ক্রিকেট ব্যস্ততায় অনেক সময় জাতীয় দলের ক্রিকেটারদের পরিবার ছাড়া ঈদ কাটাতে হয়। এবারও যেমন দেশের বাইরে পরিবারকে ছাড়া ঈদ উদযাপন করতে করতে হচ্ছে তামিম-সাকিবদের। এখন জিম্বাবুয়ে সফরে রয়েছে বাংলাদেশ দল। সেখানেই ঈদুল আজহা উদযাপন করছেন ক্রিকেটাররা।
বুধবার মাহমুদউল্লাহর ইমামতিতে হারারেতে ঈদের নামাজ আদায় করেছেন ক্রিকেটাররা। টি-টোয়েন্টি অধিনায়ক খুতবাও পড়েছেন। জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। সেই ছবিগুলোই ধরা পড়েছে জিম্বাবুয়েতে ক্রিকেটারদের ঈদ উদযাপন। আর এই পেসার ক্যাপশন করেছেন, ‘সবাইকে ঈদ মোবারক।’
এছাড়া ভক্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করেছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমসহ বেশ কয়েকজন ক্রিকেটার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ভক্ত-সমর্থকদের জানিয়েছেন ঈদ শুভেচ্ছা।
ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড় সাকিব সতীর্থদের সঙ্গে ঈদ উদযাপন করছেন। ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে, ‘পবিত্র এই ঈদ প্রিয়জনদের সঙ্গে আমাদের জীবনেও বয়ে আনুক প্রশান্তি ও সুস্থতা। আসুন প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলি ও সবাই উপভোগ করি একটি সুস্থ ও সুন্দর ঈদ। আপনাদের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা।’
আজই দেশের উদ্দেশে রওনা দেবেন তামিম। তার আগে সতীর্থদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন ওয়ানডে অধিনাযক। গ্রুপ ছবি শেয়ার করে লিখেছেন, ‘বাড়ি থেকে অনেক দূরে আমার দ্বিতীয় পরিবারের সঙ্গে ঈদের নামায আদায়। এই ঈদুল আজহায় আল্লাহর পরিত্র নেয়ামতকে আলিঙ্গন করুন। আপনার প্রার্থনা ও ত্যাগ কখনও বৃথা যাবে না।’
ঈদের নামাজে ইমামের দায়িত্ব পালন করা মাহমুদউল্লাহ সবার সঙ্গে তোলা ছবি পোস্ট করে লিখেছেন, ‘ঈদ মোবারক। আল্লাহ আমাদের পক্ষ থেকে ও আপনাদের পক্ষ থেকে কবুল করুন।’
জিম্বাবুয়েতে একমাত্র টেস্ট খেলে পারিবারিক কারণে দেশে ফিরে এসেছেন মুশফিক। ফেসবুক ভেরিফায়েড পেজে সাবেক অধিনায়ক লিখেছেন, ‘আপনাদের সবাইকে ঈদ মোবারক। অনেক খুশি আর আনন্দে ঈদ কাটুক সবার। আমাদের দেশ এখনও মহামারীর সঙ্গে লড়ছে, দয়া করে উদযাপনের সময় নিরাপত্তাবিধি মেনে চলুন। চলুন দুস্থদের প্রতি সহায় হই এবং তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করি।’