ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ‘দ্বিতীয় অভিষেক’ আগেই হয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোর। সেটা ইংলিশ প্রিমিয়ার লিগে। তবে ইংলিশ ক্লাবটির জার্সিতে নতুন করে চ্যাম্পিয়নস লিগ ‘অভিষেক’ হলো আজই। মঙ্গলবার রাতে ইয়াং বয়েজের বিপক্ষে মাঠে নেমে নতুন এক কীর্তি গড়লেন। সুইস ক্লাবটির বিপক্ষে মাঠে নেমেই তিনি ছুঁয়েছেন চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড।
এতদিন ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার প্রতিযোগিতায় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড এককভাবে দখলে রেখেছিলেন ইকের কাসিয়াস। স্প্যানিশ কিংবদন্তি গোলকিপার ১৭৭ ম্যাচ খেলেছেন চ্যাম্পিয়নস লিগে। তার সেই রেকর্ডে এবার ভাগ বসালেন তারই একসময়কার রিয়াল মাদ্রিদ সতীর্থ রোনালদো।
ইয়াং বয়েজের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে নিজের ১৭৭ নম্বর ম্যাচে মাঠে নেমেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। রেকর্ডের ম্যাচটি স্মরণীয় করে রাখতে ভুল হয়নি রোনালদোর। ১৩তম মিনিটে গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডকে এগিয়ে নেন।
এর আগে ম্যানইউতে ফেরার ম্যাচটিও রাঙিয়ে নিয়েছিলেন দুর্দান্তভাবে। ২০০৯ সালে ওল্ড ট্র্যাফোর্ড ছাড়ার পর গত গ্রীষ্মের দলবদলে আবার ফিরেছেন ম্যানচেস্টারে। জুভেন্টাস থেকে ম্যানইউতে যোগ দেওয়ার পর প্রথম ম্যাচেই জোড়া গোল করেছেন পর্তুগিজ যুবরাজ।