X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

৯ বছর পর উদ্ধার সেই রাসেল কারাগারে

বরিশাল প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৬আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৬

ঢাকার রায়েরবাগ থেকে নয় বছর পর উদ্ধার অপহরণ মামলার ভিকটিম রাসেল মৃধাকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠান।

গৌরনদীর কলাবাড়িয়া গ্রামের ১৪ বছর বয়সের কিশোর রাসেল মৃধাকে অপহরণ ও গুমের অভিযোগে ২০১২ সালে মামলা দায়ের করেন তার মা মনোয়ারা বেগম। মামলায় ১৪ জনকে অভিযুক্ত করে ২০১৩ সালে আদালতে অভিযোগপত্র দেন গৌরনদী থানার তৎকালীন উপপরিদর্শক ফোরকান হোসেন। এই মামলায় গ্রেফতার হয়ে পাঁচ আসামি দীর্ঘদিন হাজতবাস করেন। বাকি নয় জন এখনও পলাতক।

কথিত অপহরণের শিকার রাসেল এখন যুবক এবং দুই সন্তানের বাবা। তিনি গৌরনদীর কলাবাড়িয়া গ্রামের জালাল মৃধা ও মামলার বাদী মনোয়ারা বেগম দম্পত্তির সন্তান।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি ফয়জুল হক বলেন, ‘রাসেলকে আদালতে হাজির করা হলে এই মামলায় আদালত তাকে নিজস্ব জিম্মায় জামিন দেন। কিন্তু তার বিরুদ্ধে আরও একটি অপহরণ মামলা থাকায় তাকে সেই মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক আবু শামীম আজাদ।’

রাসেলের ভাই মনির মৃধা ও বোন তসলিমা বেগম জানান, তাদের নিজস্ব ২০ কাঠা জমি নিয়ে স্বজনদের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ চলছে। মামলার ১নং আসামি তার বাবার চাচাতো ভাই, অন্যরাও স্বজন। জমি নিয়ে বিরোধে তারা এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে এ পর্যন্ত ১২টি মামলা দায়ের করেছেন। রাসেল অপহরণের ঘটনাও প্রতিপক্ষের কাজ। তার দাবি, অপহরণকারীরাই তার ভাইকে থানায় ফেরত দিয়েছেন।

এ বিষয়ে অপহরণ মামলার আসামি রায়হান মৃধা জানান, জমি নিয়ে পাল্টাপাল্টি মামলার জের ধরে রাসেলকে আত্মগোপনে রেখে তাদের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করা হয়। মামলায় নির্দোষভাবে অনেকে কারাভোগ করেছে। মামলার খরচ চালাতে গিয়ে তারা নিঃস্ব হয়েছেন। আসামিদের পরিবার মিথ্যা মামলা থেকে বাঁচতে নিজেরাই উদ্যোগী হয়ে রাসেলকে খুঁজে পুলিশে সোপর্দ করে।

গত ২০ সেপ্টেম্বর ঢাকার যাত্রাবাড়ী রায়েরবাগ এলাকা থেকে কথিত অপহৃত রাসেল মৃধাকে উদ্ধার করে ২১ সেপ্টেম্বর গৌরনদী মডেল থানায় সোপর্দ করেন মামলার ১ নম্বর আসামি রহমান মৃধা।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেমন কেটেছিল ডিবি হেফাজতে সাত সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে সাত সমন্বয়কের সাত দিন
চট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত
‘শাটডাউন’ কর্মসূচির জেরচট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণে হামাসকে আহ্বান করলেন ট্রাম্প
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণে হামাসকে আহ্বান করলেন ট্রাম্প
পাট খাতভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কর্মসূচি
পাট খাতভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কর্মসূচি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন