X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মেসিকে নিয়ে আর্জেন্টিনার দল ঘোষণা, ফিরলেন দিবালা

স্পোর্টস ডেস্ক
২৩ আগস্ট ২০২১, ২২:৩৯আপডেট : ২৩ আগস্ট ২০২১, ২২:৩৯

কোপা আমেরিকা জয়ের উল্লাস এখনও লেগে আছে আর্জেন্টিনার খেলোয়াড়দের মনে। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে তাদেরই মাঠে হারিয়ে শিরোপা খরা কাটিয়েছে আলবিসেলেস্তেরা। সেই ব্রাজিলের বিপক্ষেই আবার মাঠে নামার প্রস্তুতি শুরু হয়ে গেছে। লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে সেপ্টেম্বরে ব্রাজিল ছাড়াও আছে আর দুই ম্যাচ। এই ম্যাচ তিনটির জন্য ঘোষিত দলে যথারীতি আছেন প্রাণভোমরা লিওনেল মেসি। ‍আর দুই বছর পর ফিরেছেন পাউলো দিবালা।

কোপা আমেরিকায় ‍সাফল্য এসেছে। সামনে ২০২২ সালে আছে বিশ্বকাপ। কাতারের আসরে খেলার মিশনে আর্জেন্টিনা দিচ্ছে বাছাই পর্বের পরীক্ষা। এই মিশনে সবচেয়ে বড় পরীক্ষা দিতে হচ্ছে এবারের রাউন্ডে। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ব্রাজিলের বিপক্ষে লড়াই আছে ৫ সেপ্টেম্বর। তার আগে-পরে ২ সেপ্টেম্বর ভেনেজুয়েলা ও ১০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা।

এই তিন ম্যাচের জন্য মোটামুটি কোপা আমেরিকার দলটাই রেখেছে কোচ লিওনেল স্কলানি। কোপা আমেরিকার পর এখন পর্যন্ত কোনও ম্যাচ খেলেননি মেসি। বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ত জার্মেইয়ে নাম লেখালেও নতুন ক্লাবে অভিষেক হয়নি তার। এরপরও আর্জেন্টাইন অধিনায়ক প্রত্যাশামতো আছেন স্কোয়াডে।

তবে লম্বা সময় পর জাতীয় দলের দরজা খুলেছে দিবালার। প্রায় দুই বছর পর আবারও আর্জেন্টিনা দলে তিনি। ২০২০-২১ মৌসুম চোটে কাটলেও এবারের মৌসুম দারুণভাবে শুরু করেছেন এই ফরোয়ার্ড।

চোটের কারণে স্কোয়াডে নেই বার্সেলোনায় যোগ দেওয়া সের্হিয়ো আগুয়েরো ও পিএসজি ফরোয়ার্ড মাউরো ইকার্দি।

আর্জেন্টিনা স্কোয়াড:

গোলকিপার: ফ্রাঙ্কো আরমানি, এমিলিয়ানো মার্তিনেস, হুয়ান মুসা; ডিফেন্ডার: গনসালো মন্তিয়েল, নাহুয়েল মোলিনো, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, হুয়ান ফয়েথ, লুকাস মার্তিনেস কুয়ার্তা, জের্মান পেজ্জেয়া, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তাগিয়াফিকো, মার্কোস আকুনা; মিডফিল্ডার: রোদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, এসিকিয়েল পালাসিয়োস, গিদো রোদ্রিগেস, নিকোলাস দমিনগেস, আলেহান্দ্রো ‘পাপু’ গোমেস, আনহেল দি মারিয়া; ফরোয়ার্ড: লিওনেল মেসি, এমিলিয়ানো বুয়েনদিয়া, লাউতারো মার্তিনেস, নিকোলাস গনসালেস, জোয়াকিন কোরেয়া, পাউলো দিবালা।

/কেআর/
সম্পর্কিত
মেসির জোড়া গোল আর অ্যাসিস্টে জিতেছে মায়ামি 
মেসিদের জরিমানা ও গুরুতর শাস্তির হুমকি!
বদলি হয়ে মেসির গোল, তবু জেতেনি মায়ামি 
সর্বশেষ খবর
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা