পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মিলিত হয়েছেন আঞ্চলিক গোয়েন্দা প্রধানরা। আফগানিস্তানের বিদ্যমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বিরল এ বৈঠকে মিলিত হন তারা। এতে অংশ নেন পাকিস্তান, ইরান, চীন, উজবেকিস্তান, তাজিকিস্তান ও তুর্কমেনিস্তানের গোয়েন্দা প্রধানরা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
প্রতিবেদনে বলা হয়, আনুষ্ঠানিকভাবে কোনও পক্ষ থেকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়নি। তবে সূত্র জানিয়েছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর প্রধান ফয়েজ হামিদের উদ্যোগে এই বৈঠকের পরিকল্পনা করা হয়েছে বলে জানা গেছে। আর ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় মূলত নিরাপত্তা ইস্যুর প্রতি জোর দেওয়া হয়েছে।
আফগানিস্তানে অস্থিতিশীলতার সম্ভাব্য নেতিবাচক পরিণতি নিয়ে উদ্বেগ রয়েছে প্রতিবেশী দেশগুলোর। পাকিস্তান, রাশিয়া, চীন এবং মধ্য এশিয়ার দেশগুলোর উদ্বেগ, আফগানিস্তানে আরও অস্থিতিশীলতা বিরাজ করলে পুরো অঞ্চলের নিরাপত্তা বিপন্ন হতে পারে। এমন বাস্তবতায় আঞ্চলিক গোয়েন্দা প্রধানদের এই বৈঠক তাৎপর্যপূর্ণ হিসেবে প্রতীয়মান হচ্ছে।