X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিশ্ব আদালতে পাকিস্তানের আবেদন অগ্রাহ্য

উদিসা ইসলাম
১৪ জুলাই ২০২১, ০৮:০০আপডেট : ১৪ জুলাই ২০২১, ০৮:০০
(বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড ও তার শাসনামল নিয়ে মুজিববর্ষ উপলক্ষে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে বাংলা ট্রিবিউন। আজ পড়ুন ১৯৭৩ সালের ১৪ জুলাইয়ের ঘটনা।)
 
বিচারের জন্য বাংলাদেশের কাছে ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধীকে হস্তান্তর করা হতে বিরত রাখার জন্য ভারতের ওপর অন্তর্বর্তীকালীন ইনজাংশন জারির যে অনুরোধ পাকিস্তান করেছে, আন্তর্জাতিক আদালত তা প্রত্যাখ্যান করে। এদিন রাতে এই বিষয়ে সিদ্ধান্ত দেয় আদালত।

আদালত তার সিদ্ধান্তে আরও জানায়, গণহত্যার বিচার অনুষ্ঠান প্রশ্নে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের দাখিলকৃত মামলা সম্পর্কে আদালতকে প্রথমেই প্রশ্ন নিরূপণ করতে হবে। চলতি বছর ১১ মে পাকিস্তান এই মামলা দায়ের করে। আদালতের এই সিদ্ধান্ত আট-চার ভোটে গৃহীত হয়। ভারত বিশ্ব-আদালতকে জানায়, তাদের সম্মতি ছাড়া এ মামলা পরিচালনার এখতিয়ার বিশ্ব আদালতের নেই।

বিশ্ব আদালতে পাকিস্তানের আবেদন অগ্রাহ্য

অন্তর্বর্তীকালীন ইনজাংশনের দাবি সম্পর্কে আন্তর্জাতিক আদালত অভিমত প্রকাশ করে যে, শুধু জরুরি ক্ষেত্রে অন্তর্বর্তী ব্যবস্থা আবশ্যক হয়। এখানকার পর্যবেক্ষক মহলের মতে বাংলাদেশের কাছে যুদ্ধবন্দি হস্তান্তরে আন্তর্জাতিক আদালতের তরফ থেকে কোনও বাধা নেই।

ওই বছর ২৪ জুলাই ইসলামাবাদে পাক-ভারত বৈঠকের পরিপ্রেক্ষিতে আদালতের সিদ্ধান্ত ঘোষণা মুলতবি রাখার জন্য পাকিস্তানের একটি অনুরোধও আদালত ৮-১ ভোটে বাতিল করে দেয়।

বিশ্ব আদালতে পাকিস্তানের আবেদন অগ্রাহ্য

যুদ্ধাপরাধের বিচারের জন্য সংবিধান সংশোধিত

সংবিধানের প্রথম সংশোধনী বিলটি এদিন জাতীয় সংসদের সংশোধিত আকারে গৃহীত হয়। সংবিধান (প্রথম সংশোধনী) বিল ১৯৭৩ নামে পরিচিত বিলটির পক্ষে ২৫৪ সংসদ সদস্য সায় দেন।

গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক আইনের অধীন অন্যান্য অপরাধের অপরাধীদের বিচার ব্যবস্থার জন্য সংবিধান সংশোধন করা হয়। বিলটির ওপর মোট চারটি সংশোধনী আনা হয়। এগুলো আনেন আওয়ামী লীগের আসাদুজ্জামান খান, জাসদের আব্দুস সাত্তার, নির্দলীয় আব্দুল্লাহ সরকার ও বিরোধী আইনমন্ত্রী মনোরঞ্জন ধর।

আইনমন্ত্রীর সমর্থনে আমিরুল ইসলাম বলেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ এবং আন্তর্জাতিক অপরাধগুলো সংবিধানের অন্তর্ভুক্ত করার জন্য সংবিধান সংশোধন প্রয়োজন এবং যাতে যুদ্ধাপরাধের জন্য প্রণীত আইন সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করার কোনও সম্ভাবনা না থাকে তাও নিশ্চিত করা প্রয়োজন। তিনি বলেন, এই আইন আমাদের সশস্ত্র বাহিনীর ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

দিল্লিতে ফারাক্কা নিয়ে বৈঠক

বন্যা নিয়ন্ত্রণ, পানিসম্পদ ও বিদ্যুৎমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ এদিন ঢাকা বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বাংলাদেশ-ভারতের সঙ্গে ফারাক্কা সমস্যা নিয়ে একটি পারস্পরিক সুবিধাজনক সমাধান চান তিনি। এটা হবে দুই প্রতিবেশী দেশের মধ্যে বিরাজমান বন্ধুত্বের মনোভাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন মন্ত্রী।

ভারতের সঙ্গে ফারাক্কা এবং যৌথ নদী কমিশনের কাজের অগ্রগতি আলোচনা করবেন বলে জানান তিনি। তিনি বলেন, দুই দেশের মধ্যে যেখানে পূর্ণ সমঝোতা রয়েছে সেখানে ভুল বোঝাবুঝির আশঙ্কা নেই।

বিশ্ব আদালতে পাকিস্তানের আবেদন অগ্রাহ্য

বাংলাদেশ-মালয়েশিয়া যুক্ত ইশতেহার

বাংলাদেশ-মালয়েশিয়া- দুই দেশের মধ্যে বিরাজমান সম্পর্ক আরও জোরদার করার উদ্দেশ্যে একটি বাণিজ্যিক চুক্তি ও একটি সাংস্কৃতিক চুক্তি সম্পাদনের সিদ্ধান্ত হয়। এক যুক্ত ইশতেহারে এ কথা জানানো হয়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হোসেন দুই দিনব্যাপী মালয়েশিয়া সফর শেষে সন্ধ্যায় এই সিদ্ধান্তের কথা জানান।

ইশতেহারে বলা হয় যে দ্বিমুখী বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা উদ্ভাবনের জন্য একটি মালয়েশিয়া বাণিজ্য মিশনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। এতে বলা হয় পারস্পরিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনার জন্য দুই দেশ কুয়ালালামপুর কিংবা ঢাকায় এই দুই সরকারের মধ্যে মাঝে মাঝে আলোচনা অনুষ্ঠানে সম্মত হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেন।

এশিয়ার জোট-নিরপেক্ষ সম্মেলন ও অন্যান্য আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলেও মালয়েশিয়া জানায়।

 

/এফএ/
সম্পর্কিত
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
রাহমানের কণ্ঠে ‘জয় বাংলা’, ভিডিও করলেন মুগ্ধ প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!