ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্বামীর সঙ্গে অভিমান করে সীমা আক্তার (২০) নামে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৬ জুলাই) বিকালে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর হাসপাতালে লাশ রেখে পালিয়ে গেছে স্বামী বাবুল হাসান।
নিহতের স্বজনরা জানান, তিন বছর আগে আখাউড়া উপজেলার নারায়ণপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে সীমা আক্তারের সঙ্গে বিজয়নগরের সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া গ্রামের আবুল হাসানের বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায়ই পারিবারিক নানা বিষয় নিয়ে কলহ চলছিলো তাদের মাঝে।
আজ দুপুরে খাবার শেষে ঘুমানোর বিষয় নিয়ে হাসানের সঙ্গে স্ত্রী সীমার ঝগড়া হয়। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে হাসান সীমাকে থাপ্পড় দেন। পরে হাসান বাড়ি থেকে বের হয়ে যান। থাপ্পড় দেওয়ায় অভিমান করে সীমা বিকালে নিজ ঘরে বিষপান করেন। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে আনা হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক মৃত ঘোষণা করার পরপরই আবুল হাসান তার স্ত্রী সীমার লাশ হাসপাতালের জরুরি বিভাগে রেখে পালিয়ে যান।
এ বিষয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফুজ্জামান হিমেল বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।