X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

সাতক্ষীরায় দুই নারীসহ ৯ জনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
১৩ জুলাই ২০২১, ১৬:৫৬আপডেট : ১৩ জুলাই ২০২১, ১৬:৫৬

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় দুই নারীসহ নয় জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ (সামেক) হাসপাতাল ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে সাত জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। বাকি দুই জন করোনায় আক্রান্ত ছিলেন। এ নিয়ে জেলায় ১২ জুলাই পর্যন্ত করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৩২ জন। এর মধ্যে করোনায় মারা গেছেন ৭৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন কলারোয়া উপজেলার সরসকাটি গ্রামের মৃত ছিফাত আলীর ছেলে আব্দুস সাত্তার (৬৫), তালা উপজেলার মাগুরা গ্রামের মৃত শহর আলীর সরদারের ছেলে মোজাম আলী সরদার (৬৬), কালিগঞ্জের তারালী গ্রামের মৃত ইসমত উল্যা মোড়লের ছেলে জবেদ আলী মোড়ল (৭৫), আশাশুনি উপজেলার খড়িআটি গ্রামের মৃত গহর আলীর ছেলে আলী সরদার (৮০), কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের মৃত আফসার আলী মোড়লের স্ত্রী সুফিয়া বেগম (৫৬) ও সাতক্ষীরার রসুলপুর এলাকার মৃত রবিউল ইসলামের স্ত্রী আসুরা খাতুন (৪৮)। একই সময়ে করোনার উপসর্গ নিয়ে শহরের বেসরকারি হাসপাতালে এক জনের মৃত্যু হয়েেছ।

এছাড়া করোনায় দৈনিক ভোরের পাতার সাতক্ষীরার স্টাফ রিপোর্টার সদরুল কাদির শাওন ও কালিগঞ্জের শ্রীরামপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোশারফ হোসেন (৭৫) মারা গেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত ২ জুলাই থেকে ১২ জুলাইয়ের মধ্যে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিট ও বেসরকারি হাসপাতালে ভর্তি হন এসব ব্যক্তি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। 

এদিকে সাতক্ষীরায় বেড়েছে করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় সামেক হাসপাতালের পিসিআর ল্যাব ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৩৯টি নমুনা পরীক্ষায় ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২০ দশমিক ৭৩ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ২০ দশমিক ৭ শতাংশ।

সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, এ পর্যন্ত সাতক্ষীরায় করোনা রোগীর সংখ্যা চার হাজার ৫৭৭ জন। জেলায় সুস্থ হয়েছেন তিন হাজার ২৮০ জন। বর্তমানে করোনা রোগী রয়েছেন এক হাজার ২১৯ জন। হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ৩৪ জন। এদের মধ্যে সামেক হাসপাতালে ১৬ জন ও বেসরকারি হাসপাতালে ১৬ জন ভর্তি আছেন। হোম আইসোলেশনে আছেন এক হাজার ১৮৫ জন। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ৩৭৭  জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি ২৬১ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি ১১৬ জন। সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪১১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৯ জন। করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৭৮ জন। উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৩২ জন।

/এএম/
সম্পর্কিত
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭
পদত্যাগ করে বৈষম্যবিরোধী নেতা লিখলেন ‘পদ ছেড়েছি প্রেম নয়’
সাতক্ষীরা জেলা আ.লীগ নেতা হারুন গ্রেফতার
সর্বশেষ খবর
সাঁতারে ৫ ইভেন্টেই ঢাবি সেরা শেখ জামিল
সাঁতারে ৫ ইভেন্টেই ঢাবি সেরা শেখ জামিল
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
সর্বাধিক পঠিত
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন