X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

বিশ্ববিদ্যালয়ের টাকায় কেনা মোবাইলটি ফেরত দিলেন কলিমউল্লাহ

রংপুর প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৩আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২০:৩২

মেয়াদ না বাড়ানোয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্যের পদ থেকে গত ১৩ জুন বিদায় নিয়েছিলেন অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ। বিদায়ের তিন মাস পর রবিবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অর্থে কেনা এক লাখ ২৯ হাজার ৬১০ টাকা দামের মোবাইল ফোনটি ফেরত দিয়েছেন তিনি।

তবে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল স্টোর থেকে তার সহযোগীরা যেসব মালামাল নিয়েছিলেন তা এখনও ফেরত দেননি বলে অভিযোগ রয়েছে। ২-৪ দিনের মধ্যেই তাদের মালামাল ফেরত দেওয়ার জন্য নোটিশ দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভাগ ও কেন্দ্রীয় ভাণ্ডার শাখা সূত্রে জানা গেছে, অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ উপাচার্য হিসেবে যোগ দেওয়ার পর চার বছর আগে দেশের সবচেয়ে দামি মডেলের মোবাইলের জন্য চাহিদাপত্র দিয়েছিলেন। কয়েকদফা তাকে বিভিন্ন মডেলের মোবাইল দেখানো হলেও তার পছন্দ হয়নি বলে নেননি। পরে বিদেশি কোম্পানির সর্বাধুনিক একটি মোবাইল তার পছন্দ হয়। যার বাজার মূল্য ছিলো এক লাখ ২৯ হাজার ৬১০ টাকা। ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে মোবাইলটি কিনে দেয়।

তিনি উপাচার্য থাকাকালে এটি ব্যবহার করেছেন। কিন্তু চলতি বছরের ১৩ জুন তার উপাচার্যের পদে মেয়াদ শেষ হয়ে যায়। তাকে নতুন করে নিয়োগ দেওয়া হয়নি। উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. হাসিবুর রশীদ। কিন্তু দায়িত্ব হস্তান্তর করতে ক্যাম্পাসে আসেননি সাবেক উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের টাকায় কেনা মূল্যবান মোবাইলটিও আর ফেরত দেননি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভাণ্ডার বিভাগ থেকে বেশ কয়েকবার মৌখিকভাবে যোগাযোগ করার পরও সায় মেলেনি। অবশেষে তাকে চিঠি দিয়ে মোবাইলটি ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরুর কথা জানতে পেরে অবশেষে এক বাহকের মাধ্যমে এটি ফেরত দেন।

এদিকে, উপাচার্য মোবাইল ফেরত দিলেও তার ব্যক্তিগত সহকারী (পিএস) আমিনুর রহমান ক্ষমতার দাপট দেখিয়ে কেন্দ্রীয় ভাণ্ডার থেকে নেওয়া কম্পিউটার ফাইল কেবিনেট, দামি চেয়ার, টেবিল, স্টিলের আলমারি ফাইল কেবিনেটসহ অনেক মূল্যবান আসবাবপত্র বিশ্ববিদ্যালয়কে না জানিয়ে তার কক্ষ থেকে অন্য বিভাগে বদলি হওয়ার পর সেই কক্ষে নিয়ে যান। একইভাবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক তাবউর রহমান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালকের দায়িত্বে থাকাকালে একটি ল্যাপটপ নিলেও তা ফেরত দেননি। একইভাবে আরও বেশ কয়েকজন কর্মকর্তা ক্ষমতার দাপট দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের অনেক মূল্যবান জিনিসপত্র নিয়ে ফেরত দেননি।

এ বিষয়ে নাম না প্রকাশের শর্তে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভাণ্ডারের এক কর্মকর্তা বলেন, ‘যেকোনও কর্মকর্তা যে কোন বিভাগের দায়িত্বে থাকতে পারেন। এটা দোষের কিছু নয়। কিন্তু সেই দফতর থেকে অন্যত্র বদলি হলে সব মালামাল কেন্দ্রীয় ভাণ্ডারের কাছে হস্তান্তর করবেন এটাই নিয়ম। এ নিয়ম সবার জন্য প্রযোজ্য। ফলে যারা দেননি তাদের নিয়ম অনুযায়ী চিঠি দেওয়া হবে।’

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভাণ্ডারের কর্মকর্তা মোরশেদুল আলম রনি বলেন, ‘আমি কয়েকদিন হলো এখানে যোগ দিয়েছি। এখনও সব গুছিয়ে নিতে পারিনি। তবে সাবেক উপাচার্য বিশ্ববিদ্যালয়ের অর্থে কেনা মোবাইলটি ফেরত দিয়েছেন বলে জেনেছি। আর যারা এখনও জমা দেননি তালিকা তৈরি করে বিষয়টি উপাচার্যকে জানানো হবে।’

/এফআর/
সম্পর্কিত
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
আবু সাঈদ হত্যা: ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
আবু সাইদ হত্যা মামলার চার্জশিট প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক