X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ধীরগতি, টোলপ্লাজায় জট 

কুমিল্লা প্রতিনিধি
১৬ জুলাই ২০২১, ১২:০৪আপডেট : ১৬ জুলাই ২০২১, ১২:০৪

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও গোমতী সেতুর টোলপ্লাজা এলাকায় হালকা যানজটের সঙ্গে যানবাহনের ধীরগতি বাড়তে শুরু করেছে। সেই সঙ্গে মহাসড়কের দু’দিকেই যানবাহনের চাপ বেড়েছে। হঠাৎ করে যানবাহনের চাপ বাড়তে শুরু করায় কুমিল্লার অংশের দাউদকান্দি, গৌরীপুর, ইলিয়টগঞ্জ, মাধাইয়া, চান্দিনা ও ময়নামতি ক্যান্টনমেন্টসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে গাড়ির ধীরগতি বেড়েছে। তবে মহাসড়কের যানবাহনের দীর্ঘ জট দেখা যায়নি।

শুক্রবার (১৬ জুলাই) বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত কুমিল্লা থেকে দাউদকান্দি মেঘনা ও গোমতী সেতুর টোলপ্লাজা এলাকা ঘুরে দেখা যায়, স্বাভাবিকের তুলনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে গাড়ির চাপ বেড়েছে। সড়কের গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় গাড়ির ধীরগতি রয়েছে। 

অন্যদিকে দাউদকান্দি টোলপ্লাজা থেকে চট্টগ্রাম লেনে প্রায় এক কিলোমিটার যানজট তৈরি হয়েছে। তবে এই যানজট স্থায়ী হচ্ছে না। মহাসড়কে যানজট নিরসন এবং ধীরগতি কমাতে হাইওয়ে পুলিশ নিয়মিত টহলে রয়েছে।

গরুবাহী পিকআপের চালক মিজানুর রহমান বলেন, ফেনী থেকে গরু নিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছি। আসার সময় কুমিল্লার অংশে যানজট বা গাড়ির চাপ না দেখলোও ফেরার সময় মহাসড়কে যানবাহনের ধীরগতি থাকায় বিভিন্ন জায়গায় আটকা পড়তে হয়েছে। এখন মেঘনা ও গোমতীয় সেতুর টোলপ্লাজা এলাকায় এসে জটে আটকা পড়েছি। সামনে মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ এলাকায় যানজট নিয়ে তিনি শঙ্কায় আছেন।

এদিকে দাউদকান্দি টোলপ্লাজা এলাকার স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বৃহস্পতিবার সারাদিন সড়কের জট না থাকলেও রাতে টোলপ্লাজা এলাকা থেকে মহাসড়কের দীর্ঘ যানজট ছিল। তবে শুক্রবার ভোর থেকে সেই জট কমে আসে।

এ বিষয়ে কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম জানান, কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দু’দিক থেকে শুক্রবার বেলা সাড়ে ১০টা থেকে হঠাৎ যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। সেই সঙ্গে গাড়ির ধীরগতির বেড়েছে। মেঘনা ও গোমতী সেতুর টোলপ্লাজা এলাকায় অতিরিক্ত ধীরগতি বেড়েছে হালকা যানজট থাকলেও তা স্থায়ী হচ্ছে না। এই জট সৃষ্টি হচ্ছে যানবাহন থেকে টোল আদায়ে। তবে পুলিশ মহাসড়কে যানজট নিরসন নিয়মিত টহলে রয়েছে বলে জানান তিনি। 



/টিটি/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে ৮ কিলোমিটার যানবাহনের ধীরগতি
ফিরতি যাত্রায়ও ভোগান্তি
সিরাজগঞ্জের মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট
সর্বশেষ খবর
ইসরায়েল যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে ইরানের সর্বোচ্চ নেতা
ইসরায়েল যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে ইরানের সর্বোচ্চ নেতা
মিরাজের বিশ্বাস পেয়ে ভালো কিছু করেছেন তানভীর
মিরাজের বিশ্বাস পেয়ে ভালো কিছু করেছেন তানভীর
খিলক্ষেতে কাভার্ড ভ্যানচাপায় দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত
খিলক্ষেতে কাভার্ড ভ্যানচাপায় দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল