X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৬ আষাঢ় ১৪৩২

এক সপ্তাহে ৯০ শতাংশ প্রাপ্তবয়স্ককে টিকা দিয়েছে ভুটান

বিদেশ ডেস্ক
২৭ জুলাই ২০২১, ২৩:৩৪আপডেট : ২৭ জুলাই ২০২১, ২৩:৩৪
image

মাত্র সাত দিনের মধ্যে ৯০ শতাংশ প্রাপ্ত বয়স্ক নাগরিককে করোনাভাইরাসের টিকা প্রদান করতে সক্ষম হয়েছে ভুটান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশি অনুদানে টিকা পাওয়ার পর এসব টিকা প্রদান করা হয়। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের প্রতিনিধি এটিকে ভুটানের ব্যাপক সফলতা আখ্যা দিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ভারত ও চীনের সীমান্তে অবস্থিত প্রায় আট লাখ মানুষের দেশ ভুটান। গত ২০ জুলাই দেশটি করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু করে। মহামারির মধ্যে দ্রুত গতিতে টিকাদান চালানোয় দেশটির প্রশংসা করে ইউনিসেফ।

ইউনিসেফের ভুটান প্রতিনিধি উইল পার্ক বলেন, ‘আমাদের সত্যিকারভাবে এমন একটি পৃথিবী দরকার যেখানে যেসব দেশের কাছে অতিরিক্ত টিকা থাকবে তারা যেসব দেশ এখনও টিকা পায়নি তাদের দিয়ে দেবে।’ তিনি বলেন, ‘আশা করি পৃথিবী শিক্ষা নিতে পারে যে সামান্য চিকিৎসক আর অল্প নার্সের দেশ ভুটানের প্রতিশ্রুতিশীল রাজা এবং সরকারি নেতৃত্ব সমাজকে বোঝাতে সক্ষম হয়েছেন যে- পুরো দেশকে টিকা দেওয়া অসম্ভব নয়।’

গত মার্চে ভুটানকে পাঁচ লাখ ৫০ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা অনুদান দেয় ভারত। তবে নিজ দেশে সংক্রমণ বাড়লে এপ্রিলে ভুটানে টিকা প্রদান বন্ধ করে দেয় দিল্লি। প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়ার মধ্যবর্তী সময়ের ব্যবধান বেড়ে গেলে টিকা সহায়তার জন্য আন্তর্জাতিক আবেদন জানায় ভুটান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির আওতায় প্রায় পাঁচ লাখ ডোজ টিকা ভুটানকে দেয় যুক্তরাষ্ট্র। এছাড়া জুলাইয়ের মাঝামাঝি ডেনমার্ক পাঠায় আরও আড়াই লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা। এছাড়াও দেড় লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার ও সিনোফার্মের টিকাও পাবে ভুটান।

/জেজে/
সম্পর্কিত
ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ১২
১০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত সড়কের মাঝখানে একাধিক গাছ!
সার্কের বিকল্প নতুন জোট গঠনের উদ্যোগ পাকিস্তান-চীনের: দ্য এক্সপ্রেস ট্রিবিউন
সর্বশেষ খবর
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
ভূরাজনৈতিক অস্থিরতা ও মার্কিন পাল্টা শুল্ক বড় চ্যালেঞ্জ: বিজিএমইএ সভাপতি
ভূরাজনৈতিক অস্থিরতা ও মার্কিন পাল্টা শুল্ক বড় চ্যালেঞ্জ: বিজিএমইএ সভাপতি
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ