X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ধীরগতি, টোলপ্লাজায় জট 

কুমিল্লা প্রতিনিধি
১৬ জুলাই ২০২১, ১২:০৪আপডেট : ১৬ জুলাই ২০২১, ১২:০৪

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও গোমতী সেতুর টোলপ্লাজা এলাকায় হালকা যানজটের সঙ্গে যানবাহনের ধীরগতি বাড়তে শুরু করেছে। সেই সঙ্গে মহাসড়কের দু’দিকেই যানবাহনের চাপ বেড়েছে। হঠাৎ করে যানবাহনের চাপ বাড়তে শুরু করায় কুমিল্লার অংশের দাউদকান্দি, গৌরীপুর, ইলিয়টগঞ্জ, মাধাইয়া, চান্দিনা ও ময়নামতি ক্যান্টনমেন্টসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে গাড়ির ধীরগতি বেড়েছে। তবে মহাসড়কের যানবাহনের দীর্ঘ জট দেখা যায়নি।

শুক্রবার (১৬ জুলাই) বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত কুমিল্লা থেকে দাউদকান্দি মেঘনা ও গোমতী সেতুর টোলপ্লাজা এলাকা ঘুরে দেখা যায়, স্বাভাবিকের তুলনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে গাড়ির চাপ বেড়েছে। সড়কের গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় গাড়ির ধীরগতি রয়েছে। 

অন্যদিকে দাউদকান্দি টোলপ্লাজা থেকে চট্টগ্রাম লেনে প্রায় এক কিলোমিটার যানজট তৈরি হয়েছে। তবে এই যানজট স্থায়ী হচ্ছে না। মহাসড়কে যানজট নিরসন এবং ধীরগতি কমাতে হাইওয়ে পুলিশ নিয়মিত টহলে রয়েছে।

গরুবাহী পিকআপের চালক মিজানুর রহমান বলেন, ফেনী থেকে গরু নিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছি। আসার সময় কুমিল্লার অংশে যানজট বা গাড়ির চাপ না দেখলোও ফেরার সময় মহাসড়কে যানবাহনের ধীরগতি থাকায় বিভিন্ন জায়গায় আটকা পড়তে হয়েছে। এখন মেঘনা ও গোমতীয় সেতুর টোলপ্লাজা এলাকায় এসে জটে আটকা পড়েছি। সামনে মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ এলাকায় যানজট নিয়ে তিনি শঙ্কায় আছেন।

এদিকে দাউদকান্দি টোলপ্লাজা এলাকার স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বৃহস্পতিবার সারাদিন সড়কের জট না থাকলেও রাতে টোলপ্লাজা এলাকা থেকে মহাসড়কের দীর্ঘ যানজট ছিল। তবে শুক্রবার ভোর থেকে সেই জট কমে আসে।

এ বিষয়ে কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম জানান, কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দু’দিক থেকে শুক্রবার বেলা সাড়ে ১০টা থেকে হঠাৎ যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। সেই সঙ্গে গাড়ির ধীরগতির বেড়েছে। মেঘনা ও গোমতী সেতুর টোলপ্লাজা এলাকায় অতিরিক্ত ধীরগতি বেড়েছে হালকা যানজট থাকলেও তা স্থায়ী হচ্ছে না। এই জট সৃষ্টি হচ্ছে যানবাহন থেকে টোল আদায়ে। তবে পুলিশ মহাসড়কে যানজট নিরসন নিয়মিত টহলে রয়েছে বলে জানান তিনি। 



/টিটি/
সম্পর্কিত
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
দুই বাসের রেষারেষিতে ট্রাফিক কনস্টেবল আহত
অনেকটাই ফাঁকা মহাসড়ক, বঙ্গবন্ধু সেতুতে কমেছে টোল আদায়
সর্বশেষ খবর
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি