X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বন্ধ অর্ধশতাধিক কারখানা, সংসার চলে না ১০ হাজার শ্রমিকের

সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
২২ আগস্ট ২০২১, ১৫:৫৫আপডেট : ২২ আগস্ট ২০২১, ১৫:৫৭

করোনার সংক্রমণের কারণে দুই বছর ধরে বন্ধ রয়েছে পঞ্চগড়ের ছোট বড় অর্ধশতাধিক হস্তশিল্প কারখানা। তৈরি হচ্ছে না তাঁতের শাড়ি, থ্রিপিস, ওড়না ও পরচুলা কিংবা নকল চুল। মালামাল তৈরি না হওয়ায় পাইকারি ব্যবসায়ীরা আসছেন না, বকেয়া টাকাও দিচ্ছেন না। এ অবস্থায় অর্থ সংকটে পড়েছেন মালিক ও শ্রমিকরা। অভাবে সংসার চালাতে পারছেন না অনেক শ্রমিক। মালিকরা পাননি সরকারি সহায়তা ও সুদবিহীন ঋণ। সংকট চরম আকার ধারণ করায় দিশেহারা তারা।

খোঁজ নিয়ে জানা যায়, জেলার অর্ধশতাধিক কারখানায় কাজ করেন প্রায় ১০ হাজার শ্রমিক। লকডাউনের শুরু থেকে এখন পর্যন্ত সব কারখানা বন্ধ। থমকে গেছে প্রাণচাঞ্চল্য। বেকার হয়ে পড়েছেন শ্রমিকরা। লোকসানে পড়েছেন কারখানা মালিকরা। সবমিলে তাদের ক্ষতি কয়েক কোটি টাকা।

শ্রমিকরা জানিয়েছেন, সারা বছর তাঁত বস্ত্র ও পরচুলা বানিয়ে সংসার চালান। মালিক ও শ্রমিকদের সবকিছু ওলট-পালট করে দিয়েছে করোনা। দীর্ঘদিন কারখানা বন্ধ থাকায় মালিকরা পুঁজি হারিয়েছেন। এখন কারখানা চালু করতে পারছেন না। অন্যদিকে উৎপাদনের পাশাপাশি আয় বন্ধ হয়ে পড়ায় শ্রমিকরা বিপর্যস্ত। মানবেতর জীবনযাপন করছেন তারা।

দীর্ঘদিন কারখানা বন্ধ থাকায় প্রায় ১০ হাজার শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন

দেবীগঞ্জ উপজেলার তাঁত কারখানা মেসার্স টাচ ফ্যাশনের শ্রমিক লাভলী বেগম ও রেশমা শাহনাজ জানান, স্বামী-স্ত্রী মিলে কারখানায় কাজ করে যা আয় হতো তা দিয়ে সংসার চলতো। দীর্ঘ দুই বছর ধরে কারখানা বন্ধ। কাজ নেই। ছেলেমেয়ে নিয়ে সংসার চালাতে পারছি না। সরকারিভাবে খাদ্য সহায়তাও পাইনি। গরু ছাগল সব বিক্রি করেছি। ধারদেনা করে খেয়ে না খেয়ে জীবনযাপন করছি।

একই কারখানার শ্রমিক সুরতজাল, আমিনুল ও আনছারুল জানান, কাজ করলে আয় হয়। কিন্তু করোনার কারণে কারখানা বন্ধ। ঘর থেকে বের হতে পারছি না। সংসার চলে না। স্ত্রী-সন্তান নিয়ে একবেলা ভালোমতো খেতে পারি না। আমাদের কেউ সহায়তাও করে না।

হ্যান্ড টাচ কারখানার শ্রমিক কিয়ামউদ্দিন ও রোমানা জানান, করোনায় অসহায় মানুষকে সরকারিভাবে ত্রাণ দেওয়া হয়েছে। অথচ আমরা কিছুই পাইনি। খেয়ে না খেয়ে দিন চলছে।

দেবীগঞ্জ উপজেলার তাঁত কারখানা মেসার্স টাচ ফ্যাশনের ব্যবস্থাপক মো. রাশিদুল ইসলাম বলেন, আমার কারখানায় দুই শতাধিক শ্রমিক কাজ করতো। করোনার কারণে মহাজনরা বকেয়া টাকা দিচ্ছে না। কারখানায় প্রায় ৩০ লাখ টাকার তৈরি পোশাক ও কাঁচামাল পড়ে আছে। বিক্রি করতে পারছি না। করোনার কারণে কারখানা চালু করতে পারছি না। ফলে শ্রমিকদের বেতন-ভাতা দিতে পারছি না। আমাদেরই চলতে কষ্ট হয়।

দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের রায়হান হেয়ার ইন্টারন্যাশনাল কারখানার সুপারভাইজার অনন্ত রায় বলেন, আমার পরচুলার কারখানায় তিন শতাধিক শ্রমিক কাজ করতো। করোনার কারণে দীর্ঘদিন ধরে কারখানা বন্ধ। কারখানার পরচুলা চীনে যায়। করোনার কারণে বিদেশিরা আসতে পারছে না। উৎপাদন বন্ধ, ক্রেতা নেই। এ কারণে শ্রমিকদের বেতন-ভাতা দিতে পারছি না। কারখানার মেশিন ও জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে।

দেবীগঞ্জের তাঁত কারখানা হ্যান্ড টাচের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী খান বলেন, করোনায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছি। ক্ষতি কাটিয়ে উঠতে পারবো কিনা জানি না। কারখানা চালু করতে না পারলে আরও বেশি ক্ষতির মুখে পড়তে হবে। কাজ বন্ধ থাকায় উৎপাদন বন্ধ। কাজ নেই, আয়ও নেই। এ কারণে শ্রমিকরাও চরম দুর্ভোগে পড়েছে। সংকট নিরসনে সরকারি সহযোগিতা চাই আমরা।

অভাবে সংসার চালাতে পারছেন না অনেক শ্রমিক, মালিকরা পাননি সরকারি সহায়তা ও সুদবিহীন ঋণ

মেসার্স টাচ ফ্যাশনের চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, করোনায় আমি নিঃস্ব হয়ে গেছি। হাতে কোনও টাকা নেই। পুঁজি ছাড়া প্রতিষ্ঠান চালু করা সম্ভব না। ঋণ প্রস্তাব নিয়ে কর্মসংস্থান ব্যাংক, ব্যাংক এশিয়া, ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংকে একাধিকবার ধরনা দিয়েছি। ঋণ প্রস্তাব ফেরত দিয়েছে তারা। কেউ ঋণ দেয়নি। সবদিক দিয়ে আমরা লোকসানে পড়েছি। বন্ধ কারখানা চালু করতে হলে পুঁজির প্রয়োজন। আমাদের এখন পুঁজি নেই। সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া আমাদের ঘুরে দাঁড়ানোর উপায় নেই।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) পঞ্চগড়ের উপ-ব্যবস্থাপক শাহ মোহাম্মদ জোনায়েদ বলেন, ক্ষতিগ্রস্ত কারখানা মালিকদের তালিকা করে সরকারের পক্ষ থেকে প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করা হবে।

সফট টাচ কারখানার মালিক মো. সাইফুর আলম জানান, তার প্রতিষ্ঠান কাপড় উৎপাদনের পাশাপাশি প্রশিক্ষণ দেয়। খুচরা ও পাইকারি কাপড় বিক্রি করতে না পারায় বিপাকে পড়েছেন তিনি। জমানো টাকা শেষ। এখন হাত খালি। উৎপাদন শুরু হলে পাইকারি ও খুচরা কাপড় বিক্রি করা সম্ভব হবে। এ পর্যন্ত ১০ লাখ টাকা লোকসান হয়েছে তার।

/এএম/
সম্পর্কিত
গাজীপুরে বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ
ঈদের আগেই সব খাতের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে
ঈদের বেতন-বোনাস নিয়ে অস্থিরতাগোয়েন্দা নজরদারিতে অর্ধ শতাধিক গার্মেন্ট কারখানা
সর্বশেষ খবর
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়