করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও তিন জন মারা গেছেন। রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে পাওয়া তথ্যমতে গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে চট্টগ্রামে করোনায় এক হাজার ২৬৮ জন মারা গেছেন। এর মধ্যে ৭০২ জন চট্টগ্রাম নগরীর, বাকি ৫৬৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে জানানো হয়, এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা রোগী শনাক্ত হয়েছে এক লাখ ৮০১ জন। এর মধ্যে ৭৩ হাজার ৮৫ জন চট্টগ্রাম নগরীর। বাকি ২৭ হাজার ৭১৬ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সাতটি ল্যাবে এক হাজার ১১৮টি নমুনা পরীক্ষায় ৫৩ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৫৬৭টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৭২টি এবং আরটিআরএল ল্যাবে পাঁচটি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বিআইটিআইডি ল্যাবে ১৭জন, চমেক ল্যাবে ২৫জন এবং আরটিআরএল ল্যাবে দুই জনের করোনা শনাক্ত হয়। এছাড়া এদিন ১২টি অ্যান্টিজেন টেস্ট পরীক্ষায় কারও শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি।
অন্যদিকে বেসরকারি শেভরন ডায়াগনোস্টিক সেন্টারে ২৫৬টি নমুনা পরীক্ষায় একজন, মা ও শিশু হাসপাতালে ৩৯টি নমুনা পরীক্ষায় ছয় জন এবং ইপিক হেলথ কেয়ার ৪১টি নমুনা পরীক্ষায় দুই জনের করোনা শনাক্ত হয়। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে চট্টগ্রামের ২৬টি নমুনা পরীক্ষায় কারো শরীরে করোনার অস্তিত্ব মেলেনি।