রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন ইসিবি চত্বর এলাকা হতে অস্ত্রধারী সন্ত্রাসী শিপলু’কে গ্রেফতার করেছে র্যাব-৪। এ সময় তার কাছ থেকে দেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার।
শনিবার (১৭ জুলাই) ভোরে র্যাব-৪ এর একটি আভিযানিক দল রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন ইসিবি চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে ১টি দেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি চাপাতি, ২টি ছুড়ি ও ৪২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও চিহ্নিত সন্ত্রাসী শিপলুকে গ্রেফতার করে।
র্যাব ৪ এর কোম্পানি কমান্ডার মেজর কামরুল ইসলাম শনিবার বিকালে বলেন, রাজধানীর বিভিন্ন থানায় মাদক এবং হত্যাসহ একাধিক মামলা রয়েছে শিপলুর বিরুদ্ধে। সে একাধারে ছিনতাইকারী, জমি দখলকারী, মাদক ব্যবসায়ী এবং কিশোর গ্যাং এর অন্যতম সদস্য। অস্ত্রের ভয় দেখিয়ে লোকজনের কাছ থেকে জোরপূর্বক চাঁদা দাবি করতো এবং কেউ চাঁদা দিতে না চাইলে সে তাকে মারধর করে চাঁদা আদায় করতো। শিপলু মূলত অস্ত্রধারী হওয়ায় সাধারণ জনগণ তার বিরুদ্ধে কথা বলতে সাহস করতো না।