X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

কুমিল্লা প্রতিনিধি
১৩ জুলাই ২০২১, ১৯:৪৪আপডেট : ১৩ জুলাই ২০২১, ১৯:৪৪

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। এ সময় দুই জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার চরবাকর এলাকায় মুরাদনগরগামী যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয় মালবোঝাই ট্রাক। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই একজন নিহত এবং চার জন আহত হন। 

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। বর্তমানে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই জন চিকিৎসাধীন।

নিহতরা হলেন- মুরাদনগর উপজেলার দারোরা গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে আবুল কালাম (৪৫), রায়তলা গ্রামের লিটন মিয়ার স্ত্রী কামরুন্নাহার (৩০) ও ছালিয়াকান্দি গ্রামের বাবুল মিয়া (৪০)।

নিহত আবুল কালামের ভাই আনোয়ার জানান, তার ভাই কুমিল্লায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। পরিবার নিয়ে কুমিল্লায় বসবাস করতেন। তার বেয়াই অটোচালক লিটনের স্ত্রী কামরুন্নাহার, আত্মীয় আজিজুল হক ও বন্ধু বাবুল মিয়াসহ বাড়িতে আসার পথে দুর্ঘটনা ঘটে।

অন্যদিকে, দুপুর দেড়টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ থোল্লার মোড়ে সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় নিরব (৮) নামে এক শিশু নিহত হয়। নিরব থোল্লা গ্রামের অটোচালক সোহেলের ছেলে।

মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উজ্জল ঘোষ বলেন, সড়ক দুর্ঘটনার চারজন নিহত ও দুই জন আহত হয়েছেন। হঠাৎ সড়কে গাড়ির চাপ বেড়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকায় সেতু মেরামতের কাজ চলায় কুমিল্লা-সিলেট মহাসড়কে সব পরিবহন পারপার হচ্ছে। দুর্ঘটনায় কবলিত দুটি ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। দুটি ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

/এএম/
সম্পর্কিত
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
সর্বশেষ খবর
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!