X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

চাঁদপুর লঞ্চঘাটে ঢাকাগামী যাত্রীদের স্রোত

চাঁদপুর প্রতিনিধি
২২ জুলাই ২০২১, ২২:১২আপডেট : ২২ জুলাই ২০২১, ২২:১২

চাঁদপুর লঞ্চঘাটে সকাল থেকে দুপুর পর্যন্ত যাত্রীদের মোটামুটি চাপ ছিল। তবে বিকাল থেকে চাপ বেড়েছে কয়েক গুণ। করোনা সংক্রমণরোধে লঞ্চে অর্ধেক যাত্রী নেওয়ার নির্দেশনা থাকলেও, ঠাসাঠাসি করে অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে লঞ্চগুলো। 

যাত্রীর চাপ বেশি হওয়ায় রাতের লঞ্চ ছেড়ে গেছে দিনেই। সেই সঙ্গে লঞ্চে নেওয়া হচ্ছে অতিরিক্ত যাত্রী। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। সংশ্লিষ্টরা বলছেন, সরকার নির্দেশিত অর্ধেক যাত্রী নেওয়ার নির্দেশনা থাকলেও তা মানা যাচ্ছে না। যাত্রীরা দলে দলে লঞ্চে উঠে যাচ্ছে।

ঢাকাগামী যাত্রী আরিফুল ইসলাম বলেন, ‘আমি মনে করেছিলাম লকডাউন শিথিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। ভেবেছিলাম আরও হয়তো দুই-একদিন বাড়তি শিথিলের সিদ্ধান্ত আসবে। কিন্তু দুপুর পর্যন্ত লকডাউন শিথিলের সময় না বাড়ানোয় বাধ্য হয়ে বিকালে ঢাকায় যেতে হচ্ছে।’

আরেক যাত্রী জাহিদুল হাসান বলেন, ‘ঈদের একদিন পরই আবারও কঠোর লকডাউনের ঘোষণাটা এভাবে দেওয়া ঠিক হয়নি। শিথিলের সুযোগ পেয়ে মানুষ বাড়িতে এসেছে। এখন এই অল্প সময়ের মধ্যেই অনেকটা ঝুঁকি নিয়েই ফিরতে হচ্ছে। কারণ, ঘাটে অনেক মানুষ। লঞ্চে প্রচুর যাত্রী নেওয়া হচ্ছে। স্বাস্থ্যবিধির চেয়ে মানুষজনের কাছে এখন ঢাকা ফেরাটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তা না হলে ৫ আগস্ট পর্যন্ত আমাদের বাড়িতেই অবস্থান করতে হবে, যা কোনোভাবেই সম্ভব না।’

দলে দলে লঞ্চে উঠে যাচ্ছে যাত্রীরা

আবে জমজম লঞ্চের সুপারভাইজার ও বন্দর সমন্বয় কমিটির সদস্য বিপ্লব সরকার বলেন, লকডাউনের কারণে যাত্রীদের চাপ বেড়েছে। ছোট লঞ্চ ঘাটে আসার ২০ মিনিটের মধ্যেই যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে। আর বড় লঞ্চ সর্বোচ্চ ৪০ মিনিটের মধ্যেই ছেড়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, ঘাটে যাত্রী বেশি, তাই লঞ্চেও বেশি। যে লঞ্চ ছাড়ার কথা আগামীকাল, সেটা আজকেই ছেড়ে গেছে। মোটামুটি সহনশীল পর্যায়ে লঞ্চে যাত্রী বহন করা হচ্ছে। তবে দূরত্ব বজায় রাখা যাচ্ছে না। ধারণক্ষমতার বেশি নেওয়া হচ্ছে না। যাত্রী থাকলে রাত ১টা পর্যন্ত চাঁদপুর ঘাট থেকে লঞ্চ ছেড়ে যাবে, যাতে তারা ভোগান্তির শিকার না হয়।

চাঁদপুর বন্দর কর্মকর্তা কায়সারুল ইসলাম বলেন, বিকাল থেকে যাত্রীর চাপ বেড়েছে। আমরা লঞ্চঘাটে অবস্থান করে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু যাত্রীরা নিজেদের সুরক্ষার কথা চিন্তা না করে লঞ্চে উঠছে। 

তিনি বলেন, ট্রেন বা বাসে সিরিয়ালে একজনের বেশি লোক যেতে পারে না। সেখানে চেয়ারের একটা হিসাব থাকে। কিন্তু লঞ্চে একবারে ২০ জনের বেশি যাত্রী ঢুকে যেতে পারে। আমরা যদি যাত্রীদের ঠেকানোর চেষ্টা করি তাহলে উল্টো যাত্রীদের রোষানলে পড়তে হয়।

কায়সারুল বলেন, চাঁদপুর লঞ্চঘাট থেকে ঢাকা উদ্দেশ্যে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ২২টি লঞ্চ ছেড়ে গেছে। আসছে আরও ১৬টি লঞ্চ। আর নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়েছে ১৯টি লঞ্চ। আসছে আরও ১৪টি। সব লঞ্চই ঢাকায় যাবে। যারা যাত্রী পাবে তারা যাত্রী নিয়ে যাবে। কারণ, এখানে কোনও লঞ্চ রাখা যাবে না।

তিনি আরও বলেন, যাত্রী বেশি হওয়ায় নির্ধারিত সময়ের বহু আগেই লঞ্চগুলোতে ঘাট থেকে ছেড়ে যাচ্ছে। চাঁদপুর লঞ্চঘাট থেকে রাত ১০টায় মিতালি-৭ লঞ্চ ছেড়ে যাওয়ার কথা। কিন্তু যাত্রী হয়ে যাওয়ায় সন্ধ্যা ৭টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। যাত্রীদের চাপে লঞ্চের কোনও টাইম সিডিউল এখন নেই।

এদিকে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, করোনা সংক্রমণরোধে সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে শুক্রবার সকাল ৬টা থেকেই জেলা প্রশাসনের সঙ্গে মাঠে থাকবে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার। চিকিৎসাসহ জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হতে পারবেন না।

তিনি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী লকডাউন বাস্তবায়নে আমরা কঠোর থাকবো। যেহেতু মিল কারখানা, অফিস-আদালতসহ সবকিছুই বন্ধ থাকবে, সেহেতু মানুষের বাইরে যাওয়ার কোনও কারণ নেই। চিকিৎসা কিংবা বাজার করাসহ জরুরি প্রয়োজন ছাড়া আর কোনও কাজে বাইরে বের হওয়ার সুযোগ নেই।

উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ-পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে সরকার গত ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করে। একই সঙ্গে করোনাভাইরাসের সংক্রমণরোধে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ দেওয়া হয়।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদযাত্রার ১৫ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৯০, আহত ১১৮২ জন
এবার ঈদে পদ্মা ও যমুনা সেতুতে ৬০ কোটি টাকার টোল আদায়
‘এবারের ঈদযাত্রা খুব খারাপ হয়নি’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক