X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১
বিএডিসিতে অনিয়ম পর্ব-৯

চাষি নির্বাচনেও দুর্নীতি!

শাহেদ শফিক
১৩ জুলাই ২০২১, ১১:০০আপডেট : ১৩ জুলাই ২০২১, ১৫:০৩

নানা অনিয়মে চলছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন। এ নিয়ে বাংলা ট্রিবিউন-এর ধারাবাহিক প্রতিবেদনের নবম পর্ব থাকছে আজ।

চাষি নির্বাচনেও দুর্নীতির আশ্রয় নিয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। কোনও দরপত্র ছাড়াই চাষিদের সঙ্গে চুক্তি করে নগদে ধান বীজ ক্রয় করা হয়েছে। সরকারি বিধিবিধান না মেনে বিশেষ একটি গোষ্ঠীকে সুবিধা দিতেই এ অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। অনিয়মের চিত্র উঠে এসেছে সরকারি এক নিরীক্ষা প্রতিবেদনে। জড়িতদের দায় নির্ধারণ করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে তাতে।

সরকারে একটি সংস্থা ২০১৯ সালের ২৫ ডিসেম্বর থেকে ২০২০ সালের ২ জানুয়ারি পর্যন্ত বিএডিসির বিভিন্ন অর্থবছরের বার্ষিক খরচের বিবরণী, বিল-ভাউচার ও রেজিস্টার পর্যালোচনা করে এ অনিয়ম ধরতে পেরেছে।

অনুসন্ধানে দেখা গেছে, দরপত্র আহ্বানের মাধ্যমে চাষি নির্বাচন না করে সরাসরি তাদের সঙ্গে চুক্তি করা হয়। এভাবে নগদে ধান বীজ ক্রয়ে প্রতিষ্ঠানটির ক্ষতি হয়েছে প্রায় ১১ কোটি ১১ লাখ ৪৮ হাজার টাকা।

২০১৮-১৯ অর্থবছরে প্রতিষ্ঠানটি ২ হাজার ৭৩৪ মেট্রেক টন ধান বীজ ক্রয় বাবদ ৫৮৮টি ভাউচারের মাধ্যমে ৩৮৮ জন চুক্তিবদ্ধ চাষির অনুকূলে এই বিপুল পরিমাণ টাকা পরিশোধ করা হয়েছে। বীজ সরবরাহকারী চাষিদের উন্মুক্ত দরপত্র আহ্বানের মাধ্যমে নির্বাচন না করে পিপিআর ২০০৮-এর বিধি লঙ্ঘন করে সরাসরি স্থানীয়ভাবে বাছাই করা হয়েছে। এতে প্রকৃত চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পিপিআর ২০০৮-এর বিধি ৬১ ও ৯০ মোতাবেক বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে সকল যোগ্য দরপত্রদাতার নিকট হতে দরপত্র আহ্বান করে পণ্য ও সংশ্লিষ্ট সেবা ক্রয় করতে হবে। এ ক্ষেত্রে উন্মুক্ত দরপত্র পদ্ধতির প্রয়োগ করার কথা। কিন্তু বিএডিসি এভাবে চাষি নির্বাচন করেনি।

বিধি মোতাবেক প্রতিটি ক্রয়ের ক্ষেত্রে অনধিক ২৫ হাজার টাকা এবং বছরে অনধিক ১০ লাখ টাকা পর্যন্ত সরাসরি নগদে ক্রয় করা যাবে। কিন্তু ওই বীজ কেনার ক্ষেত্রে তা মানা হয়নি। এভাবে নগদ ক্রয় করায় ওই পরিমাণ টাকা সরকারের অনিয়মিত ব্যয় হিসেবে ধরা হয়েছে।

বিএডিসি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বলেছে, বীজ উৎপাদনের জন্য চুক্তিবদ্ধ চাষি নিয়োগের নিয়মনীতি যাচাই করে পরে বিস্তারিত জবাব দেওয়া হবে। কিন্তু এখনও সে জবাব দেওয়া হয়নি।

জানতে চাইলে বিএডিসি’র চেয়ারম্যান ড. অমিতাভ সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা অনিয়ম বা আপত্তিগুলোর জবাব চেয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

/এফএ/আইএ/আপ-এনএইচ/
টাইমলাইন: বিএডিসিতে অনিয়ম
১৪ জুলাই ২০২১, ১২:৫৭
১৩ জুলাই ২০২১, ১১:০০
চাষি নির্বাচনেও দুর্নীতি!
১২ জুলাই ২০২১, ১৫:০০
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া