X
বুধবার, ০৮ ডিসেম্বর ২০২১, ২২ অগ্রহায়ণ ১৪২৮

সেকশনস

মেসি এখন পিএসজি’র

আপডেট : ১১ আগস্ট ২০২১, ০৩:১৮

বার্সেলোনা থেকে নিজস্ব বিমানে স্ব-পরিবারে বিকালে প্যারিসে পা রেখেছিলেন লিওনেল মেসি।  সেখানে পৌঁছেই উষ্ণ আতিথেয়তা পেয়েছেন।  একপর্যায়ে মেডিক্যাল পরীক্ষাসহ অন্য কাজও শেষ হয়েছে।  অপেক্ষার প্রহর শেষে এলো আনুষ্ঠানিক চুক্তির  ঘোষণা। এর ফলে আগামী দুই বছরের জন্য প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)-এর হয়ে মাঠ মাতাবেন এই তারকা।  এছাড়া আরও এক বছর থাকবে চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য।

তবে পারিশ্রমিক কত তা জানা যায়নি। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুসারে, প্রতি মৌসুমে কর বাদে মেসির বেতন হবে আড়াই কোটি ডলার। এছাড়া বোনাস মিলিয়ে সাড়ে তিন কোটি ডলার পাবেন। বুধবার বিকালে ক্লাব থেকে মেসি প্রসঙ্গে সংবাদ সম্মেলন হবে। সেখানে বিস্তারিত জানানো হতে পারে।

ফ্রি এজেন্ট হিসেবে যোগ দেওয়া ৩৪ বছর বয়সী ফুটবলার নতুন ক্লাবে যোগ দিয়ে বলেছেন, ‘আমি অধীর আগ্রহে প্যারিসে আমার নতুন ক্যারিয়ার শুরু করতে যাচ্ছি। এই ক্লাবের ভিশনের সঙ্গে আমারটায় বেশ মিল।’

এই ক্লাবে খেলছেন নেইমার-এমবাপ্পেরা। মেসি তাই বলেছেন, ‘আমি জানি কেমন মেধাবি খেলোয়াড় ও স্টাফরা আছে এখানে। আমি তাদের সঙ্গে নিজেকে গড়ে তুলব। ক্লাব ও সমর্থকদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। পার্ক দে প্রিন্সে খেলার জন্য মুখিয়ে আছি।’

পিএসজিতে ৩০ নম্বর জার্সি পরে মাঠে নামবেন মেসি। যদিও ক্লাব তাকে ১০ নম্বর জার্সি দিতে চাইলেও তিনি রাজি হননি।

/টিএ/

সম্পর্কিত

মেসি-এমবাপ্পের জোড়ায় ব্রুজকে উড়িয়ে  দিলো পিএসজি, হেরেছে ম্যান সিটি

মেসি-এমবাপ্পের জোড়ায় ব্রুজকে উড়িয়ে দিলো পিএসজি, হেরেছে ম্যান সিটি

‘সামনে হ্যাটট্রিকের অনেক সুযোগ আসবে’

‘সামনে হ্যাটট্রিকের অনেক সুযোগ আসবে’

ব্রাজিলিয়ান-জাদুতে গ্রুপ চ্যাম্পিয়ন আবাহনী

ব্রাজিলিয়ান-জাদুতে গ্রুপ চ্যাম্পিয়ন আবাহনী

quiz
সর্বশেষসর্বাধিক
© 2021 Bangla Tribune