X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০
বিএডিসিতে অনিয়ম পর্ব-১৫

খামারের ৬০ লাখ টাকা সুমন চাকমার পকেটে

শাহেদ শফিক
১৯ জুলাই ২০২১, ১৫:০০আপডেট : ১৯ জুলাই ২০২১, ১৫:০০

নানা অনিয়মে চলছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। ফসলের বীজ থেকে শুরু করে কৃষকের ঘামের টাকাও আত্মসাৎ হয় সংস্থাটিতে। এ নিয়ে বাংলা ট্রিবিউন-এর ধারাবাহিক প্রতিবেদনের ১৫তম ও শেষ পর্ব থাকছে আজ।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) একটি খামারের জন্য বরাদ্দকৃত প্রায় ৬০ লাখ টাকা আত্মসাৎ করেছেন প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা। কয়েক বছর একই পদে কর্মরত থেকে কৌশলে বিভিন্ন খাতের অর্থ ব্যাংক থেকে তুলে নিজের পকেট ভারী করেন তিনি। ফসল উৎপাদনের জন্য সার, কীটনাশক ও সেচযন্ত্রের জ্বালানি ব্যবহার না করে সেগুলো বিক্রি ও খামারের বিভিন্ন খাতের নগদ আয় সংস্থার খাতে জমা না করে ঢুকিয়েছেন নিজের পকেটে। বিএডিসির এই কর্মকর্তা হচ্ছেন কক্সবাজারের ঝিলংজা বীজ উৎপাদন খামারের সাবেক সিনিয়র সহকারী পরিচালক (খামার) সুমন চাকমা। সংস্থাটির এক তদন্ত প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে এসেছে।

অনুসন্ধানে দেখা গেছে, ২০১১ সালের ১৫ ডিসেম্বর থেকে ২০১৭ সালের ১৩ ডিসেম্বর পর্যন্ত ৬ বছর একই খামারের দায়িত্বে ছিলেন সুমন চাকমা।

২০১৩ সালের জুন থেকে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত শ্রমিক মজুরির প্রায় ছয় লাখ ৮৫ হাজার টাকা, ২০১২ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত বিদ্যুৎ বিলের প্রায় ১৫ লাখ ১৮ হাজার টাকা, ২০১৩ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত ভূমি করের দুই লাখ ৭২ হাজার টাকা, ২০১৪ সালের জুন হতে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত সার খাতের সাত লাখ ২১ হাজার টাকা, ২০১৩ সালের জুলাই থেকে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত কীটনাশক খাতের এক লাখ ১৬ হাজার টাকা, ২০১২ সালের জুলাই হতে ২০১৫ সালের জুন পর্যন্ত কৃষি সেচযন্ত্রের জ্বালানি খাতের তিন লাখ ২১ হাজার টাকা আত্মসাৎ করেন।

এ ছাড়া ২০১২ সালের জুলাই হতে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত সার ও কীটনাশক ব্যবহার না করে পাঁচ লাখ ৬৩ হাজার টাকা, কৃষি সেচযন্ত্রের জ্বালানি ব্যবহার না করে ১০ লাখ ৪৭ হাজার টাকা, খামারের কাঠ ও জ্বালানি বিক্রয় বাবদ প্রায় পাঁচ লাখ ৩৪ হাজার টাকা এবং খামারের বিভিন্ন খাতের নগদ আয়ের দুই লাখ টাকারও বেশি জমা না করে আত্মসাৎ করেন। সব মিলিয়ে তিনি খামারের ৫৯ লাখ ৮৭ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এ অর্থ দ্রুত উদ্ধারের ব্যবস্থা নিতে বলা হয়েছে প্রতিবেদনে।

অপরাধ প্রমাণিত হওয়ায় প্রাথমিকভাবে বরখাস্ত করা হয়েছে ওই কর্মকর্তাকে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়েছে বলে জানিয়েছেন বিএডিসি চেয়ারম্যান ড. অমিতাভ সরকার। মামলাটি চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষমাণ।

/এফএ/
টাইমলাইন: বিএডিসিতে অনিয়ম
১৯ জুলাই ২০২১, ১৫:০০
খামারের ৬০ লাখ টাকা সুমন চাকমার পকেটে
১৪ জুলাই ২০২১, ১২:৫৭
১৩ জুলাই ২০২১, ১১:০০
১২ জুলাই ২০২১, ১৫:০০
সম্পর্কিত
সর্বশেষ খবর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!