জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে জয়ের পর বাংলাদেশের লক্ষ্য এবার টি-টোয়েন্টি সিরিজ। আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় ম্যাচটি শুরু হবে। হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ড থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টেলিভিশন ও টি স্পোর্টস।
টেস্ট ও ওয়ানডের মতো টি-টোয়েন্টির পরিসংখ্যানেও এগিয়ে বাংলাদেশ দল। জিম্বাবুয়ের বিপক্ষে ১৩ টি-টোয়েন্টির ৯টিই জিতেছে লাল-সবুজ জার্সিধারীরা। আফ্রিকার দেশটির কাছে বাংলাদেশ সবশেষ টি-টোয়েন্টি হেরেছিল ২০১৬ সালে খুলনায়। এরপর আরও চারটি ম্যাচ খেললেও কোনটিতেই হারাতে পারেনি জিম্বাবুয়ে। সবমিলিয়ে কোনও দ্বিপাক্ষিক সিরিজে জিম্বাবুয়ে জিততে পারেনি। দুই দল দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে পাঁচটি। বাংলাদেশ জিতেছে দুটিতে। জিম্বাবুয়ে সিরিজ জিততে না পারলেও ড্র করেছে তিনটিতে। ম্যাচের আগে অতীত পরিসংখ্যান ও বর্তমান ফর্ম বাংলাদেশকে আত্মবিশ্বাসী করে তুলছে।
যদিও এই ফরম্যাটে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স ভালো নয়। সবশেষ ১০ ম্যাচে কেবল তিনটিতে জয় পেয়েছে মাহমুদউল্লাহরা। অবশ্য টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে এই ফরম্যাটে ঘুরে দাঁড়াতে চান মাহমুদউল্লাহ। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক বলেছেন, ‘টেস্টে আমরা ভালো খেলেছি, ম্যাচ জিতেছি। তিনটা ওয়ানডেতেই আমাদের ব্যাটসম্যান-বোলাররা ভালো পারফরম্যান্স করেছে। আমরা তিনটা ম্যাচই জিতেছি। এই আত্মবিশ্বাসটা আমাদের অবশ্যই থাকবে। আমরা চেষ্টা করবো, সেই আত্মবিশ্বাস নিয়ে প্রথম ম্যাচটা যেন খেলতে পারি এবং আমরা যেন আমাদের পক্ষে ফল আনতে পারি।’
দুই ফরম্যাটে জিম্বাবুয়েকে উড়িয়ে দিলেও কুড়ি ওভারে নিজেদের ‘ফেভারিট’ বলছেন না মাহমুদউল্লাহ, ‘আমার মনে হয়, প্রতিটা টি-টোয়েন্টি ম্যাচই চ্যালেঞ্জিং। এই সংস্করণে ফেভারিট টিম বলাটা কঠিন। নির্দিষ্ট দিনে যারা ভালো খেলে, তাদেরই জয়ী হওয়ার সম্ভাবনা বেশি থাকে।’
এদিকে আগামী অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে এই সিরিজে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার কথা বলেছেন সাকিব, ‘অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা সিরিজই। এখন হয়তো কিছু পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ আছে দলে। দলের সেরা কম্বিনেশন খোঁজার চেষ্টা করা হবে। একই সময় ভালো ফলাফল হলে দলের আত্মবিশ্বাস বাড়ে।’ যদিও মাহমুদউল্লাহ আগে জয় নিশ্চিত করতে সম্ভাব্য সবকিছু করেই পরীক্ষা-নিরীক্ষার পক্ষে।
এদিকে ওয়ানডের মতো টি-টোয়েন্টি দল দিতেও দেরি করেছে জিম্বাবুয়ে। ম্যাচ শুরুর ১৬ ঘণ্টা আগে কুড়ি ওভারের সিরিজের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। বলতে গেলে ওয়ানডে সিরিজের দলটাই রেখেছে জিম্বাবুয়ে। কেবল নেই ব্রেন্ডন টেলর। তার জায়গায় টি-টোয়েন্টি স্কোয়াডে সুযোগ পেয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান তারিসাই মুসাকান্দা।
তবে আগেই বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা করা হয়েছে। সেখানে নতুন মুখ হিসেবে রয়েছেন যুব বিশ্বকাপজয়ী দলের অলরাউন্ডার শামীম হোসেন। তামিম-মুশফিকবিহীন টি-টোয়েন্টিতে নতুনদের আধিপত্যই বেশি থাকার কথা।