X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

মাহমুদউল্লাহর ইমামতিতে সাকিব-তামিমদের ঈদের নামাজ আদায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০২১, ১৫:৩৭আপডেট : ২১ জুলাই ২০২১, ১৫:৪৭

ক্রিকেট ব্যস্ততায় অনেক সময় জাতীয় দলের ক্রিকেটারদের পরিবার ছাড়া ঈদ কাটাতে হয়। এবারও যেমন দেশের বাইরে পরিবারকে ছাড়া ঈদ উদযাপন করতে করতে হচ্ছে তামিম-সাকিবদের। এখন জিম্বাবুয়ে সফরে রয়েছে বাংলাদেশ দল। সেখানেই ঈদুল আজহা উদযাপন করছেন ক্রিকেটাররা।

বুধবার মাহমুদউল্লাহর ইমামতিতে হারারেতে ঈদের নামাজ আদায় করেছেন ক্রিকেটাররা। টি-টোয়েন্টি অধিনায়ক খুতবাও পড়েছেন। জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। সেই ছবিগুলোই ধরা পড়েছে জিম্বাবুয়েতে ক্রিকেটারদের ঈদ উদযাপন। আর এই পেসার ক্যাপশন করেছেন, ‘সবাইকে ঈদ মোবারক।’

ক্রিকেটারদের ঈদ উদযাপন এছাড়া ভক্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করেছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমসহ বেশ কয়েকজন ক্রিকেটার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ভক্ত-সমর্থকদের জানিয়েছেন ঈদ শুভেচ্ছা।

ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড় সাকিব সতীর্থদের সঙ্গে ঈদ উদযাপন করছেন। ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে, ‘পবিত্র এই ঈদ প্রিয়জনদের সঙ্গে আমাদের জীবনেও বয়ে আনুক প্রশান্তি ও সুস্থতা। আসুন প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলি ও সবাই উপভোগ করি একটি সুস্থ ও সুন্দর ঈদ। আপনাদের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা।’

ক্রিকেটারদের ঈদ উদযাপন আজই দেশের উদ্দেশে রওনা দেবেন তামিম। তার আগে সতীর্থদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন ওয়ানডে অধিনাযক। গ্রুপ ছবি শেয়ার করে লিখেছেন, ‘বাড়ি থেকে অনেক দূরে আমার দ্বিতীয় পরিবারের সঙ্গে ঈদের নামায আদায়। এই ঈদুল আজহায় আল্লাহর পরিত্র নেয়ামতকে আলিঙ্গন করুন। আপনার প্রার্থনা ও ত্যাগ কখনও বৃথা যাবে না।’

ক্রিকেটারদের ঈদ উদযাপন ঈদের নামাজে ইমামের দায়িত্ব পালন করা মাহমুদউল্লাহ সবার সঙ্গে তোলা ছবি পোস্ট করে লিখেছেন, ‘ঈদ মোবারক। আল্লাহ আমাদের পক্ষ থেকে ও আপনাদের পক্ষ থেকে কবুল করুন।’

ক্রিকেটারদের ঈদ উদযাপন জিম্বাবুয়েতে একমাত্র টেস্ট খেলে পারিবারিক কারণে দেশে ফিরে এসেছেন মুশফিক। ফেসবুক ভেরিফায়েড পেজে সাবেক অধিনায়ক লিখেছেন, ‘আপনাদের সবাইকে ঈদ মোবারক। অনেক ‍খুশি আর আনন্দে ঈদ কাটুক সবার। আমাদের দেশ এখনও মহামারীর সঙ্গে লড়ছে, দয়া করে উদযাপনের সময় নিরাপত্তাবিধি মেনে চলুন। চলুন দুস্থদের প্রতি সহায় হই এবং তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করি।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক