X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

অস্ট্রেলিয়ার কঠিন শর্তে পিচ কিউরেটরও করবেন ‘ওয়ার্ক ফ্রম হোম’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২১, ১৭:৫৯আপডেট : ২৯ জুলাই ২০২১, ১৭:৫৯

বাংলাদেশ সফরের ক্ষেত্রে অস্ট্রেলিয়া বরবরাই অনীহা প্রকাশ করে থাকে। সামান্য অজুহাতেও সফর বাতিল করার মতো নজির তাদের রয়েছে। তাই করোনার এই কঠিন সময়টাতে বাংলাদেশ সফরে আসায় বেশ কিছু কঠিন শর্ত দিয়েছিল অজিরা। বিসিবিও সিরিজ নিশ্চিতের স্বার্থে অস্ট্রেলিয়ার দেওয়া কঠিন শর্ত মেনে নিয়েছে। সেই কঠিন শর্তের বেড়াজালে পরে বাংলাদেশের প্রধান পিচ কিউরেটর গামিনি ডি সিলভারও মাঠে থাকাই হচ্ছে না। তিনি বাসায় বসে উইকেট তৈরির নির্দেশনা দেবেন! অদ্ভুত শোনালেও অস্ট্রেলিয়া সিরিজে এমনটাই হতে যাচ্ছে।

অস্ট্রেলিয়ার দেওয়া শর্ত অনুযায়ী সিরিজ শুরুর আগে অন্তত ১০ দিন কোয়ারেন্টাইন করতে হবে সিরিজের সঙ্গে সম্পৃক্তদের। বাংলাদেশ ও অস্ট্রেলিয়া-ইতোমধ্যে তিন দিনের কোয়ারেন্টাইনে চলে গেছে। দুই দলের ক্রিকেটারার জৈব সুরক্ষা বলয়ে থাকায় তাদের তিন দিন কোয়ারেন্টিন করলেই হচ্ছে। আগামী ১ আগস্ট তারা অনুশীলনে ফিরবে।  তবে এর বাইরে থাকা ম্যাচ অফিশিয়াল, গ্রাউন্ডসম্যান, হোটেল স্টাফসহ সম্প্রচারের দায়িত্বে থাকা সবাইকে ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। এদিকে ছুটিতে থাকার কারণেই গামিনি ডি সিলভা কোয়ারেন্টাইনে প্রবেশ করতে পারেননি।

তাই তিনি সিরিজ চলাকালীন মাঠে প্রবেশ করতে পারবেন না। শ্রীলঙ্কান এই কিউরেটরকে ফোনে ফোনেই কাজ সারতে হবে। জানা গেছে, বুধবার শ্রীলঙ্ক থেকে বাংলাদেশে ফিরেছেন গামিনি। যার কারণে দশ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে তার যাওয়ার সুযোগ হয়নি। গামিনি ব্যর্থ হলেও বেশ কিছু গ্রাউন্ডস কর্মীদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারাই ফোনে কিংবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান কিউরেটের পরামর্শ মোতাবেক কাজ করবেন।
 
এই কড়াকড়ি শুধু তার বেলাতেই নয়। বিসিবির পরিচালকরাও চাইলে এবার মাঠে ঢুকতে পারবেন না। বিসিবির মূল প্রবেশপথ ক্রিকেটারদের ড্রেসিংরুমের কাছা কাছি অবস্থিত হওয়ায় সেটি এক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে অন্য রাস্তা দিয়েই তাদের প্রেসিডেন্ট বক্সে প্রবেশ করতে হবে। প্রধান গেইটে অবস্থিত বিসিবি লিফট কেবলমাত্র বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ব্যবহার করতে পারবেন।

আসন্ন পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ ৩ আগস্ট। পরের চারটি ম্যাচ হবে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। এক সপ্তাহের মধ্যে পাঁচ ম্যাচ খেলবে দুই দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রতিটি ম্যাচ হবে দিবারাত্রির। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক