X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতবো কল্পনাও করিনি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২১, ০২:০৬আপডেট : ০৭ আগস্ট ২০২১, ০২:০৮

র‍্যাঙ্কিংয়ের পাঁচ নম্বর দলের সঙ্গে সিরিজ জয়, তাও আবার টি-টোয়েন্টি ফরম্যাটে। এ যেন অবিশ্বাস্য এক স্বপ্ন! কিন্তু বাস্তবে সেটিই হয়েছে। অস্ট্রেলিয়াকে উড়িয়ে মাহমুদউল্লাহরা দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান কল্পনাও করেননি এমন কিছু হতে পারে।

শুক্রবার অস্ট্রেলিয়াকে ১০ রানে হারিয়ে ৫ ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমকে বিসিবি সভাপতি বলেছেন, 'অস্ট্রেলিয়া অত্যন্ত শক্তিশালী ও পেশাদার দল। ওদের সাথে যে সিরিজ জিতবো না, তা কল্পনায় ছিল না। তবে এভাবে জেতার কথা জীবনেও চিন্তা করিনি।’

প্রথম ম্যাচ জেতার পরও বিসিবি কর্তা আত্মবিশ্বাসী ছিলেন বাংলাদেশ কিছু একটা করতে পারে, ‘আমাদের প্রথম ম্যাচ জেতাটা জরুরি ছিল। প্রথম ম্যাচ জেতার পর স্বস্তি অনুভব করছিলাম। দ্বিতীয় ম্যাচ জেতার পর আত্মবিশ্বাস আরও বেড়ে গেল। তখন মনে হচ্ছিল তৃতীয়টাও জিততে হবে। তখন অনেকেই বলেছিল বেশি বেশি হয়ে যাচ্ছে চাওয়া।’
 
যে মিরপুরে নিয়মিত খেলে বেড়ে উঠেছেন সাকিব-মোস্তাফিজরা। এমন কন্ডিশনের কারণে সাফল্য পাচ্ছে বাংলাদেশ, ‘কন্ডিশন তো পার্থক্য হচ্ছেই। আমরা যখন ওদের ওখানে যাই আমাদের জন্যও কন্ডিশন আলাদা হয়। এটা সবার জন্যই থাকে। হোম গ্রাউন্ডের একটা সুবিধা সবারই থাকে সেটা আমরা পেয়েছি। কিন্তু প্রকৃতপক্ষে বলতে গেলে আমরা আমাদের ঘরের মাঠের সুবিধা পাইনি। হোম গ্রাউন্ডে আমাদের সুবিধা কিন্তু পিচ না, দর্শক, সমর্থক। এই সমর্থনটাইতো ছিল না। মাঠ ভর্তি যদি সমর্থক থাকে তখন মনের মধ্যে আলাদা সাহস থাকে। সুতরাং এটা কিন্তু এবার আমাদের ছিল না।’

/আরআই/এলকে/
সম্পর্কিত
৭৯২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনপাপনসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
নাজমুল হাসান পাপনের দেখা মিললো লন্ডনে
স্ত্রী-সন্তানসহ পাপনের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর আহ্বান জি-৭ ভুক্ত দেশগুলোর
ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর আহ্বান জি-৭ ভুক্ত দেশগুলোর
ক্রিকেটার নাসির-তামিমার মামলায় আত্মপক্ষ সমর্থন শুনানি ১৪ জুলাই
ক্রিকেটার নাসির-তামিমার মামলায় আত্মপক্ষ সমর্থন শুনানি ১৪ জুলাই
জনগণকে সঙ্গে নিয়ে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করেই ছাড়বো: নাহিদ ইসলাম
জনগণকে সঙ্গে নিয়ে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করেই ছাড়বো: নাহিদ ইসলাম
পদত্যাগ করে বৈষম্যবিরোধী নেতা লিখলেন ‘পদ ছেড়েছি প্রেম নয়’
পদত্যাগ করে বৈষম্যবিরোধী নেতা লিখলেন ‘পদ ছেড়েছি প্রেম নয়’
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি