X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্যবিধির দোহাই দিয়ে হল বন্ধ রাখা অযৌক্তিক

রাবি প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২১, ২১:৪০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ২১:৪০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু বিভাগে পরীক্ষা শুরু হয়েছে। চলতি মাসে আরও কিছু বিভাগের পরীক্ষা শুরু হবে। ফলে শিক্ষার্থীরা রাজশাহীতে অবস্থান করছেন। তবে মেসে সিট সংকটের কারণে শিক্ষার্থীরা গাদাগাদি করে থাকছেন। এতে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। অথচ স্বাস্থ্যবিধির দোহাই দিয়ে প্রশাসন হল বন্ধ রেখেছে, যা অযৌক্তিক।

রবিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষার সময় মেস মালিকরা যেন শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া না নেয় এবং ক্যাম্পাসে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ব্যবস্থা করার দাবি জানান বক্তারা।

কর্মসূচিতে ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলনের সঞ্চালনায় ছাত্র ইউনিয়ন রাবি সংসদের সভাপতি শাকিলা খাতুন বলেন, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবাসিক হল খুলে দিতে হবে। কারণ অধিকাংশ বিভাগের চূড়ান্ত পরীক্ষার সময় নির্ধারণ হয়ে গেছে। ফলে আশপাশের মেসগুলোতে আমাদের গাদাগাদি করে থাকতে হচ্ছে। ছাত্রীদের উত্ত্যক্তের শিকার হতে হচ্ছে। স্বাস্থ্যবিধির দোহাই দিয়ে প্রশাসন যে এতদিন হল বন্ধ রেখেছে, তা কোনোভাবেই যৌক্তিক নয়।

গণিত বিভাগের শিক্ষার্থী আবুল কালাম আজাদ বলেন, আমরা এর আগেও অনেকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হল খোলার দাবি জানিয়েছি। তবে সে সময়ের তুলনায় বর্তমানে আমাদের হল খোলার দাবিটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ অধিকাংশ বিভাগে পরীক্ষা চলছে। ফলে ৮০ শতাংশ শিক্ষার্থী ক্যাম্পাসে এসে গেছে। এতে মেসের সংকট দেখা দিয়েছে। স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। পরিকল্পিতভাবে হল বন্ধ রাখা হয়েছে। যা সম্পূর্ণ অযৌক্তিক।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। পরে তারা উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সঙ্গে  সাক্ষাৎ করেন। এ সময় শিক্ষার্থীরা ২৩ সেপ্টেম্বরের মধ্যে হল খোলার  দাবি জানান। অন্যথায় ২৪ সেপ্টেম্বর থেকে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।

শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে উপাচার্য গণমাধ্যমকে বলেন, আগামী ৩০ সেপ্টেম্বর একাডেমিক কাউন্সিলের সভা। সভায় হল ও ক্যাম্পাস খোলার বিষয়ে সিদ্ধান্ত হবে।

/এএম/
সম্পর্কিত
বিনোদপুরে সংঘর্ষের ১ বছর: তদন্তের ফাইল ‘লাপাত্তা’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের ওপর হামলা
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা