ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বিডিআর বিদ্রোহ মামলায় কারাবন্দী আসামির মৃত্যু হয়েছে। তার নাম সাইদুর রহমান (৫৭)।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) অসুস্থ হয়ে পড়লে, কারারক্ষী সিদ্দিকুর রহমানসহ কারারক্ষীরা রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে ৯টা ২১ মিনিটে আসামি সাইদুর রহমানকে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।