X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

স্বাস্থ্যবিধির দোহাই দিয়ে হল বন্ধ রাখা অযৌক্তিক

রাবি প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২১, ২১:৪০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ২১:৪০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু বিভাগে পরীক্ষা শুরু হয়েছে। চলতি মাসে আরও কিছু বিভাগের পরীক্ষা শুরু হবে। ফলে শিক্ষার্থীরা রাজশাহীতে অবস্থান করছেন। তবে মেসে সিট সংকটের কারণে শিক্ষার্থীরা গাদাগাদি করে থাকছেন। এতে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। অথচ স্বাস্থ্যবিধির দোহাই দিয়ে প্রশাসন হল বন্ধ রেখেছে, যা অযৌক্তিক।

রবিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষার সময় মেস মালিকরা যেন শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া না নেয় এবং ক্যাম্পাসে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ব্যবস্থা করার দাবি জানান বক্তারা।

কর্মসূচিতে ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলনের সঞ্চালনায় ছাত্র ইউনিয়ন রাবি সংসদের সভাপতি শাকিলা খাতুন বলেন, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবাসিক হল খুলে দিতে হবে। কারণ অধিকাংশ বিভাগের চূড়ান্ত পরীক্ষার সময় নির্ধারণ হয়ে গেছে। ফলে আশপাশের মেসগুলোতে আমাদের গাদাগাদি করে থাকতে হচ্ছে। ছাত্রীদের উত্ত্যক্তের শিকার হতে হচ্ছে। স্বাস্থ্যবিধির দোহাই দিয়ে প্রশাসন যে এতদিন হল বন্ধ রেখেছে, তা কোনোভাবেই যৌক্তিক নয়।

গণিত বিভাগের শিক্ষার্থী আবুল কালাম আজাদ বলেন, আমরা এর আগেও অনেকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হল খোলার দাবি জানিয়েছি। তবে সে সময়ের তুলনায় বর্তমানে আমাদের হল খোলার দাবিটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ অধিকাংশ বিভাগে পরীক্ষা চলছে। ফলে ৮০ শতাংশ শিক্ষার্থী ক্যাম্পাসে এসে গেছে। এতে মেসের সংকট দেখা দিয়েছে। স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। পরিকল্পিতভাবে হল বন্ধ রাখা হয়েছে। যা সম্পূর্ণ অযৌক্তিক।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। পরে তারা উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সঙ্গে  সাক্ষাৎ করেন। এ সময় শিক্ষার্থীরা ২৩ সেপ্টেম্বরের মধ্যে হল খোলার  দাবি জানান। অন্যথায় ২৪ সেপ্টেম্বর থেকে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।

শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে উপাচার্য গণমাধ্যমকে বলেন, আগামী ৩০ সেপ্টেম্বর একাডেমিক কাউন্সিলের সভা। সভায় হল ও ক্যাম্পাস খোলার বিষয়ে সিদ্ধান্ত হবে।

/এএম/
সম্পর্কিত
রাবিতে ভর্তি প্রক্রিয়ার একাধিক তারিখ পরিবর্তন, ক্লাস শুরু ৩ আগস্ট
রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের অ্যাডহক কমিটি ও নির্বাচন কমিশন গঠন
রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
সর্বশেষ খবর
‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিচ্ছেন ধোনি! 
‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিচ্ছেন ধোনি! 
গাজীপুরে পোশাকশ্রমিক হৃদয় হত্যাকারীদের বিচার দাবি
গাজীপুরে পোশাকশ্রমিক হৃদয় হত্যাকারীদের বিচার দাবি
কেএমপি কমিশনারের পদত্যাগ ইস্যুতে খুলনায় বৈষম্যবিরোধীরা দ্বিধাবিভক্ত
কেএমপি কমিশনারের পদত্যাগ ইস্যুতে খুলনায় বৈষম্যবিরোধীরা দ্বিধাবিভক্ত
সিরিয়ার ওপর থেকে আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ ট্রাম্পের
সিরিয়ার ওপর থেকে আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ ট্রাম্পের
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি