X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

‘নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে আগে শিক্ষকদের প্রস্তুত করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২১, ১৪:০৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৪:০৩

বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ ও কর্মরত শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ হিসেবে প্রস্তুত করতে না পারলে নতুন জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়ন সম্ভব নয় বলে অভিমত দিয়েছেন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা। তারা বলেছেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করতে হলে সবার আগে শিক্ষকদের প্রস্তুত করতে হবে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে ‘আগামীর বাংলাদেশ’ আয়োজিত ‘নতুন জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২০: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক ভার্চুয়াল আলোচনায় এই অভিমত উঠে আসে।

আলোচনা সভায় বক্তারা বলেন, জবাবদিহিমূলক অ্যাকাডেমিক ভিজিটের মাধ্যমে নতুন জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়ন সম্ভব হবে।

সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম আই খান বলেন, ‘নতুন জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২০’ বাস্তবায়নের জন্য সকল পক্ষের জবাবদিহি নিশ্চিত করতে হবে। অ্যাকাডেমিক পরদর্শন, ফেস অনুযায়ী অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন, এলাকাভিত্তিক প্রান্তিক শিক্ষকদের প্রশিক্ষণ, স্থানীয় রাজনীতিবিদ ও শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটিকে সম্পৃক্ত করতে হবে। বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ ও শিক্ষকদের শিক্ষা প্রশাসনের কাজের সুযোগ সৃষ্টি করতে হবে। শিক্ষকদের সামাজিক মর্যাদা বাড়াতে হবে। প্রশিক্ষণ দিয়ে শিক্ষকদের দক্ষ হিসেবে প্রস্তুত করা না গেলে এবং অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন সম্ভব না হলে, নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন সম্ভব হবে না।’

জাতীয় শিক্ষাক্রম উন্নয়ন কমিটির সদস্য অধ্যাপক ড. তারিক আহসান বলেন, ‘যুগের প্রয়োজনে নতুন জাতীয় শিক্ষাক্রমকে যুগোপযোগী করা হচ্ছে। এটি বাস্তবায়নের জন্য দক্ষ শিক্ষক ও স্থানীয় পর্যায়ের প্রশিক্ষণের বিষয়ে প্রতিবেদনে জোরোলো সুপারিশ করা হয়েছে। নবম-দশম শ্রেণিতে বিজ্ঞানের শিক্ষার্থীদের যথাযথ মৌলিক জ্ঞানের পাশাপাশি উদ্ভাবনী ও বাস্তবসম্মত জ্ঞান অর্জনের পথ তৈরি করা হয়েছে এই শিক্ষাক্রমে। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কারিকুলামও  আধুনিকায়ন করা হবে।  পাঠ্যবই তৈরি হবে সেভাবেই।’

সেশনের শুরুতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আবু জাফর আহমেদ মুকুল জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২০ এর সার সংক্ষেপ উপস্থাপন ধরেন।

 

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিয়ম ভাঙায় পয়েন্ট কাটা গেলো নটিংহ্যাম ফরেস্টের
নিয়ম ভাঙায় পয়েন্ট কাটা গেলো নটিংহ্যাম ফরেস্টের
আজকের আবহাওয়া: সব বিভাগেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস 
আজকের আবহাওয়া: সব বিভাগেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস 
রাফাহতে হামলা ভুল হবে, নেতানিয়াহুকে বাইডেনের সতর্কবার্তা
রাফাহতে হামলা ভুল হবে, নেতানিয়াহুকে বাইডেনের সতর্কবার্তা
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতার মৃত্যু: যুক্তরাষ্ট্র
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতার মৃত্যু: যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা