X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘টিকা গ্রহীতার চেয়ে করোনা আক্রান্তদের মিয়োকার্ডিটিসের ঝুঁকি বেশি’

বিদেশ ডেস্ক
২৬ আগস্ট ২০২১, ১৯:০৮আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১৯:২৯

ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাসের টিকা নেওয়ার পর হৃৎপিণ্ডের পেশিতে প্রদাহ বা মিয়োকার্ডিটিসের ঝুঁকি বাড়ে বলে ইসরায়েলের একটি গবেষণায় দাবি করা হয়েছে। এই পাশ্বপ্রতিক্রিয়া খুব বিরল। তবে আরেকটি বড় ধরনের গবেষণায় বুধবার বিজ্ঞানীরা জানিয়েছেন, টিকা নেওয়ার চেয়ে করোনায় আক্রান্ত হলে মিয়োকার্ডিটিসের ঝুঁকি বেশি। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

১৬ বছরের বেশি বয়সের ২০ লাখ মানুষের ইলেক্ট্রনিক স্বাস্থ্য তথ্যের ভিত্তিতে এই গবেষণা পরিচালনা করা হয়েছে। এতে টিকা নেওয়া এবং করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর বাস্তবিক বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে পর্যালোচনা করা হয়েছে।

বোস্টন চিলড্রেন’স হসপিটাল কম্পিউটেশনাল হেলথ ইনফরম্যাটিক্স প্রোগ্রামের প্রেডিক্টিভ মেডিসিন গ্রুপের পরিচালক ও গবেষণাটির কো-অথর বেন রেইস বলেন, করোনাভাইরাস খুব বিপজ্জনক। মানুষের দেহের জন্য বিভিন্নভাবে এটি বিপজ্জনক।

তিনি আরও বলেন, এই বিরল মিয়োকার্ডিটিস পার্শ্বপ্রতিক্রিয়ার জন্য কেউ যদি টিকা নিতে সংশয়ে থাকেন, তাহলে এই গবেষণায় দেখা গেছে টিকা না নিলে এবং আক্রান্ত হলেই বরং তিনি বেশি ঝুঁকিতে রয়েছেন।

গবেষণায় দেখা গেছে, মিয়োকার্ডিটিস বিরল হলেও টিকা না নেওয়াদের তুলনায় টিকা গ্রহণকারীদের মধ্যে বেশি। প্রতি ১ লাখে টিকা গ্রহণকারীদের মধ্যে ২.৭ জন বেশি এতে আক্রান্ত হয়েছেন। কিন্তু যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের ঝুঁকি বেশি।  আক্রান্ত না হওয়াদের তুলনায় প্রতি ১ লাখে অতিরিক্ত ১১ জনের মিয়োকার্ডিটিস পাওয়া গেছে।

পিটবুর্গের ইউপিএমসি চিলড্রেন’স হসপিটালে হৃৎপিণ্ডের প্রদাহ বিশেষজ্ঞ ড. ব্রায়ান ফেইনগোল্ড বলেন, এই গবেষণায় টিকা নেওয়ার ঝুঁকি ও উপকারের বিস্তৃত পর্যালোচনা উঠে এসেছে। টিকা নেওয়া সংশ্লিষ্ট ঝুঁকির তুলনায় করোনায় আক্রান্ত হওয়াতে ঝুঁকি বেশি।

মিয়োকার্ডিটিস ছাড়াও করোনায় আক্রান্ত হলে হার্ট অ্যাটাক, অনিয়মিত হৃৎস্পন্দন, ফুসফুস বা পায়ে রক্ত জমাট বাঁধা, কিডনি জটিলতা ও মাথায় রক্তক্ষরণে ঝুঁকি বাড়ে।

/এএ/
সম্পর্কিত
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
সর্বশেষ খবর
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
ইউক্রেনকে ৫৫০ কোটি ডলারের সহায়তা দেবে সুইজারল্যান্ড
ইউক্রেনকে ৫৫০ কোটি ডলারের সহায়তা দেবে সুইজারল্যান্ড
সবজির বাজার ঊর্ধ্বমুখী, তীব্র গরমকে দুষছেন বিক্রেতারা
সবজির বাজার ঊর্ধ্বমুখী, তীব্র গরমকে দুষছেন বিক্রেতারা
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী