X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

টলিউডে মিথিলার ‘নীতিশাস্ত্র’, অভিনয়ে কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তী

সুধাময় সরকার
১০ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৪আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ২৩:০১

‘তুমি যাকে ভালোবাসো’ ছাড়াও তার কণ্ঠে অসংখ্য গান এবং জি-বাংলার রিয়েলিটি শোয়ের বিচারক হওয়ার সুবাদে দুই বাংলায় ভালোই সুরের ছড়ি ঘোরাচ্ছেন ইমন চক্রবর্তী। অন্যদিকে ঢাকাই অভিনেত্রী-কণ্ঠশিল্পী-সোশ্যাল ওয়ার্কার রাফিয়াথ রশিদ মিথিলার ক্যারিয়ার গ্রাফ আরও বিস্তৃত। ঢাকা জয় করে টলিগঞ্জে পা ফেলেই যার দৃপ্ত পদচারণা! দুই মাসেই তিন ছবিতে যুক্ত হলেন এই মেধাবী।

বাংলার দুই প্রিয়মুখ এবার এক হলেন। অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন একই ছবিতে। নাম ‘নীতিশাস্ত্র’। নির্মাণে অরুণাভ খাসনবিশ। এতে মিথিলা অভিনয় করছেন একজন চিকিৎসকের ভূমিকায়। অন্যদিকে ইমন চক্রবর্তীর অভিনয়ের খাতাটা খুলতে যাচ্ছে এই ছবির মাধ্যমেই! 

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে কলকাতা থেকে খবরটি দিলেন এই অভিনেত্রী। বললেন, ‘‘রাজর্ষি দে’র ‘মায়া’ শেষ করলাম। রিঙ্গো দা’র ‘আ রিভার ইন হ্যাভেন’-এর প্রস্তুতি নিচ্ছি। এরমধ্যে যুক্ত হলাম ‘নীতিশাস্ত্র’তে। তিনটি ছবির চরিত্রই বেশ শক্ত-পোক্ত মনে হয়েছে। তাই যুক্ত হলাম। আর শেষ কাজটি হচ্ছে চারটি ছোট গল্পের সমন্বয়ে অ্যান্থলজি ফিল্ম। আমার গল্পটির নাম ‘ধী’। এখানে আমি একজন চিকিৎসকের চরিত্রে কাজ করবো।’’

রাফিয়াথ রশিদ মিথিলা ছবির নির্মাতা অরুণাভ খাসনবিশ ১৩ বছর ধরে টলিউডের সঙ্গে যুক্ত সহকারী পরিচালক হিসেবে। ‘নীতিশাস্ত্র’র ‘মোক্ষ’ গল্পটিতে অভিনয় করছেন ইমন চক্রবর্তী। এর বাইরে ছবিটিতে আরও অভিনয় করছেন বিদীপ্তা চক্রবর্তী, রজতাভ দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায় প্রমুখ।

‘নীতিশাস্ত্র’ প্রসঙ্গে মিথিলা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘টলিউডে এটা আমার প্রথম অ্যান্থলজি ফিল্ম। তবে এমন ধারার ছবিতে কাজ করার অভিজ্ঞতা এটাই প্রথম নয়। বাংলাদেশের রবিউল আলম রবি’র ‘ঊনলৌকিক’ করলাম। এবার এখানেও (কলকাতা) সেই ধারার কাজের অংশ হচ্ছি। এখন বিশ্বজুড়েই অ্যান্থলজি নির্মাণের একটা প্রভাব দেখা যাচ্ছে। আশা করছি অভিজ্ঞতাটা দারুণ হবে।’’

২৫ সেপ্টেম্বর থেকে ‘নীতিশাস্ত্র’র ইউনিটে যুক্ত হবে মিথিলা। এটি শেষ করেই অক্টোবরের শুরুর দিকে শুরু হবে রিঙ্গোর ‘আ রিভার ইন হ্যাভেন’-এর কাজ। মাসের শেষ নাগাদ ঢাকায় ফেরার কথা রয়েছে এই অভিনেত্রীর।

এই যাত্রায় কন্যা আইরাকে নিয়ে মিথিলা ঢাকা থেকে কলকাতা যান গত ৩০ জুন। মাঝের দুই মাসে দুই বাংলায় খবর হলেন পর পর তিনটি ছবির জন্য!

কলকাতা থেকে মিথিলা তখন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তাড়াহুড়ো করে আসার কারণ আমার মেয়ের ক্লাস শুরু হয়ে গেছে এখানে। যদিও অনলাইনে, কিন্তু বই-খাতা আনতে হবে স্কুল থেকে। ঢাকায় শাটডাউনে একবার আটকা পড়লে কবে ছাড়া পাই, সেটার তো ঠিক নেই। তাই আইরার পড়াশোনার কথা ভেবে হুট করে চলে এলাম।’

আইরা কলকাতা ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী। এবার ক্লাস টু-তে উঠলো।
রাফিয়াথ রশিদ মিথিলা

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়িকাদের ঈদ: এগিয়ে বুবলী, আরও যারা মিছিলে…
নায়িকাদের ঈদ: এগিয়ে বুবলী, আরও যারা মিছিলে…
টলিউডে মিথিলার সিনেমায় ঢাকার অনিমেষ! (ভিডিও)
টলিউডে মিথিলার সিনেমায় ঢাকার অনিমেষ! (ভিডিও)
মন্ত্রীর অপেক্ষায় ‘কাজল রেখা’, আরও সময় লাগবে ‘দরদ’-এ!
মন্ত্রীর অপেক্ষায় ‘কাজল রেখা’, আরও সময় লাগবে ‘দরদ’-এ!
এক সিনেমায় ২০ গান, এলো প্রথমটি (ভিডিও)
এক সিনেমায় ২০ গান, এলো প্রথমটি (ভিডিও)
বিনোদন বিভাগের সর্বশেষ
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!