X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

আজকেই কোরবানি শেষ করুন, অনুরোধ দক্ষিণের মেয়রের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২১, ১৬:৩৭আপডেট : ২২ জুলাই ২০২১, ১৬:৩৭

আজকের মধ্যেই কোরবানির পশু জবাই দেওয়ার কাজ শেষ করতে ঢাকাবাসীকে অনুরোধ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকিতে নগরভবনের শীতলক্ষ্যা হলে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষে বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ঢাকাবাসীকে এই অনুরোধ জানান তিনি।

মেয়র বলেন, ঢাকাবাসীকে নিবেদন করছি, আজকের মধ্যেই কোরবানির শেষ করুন। আমাদের বিশাল জনবল নিরবচ্ছিন্নভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম করে যাচ্ছে। তাদেরও ঈদ আছে, বিশ্রামের প্রয়োজন আছে। একদিন অন্তত ঈদের ছুটি দিতে চাই।

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার তাপস আরও বলেন, নিতান্তই কেউ যদি আজকের মধ্যে কোরবানি শেষ করতে না পারেন, তবে অনুগ্রহ করে নিজ দায়িত্বে বর্জ্য নির্ধারিত ব্যাগে ভরে নিকটবর্তী বর্জ্য স্থানান্তর কেন্দ্রে রেখে আসুন।’

মেয়র তাপস আরও বলেন, গত তিনদিন ধরে আমাদের জনবল কাজ করছে। কর্মকর্তা-কর্মচারীরাও একটানা কাজ করে চলেছে। বাস্তবতা হলো- আমরা একদিকে বর্জ্য অপসারণ করে আসি, লোকজন আবারও উন্মুক্ত স্থানে তা ফেলে আসে। তাই শতভাগ অপসারণের পরও কিছু বর্জ্য থেকে যায়। এটা প্রত্যাশিত নয়। আমরা যে ব্যাগ সরবরাহ করেছি, দয়া করে তা সংগ্রহ করুন এবং ব্যগে ভরে পশুর বর্জ্য আমাদের সংগ্রহকারীদের কাছে হস্তান্তর করুন। উন্মুক্ত স্থানে ফেলবেন না।’

মৌসুমী চামড়া ব্যবসায়ীরা অনেক জায়গায় চামড়া ফেলে যাচ্ছেন জানিয়ে বলেন, আজ (২২ জুলাই) সকাল থেকে লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় নর্দমার সামনে, অনেকে চামড়া বিক্রি করতে না পেরে ফেলে গেছেন। এটা অত্যন্ত গর্হিত কাজ। বারবার বলছি, কোনোভাবেই যেন নালা-নর্দমা বন্ধ না হয়, এখানে বর্জ্য ফেলবেন না। কারণ এখনও বর্ষা চলচে। নর্দমা বন্ধ হলেই দেখা যাবে দূষিত পানিতে নগরী ডুবে যাবে।

গতকালের পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করার কথা জানিয়ে মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘দুপুর ২টার মধ্যে গতকালের পশুর বর্জ্য শতভাগ অপসারিত হবে। কিন্তু দ্বিতীয় দিনও প্রায় ৩০ শতাংশ কোরবানি দেওয়া হয়। আজকে যেগুলো জবাই হবে, সেসব বর্জ্য আমরা আগামী ১০ ঘণ্টার মধ্যে অপসারণ করবো।’

আজ দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৮ হাজার টন কোরবানির পশুর ও হাটের বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানান মেয়র।

মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, সচিব আকরামুজ্জামান, পরিবহন বিভাগের মহাব্যবস্থাপক বিপুল চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জাফর আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন

/এসএস/এফএ/
সম্পর্কিত
ডিএসসিসি’র ৩৮৪১ কোটি টাকার বাজেট অনুমোদন
‘চাচ্চুরা মাঠে খেলতে দেয় না, বাড়িওয়ালাও ছাদে উঠতে দেয় না’
৪৩ দিন পর নগর ভবনে ফিরলেন ডিএসসিসি প্রশাসক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’