X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

কুমিল্লা প্রতিনিধি
১৩ জুলাই ২০২১, ১৯:৪৪আপডেট : ১৩ জুলাই ২০২১, ১৯:৪৪

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। এ সময় দুই জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার চরবাকর এলাকায় মুরাদনগরগামী যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয় মালবোঝাই ট্রাক। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই একজন নিহত এবং চার জন আহত হন। 

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। বর্তমানে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই জন চিকিৎসাধীন।

নিহতরা হলেন- মুরাদনগর উপজেলার দারোরা গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে আবুল কালাম (৪৫), রায়তলা গ্রামের লিটন মিয়ার স্ত্রী কামরুন্নাহার (৩০) ও ছালিয়াকান্দি গ্রামের বাবুল মিয়া (৪০)।

নিহত আবুল কালামের ভাই আনোয়ার জানান, তার ভাই কুমিল্লায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। পরিবার নিয়ে কুমিল্লায় বসবাস করতেন। তার বেয়াই অটোচালক লিটনের স্ত্রী কামরুন্নাহার, আত্মীয় আজিজুল হক ও বন্ধু বাবুল মিয়াসহ বাড়িতে আসার পথে দুর্ঘটনা ঘটে।

অন্যদিকে, দুপুর দেড়টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ থোল্লার মোড়ে সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় নিরব (৮) নামে এক শিশু নিহত হয়। নিরব থোল্লা গ্রামের অটোচালক সোহেলের ছেলে।

মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উজ্জল ঘোষ বলেন, সড়ক দুর্ঘটনার চারজন নিহত ও দুই জন আহত হয়েছেন। হঠাৎ সড়কে গাড়ির চাপ বেড়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকায় সেতু মেরামতের কাজ চলায় কুমিল্লা-সিলেট মহাসড়কে সব পরিবহন পারপার হচ্ছে। দুর্ঘটনায় কবলিত দুটি ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। দুটি ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

/এএম/
সম্পর্কিত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ জন নিহতের ঘটনায় বাসচালক গ্রেফতার
খুলনায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই তরুণের পরিচয় মিলেছে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক