X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

লকডাউনে শেরওয়ানি-পাগড়ি নিয়ে যাচ্ছিলেন হাসপাতালে!

নোয়াখালী প্রতিনিধি
২৬ জুলাই ২০২১, ১৩:২৮আপডেট : ২৬ জুলাই ২০২১, ১৩:২৮

লকডাউনের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে গন্তব্যে যাচ্ছিলেন দুই যুবক। তাদেরকে চেকপোস্টে থামিয়ে জিজ্ঞাসা করতেই বলেন, হাসপাতালে যাচ্ছেন। সন্দেহ হলে তাদের সঙ্গে থাকা ব্যাগ খুলে দেখাতে বলা হয়। এরপর ব্যাগ থেকে বেরিয়ে আসে শেরওয়ানি ও পাগড়ি।

রবিবার (২৫ জুলাই) দুপুরে নোয়াখালী পৌরসভার জেলা স্কুলের সামনে এ ঘটনা ঘটে। এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি উপস্থিত ছিলেন। 

নোয়াখালীতে করোনা সংক্রমণরোধে লকডাউন পালনে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। বিনা কারণে ঘরের বাইরে বের হলেই প্রশাসনের মুখোমুখি হতে হচ্ছে। জেলা শহর মাইজদীতে লকডাউন পালনের জন্য চেকপোস্ট বসিয়ে তৎপর জেলা প্রশাসন। প্রতিটি গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

লকডাউন পালনে কঠোর অবস্থানে প্রশাসন

লকডাউন নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি নিজের ফেসবুক আইডিতে রবিবার দুপুর ২টায় একটি স্ট্যাটাস দেন। এতে তিনি লেখেন—

আজকে (২৫ জুলাই) মোবাইল কোর্ট পরিচালনাকালীন কিছু স্মৃতি...

১। অটোরিকশায় তিন সদস্যের একটি পরিবার যাচ্ছিলো, স্বামী, স্ত্রী ও তাদের আনুমানিক ৩ বছরের মেয়ে। জিজ্ঞাসাবাদের জন্য সিগন্যাল দেয়া হলে দেখলাম ছোট্ট মেয়েটি তার বাবার নাক চেপে ধরেছে, খেয়াল করলাম তার বাবা মাস্ক পরেননি। এতটুকু একটা মেয়ের সচেতনতা ও বাবার প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে গেলাম!

২। দুই ব্যক্তি অটোরিকশাযোগে কোথাও যাচ্ছিলো, জিজ্ঞাসাবাদের জন্য সিগন্যাল দেওয়া হলে অটোরিকশা থামলো। জিজ্ঞেস করলাম এ সময় কোথায় যাচ্ছেন? বললো, হাসপাতালে। সাথে থাকা ব্যাগ দেখে একটু খটকা লাগায় বললাম, ‘ব্যাগটা একটু দেখবো’। বাধ্য হয়ে লোকটি ব্যাগটা এগিয়ে দিলো। আর তাতে ছিলো বিয়ের শেরওয়ানি আর পাগড়ি। তারপর জিজ্ঞেস করলাম, ‘হাসপাতালে কি আজকাল বিয়েও হয়?’ লোকটি সরল স্বীকারোক্তি দিলো, ‘মিথ্যে বলেছি’।

**আমরা কয়েকটা দিন চেষ্টা করি, খুব জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে। আশা করি, দুঃসময় খুব তাড়াতাড়ি কেটে যাবে।**

এ বিষয়ে আসাদুজ্জামান রনি বাংলা ট্রিবিউনকে বলেন, দুইটি ঘটনার স্মৃতি ধরে রাখতে এবং জনসচেতনতা বৃদ্ধি করতে ফেসবুকে পোস্ট করেছি। এছাড়া তারা সরল স্বীকারোক্তি প্রদান করায় কোনও দণ্ড না দিয়ে সতর্ক করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, সারাদেশের মতো নোয়াখালীতেও করোনাভাইরাসের সংক্রমণরোধে জেলা প্রশাসন তৎপর রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কোনও মানুষ যেন বের না হতে জনসাধারণকে অনুরোধ করা হয়েছে। এছাড়া সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা তৎপর রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিভিন্ন সংগঠনও কাজ করছে। 

/এসএইচ/
সম্পর্কিত
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
আরও ৩৯ জনের করোনা শনাক্ত
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!