X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

সৃজিতের নির্মাণে আড়াই মিনিটের রহস্যময় বাঁধন (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২৫ জুলাই ২০২১, ১২:৪৬আপডেট : ২৫ জুলাই ২০২১, ১৬:০৩

বাংলাদেশের সুন্দরপুরের এক খ্যাতনামা রেস্তোরাঁ এবং তার চেয়েও অদ্ভুত সেটির নাম- ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’। কিন্তু এটি কেন জনপ্রিয়- সেটা জানতেই সেখানে এসে হাজির হন সাংবাদিক নিরুপম চন্দ। 

রেস্তোরাঁটি শুধু জনপ্রিয়ই নয়, রহস্যঘেরাও। তারচেয়েও রহস্যময় এর মালিক মুসকান জুবেরী ওরফে ঢাকাই অভিনেত্রী আজমেরী হক বাঁধন!

আজ (২৫ জুলাই) বেলা ১১টায় ইউটিউব-ফেসবুকে অবমুক্ত হলো সৃজিত মুখোপাধ্যায়ের দ্বিতীয় বাংলা ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’র আড়াই মিনিট দৈর্ঘ্যের ট্রেলার। এর আগে ১৫ জুলাই প্রকাশ হয়েছি ছোট্ট টিজার। এবার সেটিরই বিস্তারিত রূপ দেখা গেলো। 

টিজারের মতো ট্রেলারটি প্রকাশ হতেই আলোচনা শুরু হলো। আর তার বেশিরভাগ অংশেই আছেন বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন। যিনি সম্প্রতি কান উৎসবে উড়িয়ে এলেন বাংলাদেশের পতাকা, ‘রেহানা মরিয়ম নূর’ ছবির সূত্র ধরে।  

কানে ‘রেহানা মরিয়ম নূর’ প্রশংসিত হওয়ায় কলকাতায়ও বাঁধনকে নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। এরমধ্যে এক এক করে উন্মুক্ত হচ্ছে সৃজিতের মুসকান ঝলক। প্রাসঙ্গিকভাবেই নেটমাধ্যমে দু’জনকে নিয়ে চলছে আলোচনা। 

এছাড়া ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’র ট্রেলারে বাঁধনের উপস্থিতিও বেশ চমকপ্রদ ও রহস্যঘেরা।

তার ভাষায়, ‘আমি মুসকান পড়েছি, মুগ্ধ হয়েছি। মুসকান জুবেরীর চরিত্রে অভিনয় করে আমি সত্যি গ্রেটফুল। এই চরিত্রের বিভিন্ন শেড রয়েছে, সেটাই আমাকে মুগ্ধ করেছে। এজন্য লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনকে সাধুবাদ জানাই। কৃতজ্ঞতা জানাই নির্মাতা সৃজিতকে।’

‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’তে বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন অঞ্জন দত্ত; থাকছেন রাহুল বোস, অনির্বাণ ভট্টাচার্যসহ অনেকে।

এদিকে ভারতের নামজাদা নির্মাতা সৃজিত ঢাকাই অভিনেত্রী বাঁধনকে আগেই জানালেন টুপিখোলা সম্মান। প্রকাশ্যে নেটমাধ্যমে বললেন, ‘ফাইনালি শেষ করলাম #REKKA (রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি)’-এর ডাবিং-আবহসংগীত। কাজটি শেষ করার পর একটা কথাই বলতে চাই, বাঁধন তার চরিত্রটির জন্য যেভাবে নিজেকে উৎসর্গ করেছেন, সেটির জন্য তাকে টুপিখোলা সম্মান জানাই।’

১৩ আগস্ট এটি হইচই-এ উন্মুক্ত হওয়ার কথা রয়েছে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
‘এশা মার্ডার: কর্মফল’, নারীদের সাহস জাগানো এক পুলিশি ছবি
সিনেমা সমালোচনা‘এশা মার্ডার: কর্মফল’, নারীদের সাহস জাগানো এক পুলিশি ছবি
শুভর অভিনয়ের প্রশংসা করলেন বাঁধন
শুভর অভিনয়ের প্রশংসা করলেন বাঁধন
হল মালিকদের ঝুঁকি নিতে বললেন বাঁধন
হল মালিকদের ঝুঁকি নিতে বললেন বাঁধন
ছবিতে তারকাদের ঈদ
ছবিতে তারকাদের ঈদ
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার