়েছিল। তবে শেষ পর্যন্ত ঘটনাস্থলে গিয়ে বিদ্রোহীদের জোরালো কোনও উপস্থিতি দেখতে পায়নি এলিট ফোর্সের সদস্যরা।

মেজর মোহাম্মদ দীন তাসির বলেন, সেখানে তাদের এই অনুপস্থিতিই প্রমাণ করে, দেশের ৮৫ ভাগ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে থাকার যে তথ্য তারা প্রচার করেছে সেটি অতিরঞ্জিত।

এদিকে কান্দাহারে পিছু হটলে মধ্যাঞ্চলীয় শহর গজনি দখলের পথে রয়েছে তালেবান। সরকারি বাহিনীর হাত থেকে শহরটির নিয়ন্ত্রণ নিতে এরইমধ্যে চারপাশ থেকে ঘিরে ফেলেছে তালেবান সদস্যরা। সোমবার কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ের জন্য সাধারণ মানুষের বাড়িঘরে ঢুকে পড়েছে বিদ্রোহীরা।

মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ছাড়তে শুরু করায় দেশটিতে আরও শক্তিশালী হয়ে উঠছে তালেবান। ইতোমধ্যে দেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কান্দাহারের দখল নিয়েছে দলটি। ৯ জুলাই শুক্রবার তালেবান জানিয়েছে, আফগানিস্তানের ৮৫ শতাংশ এলাকা এখন তাদের নিয়ন্ত্রণে। একের পর এক এলাকার নিয়ন্ত্রণ নিচ্ছে তারা। তালেবানের ভয়ে অনেক জায়গায় বিনা প্রতিরোধে মাঠ ছাড়ছে সেনা সদস্যরা। শুধু তাই নয়, অনেকে আবার এলাকা, এমনকি দেশ ছেড়েও পালিয়ে যাচ্ছে। গত ৫ জুলাই সোমবার একদিনেই পালিয়ে প্রতিবেশী তাজিকিস্তানে আশ্রয় নিয়েছে সহস্রাধিক আফগান সেনা। তাজিকিস্তান ও ইরানের সঙ্গে দুটি সীমান্ত ক্রসিংয়েরও নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। গত বেশ কিছু দিন ধরে অব্যাহতভাবে শক্তি বৃদ্ধির পর সোমবার কান্দাহারে দলটির পিছু হটার খবর এলো। সূত্র: রয়টার্স।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
মস্কোয় কনসার্টে হামলা: প্রশ্নের মুখে রুশ গোয়েন্দা সংস্থা
সুপেয় পানির অপচয়, বেঙ্গালুরুতে ২২ পরিবারকে জরিমানা
সর্বশেষ খবর
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়