X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতবো কল্পনাও করিনি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২১, ০২:০৬আপডেট : ০৭ আগস্ট ২০২১, ০২:০৮

র‍্যাঙ্কিংয়ের পাঁচ নম্বর দলের সঙ্গে সিরিজ জয়, তাও আবার টি-টোয়েন্টি ফরম্যাটে। এ যেন অবিশ্বাস্য এক স্বপ্ন! কিন্তু বাস্তবে সেটিই হয়েছে। অস্ট্রেলিয়াকে উড়িয়ে মাহমুদউল্লাহরা দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান কল্পনাও করেননি এমন কিছু হতে পারে।

শুক্রবার অস্ট্রেলিয়াকে ১০ রানে হারিয়ে ৫ ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমকে বিসিবি সভাপতি বলেছেন, 'অস্ট্রেলিয়া অত্যন্ত শক্তিশালী ও পেশাদার দল। ওদের সাথে যে সিরিজ জিতবো না, তা কল্পনায় ছিল না। তবে এভাবে জেতার কথা জীবনেও চিন্তা করিনি।’

প্রথম ম্যাচ জেতার পরও বিসিবি কর্তা আত্মবিশ্বাসী ছিলেন বাংলাদেশ কিছু একটা করতে পারে, ‘আমাদের প্রথম ম্যাচ জেতাটা জরুরি ছিল। প্রথম ম্যাচ জেতার পর স্বস্তি অনুভব করছিলাম। দ্বিতীয় ম্যাচ জেতার পর আত্মবিশ্বাস আরও বেড়ে গেল। তখন মনে হচ্ছিল তৃতীয়টাও জিততে হবে। তখন অনেকেই বলেছিল বেশি বেশি হয়ে যাচ্ছে চাওয়া।’
 
যে মিরপুরে নিয়মিত খেলে বেড়ে উঠেছেন সাকিব-মোস্তাফিজরা। এমন কন্ডিশনের কারণে সাফল্য পাচ্ছে বাংলাদেশ, ‘কন্ডিশন তো পার্থক্য হচ্ছেই। আমরা যখন ওদের ওখানে যাই আমাদের জন্যও কন্ডিশন আলাদা হয়। এটা সবার জন্যই থাকে। হোম গ্রাউন্ডের একটা সুবিধা সবারই থাকে সেটা আমরা পেয়েছি। কিন্তু প্রকৃতপক্ষে বলতে গেলে আমরা আমাদের ঘরের মাঠের সুবিধা পাইনি। হোম গ্রাউন্ডে আমাদের সুবিধা কিন্তু পিচ না, দর্শক, সমর্থক। এই সমর্থনটাইতো ছিল না। মাঠ ভর্তি যদি সমর্থক থাকে তখন মনের মধ্যে আলাদা সাহস থাকে। সুতরাং এটা কিন্তু এবার আমাদের ছিল না।’

/আরআই/এলকে/
সম্পর্কিত
ঢাকা মেয়র কাপ জাতীয় দলের খেলোয়াড় জোগান দেবে: পাপন
রোমানের অবসরের চিঠি ক্রীড়ামন্ত্রীকে পড়ে শোনানো হয়েছে 
কমনওয়েলথ কারাতের সফল আয়োজনের আশাবাদ ক্রীড়ামন্ত্রীর
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!