আফগানিস্তানের বহুল আলোচিত বাগরাম বিমানঘাঁটি ও কারাগারের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। রবিবার কাবুলের নিকটবর্তী এই ঘাঁটির নিয়ন্ত্রণ নেয় দলটি।
প্রায় ২০ বছর ধরে তালেবান ও আল কায়েদার বিরুদ্ধে মার্কিন অভিযানের মূল কেন্দ্র ছিল বাগরামের এই বিমান ঘাঁটি। গত মাসে আকস্মিকভাবে রাতের আঁধারে মার্কিন বাহিনী এটি ছেড়ে যায়। রবিবার তালেবান কাবুলে ঢুকে পড়ার পর এটির নিয়ন্ত্রণ নেয়।
এদিকে আফগান সরকারের প্রতি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছে তালেবান। দলটির মুখপাত্র সুহাইল শাহিন আল জাজিরাকে বলেন, তারা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর চান। আর এ বিষয়টি নির্ভর করছে সরকারের সহযোগিতার ওপর।
শহরের নিরাপত্তা ব্যবস্থা অক্ষুণ্ন রাখার ওপরও জোর দেন তালেবান মুখপাত্র। তিনি বলেন, নাগরিকদের নিরাপত্তার জন্য দরকারি ব্যবস্থা থাকবে, যাতে ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি না হয়।