X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

টাকা নিয়ে দ্বন্দ্ব, মারধরের ৮ দিন পর ছাত্রলীগকর্মীর মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২১, ২২:৪০আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২২:৪০

টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে মারধরের ঘটনায় আহত মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ছাত্রলীগকর্মী মো. সাজিদুল ইসলাম মীম (২২) মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মীম উপজেলার ইসমানিরচর গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে। এ ঘটনায় হোসেন্দি ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক সংগ্রাম মোল্লাসহ ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে ১৭ সেপ্টেম্বর মামলা করেন মীমের বাবা। এর আগে, ১৫ সেপ্টেম্বর দুপুরে উপজেলার ইসমানিরচর এলাকায় মারধরে গুরুতর আহত হন ছাত্রলীগের এ কর্মী।

গজারিয়া থানার পরিদর্শক মো. মোজাম্মেল হোসেন জানান, গত ১৭ সেপ্টেম্বর থানায় মারধরের মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, একই গ্রুপের মধ্যে টাকা লেনদেন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে তাকে মারধর করা হয়েছে। নিহত হওয়ায় মারধরের মামলাটি হত্যা মামলায় রূপান্তর হবে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বনভোজনে যাওয়ার জন্য গত ১০ সেপ্টেম্বর সংগ্রাম মোল্লার (২৪) কাছ থেকে ৪০০ টাকা ধার নেন মীম। এ টাকা পরিশোধ নিয়ে ১৫ সেপ্টেম্বর দুপুরে মো. আতাউর (২৭), সম্রাট (২২), তুষার (২০), সাব্বির (২২), নিজুম (২২), অপু (২২), মো. আরজু (২০), শুভ (২০) এবং অজ্ঞাতনামা ১০-১২ জনের সঙ্গে দ্বন্দ্ব বাধে মীমের। তারা মীমকে গালিগালাজ করেন। এর প্রতিবাদ জানালে সংগ্রাম মোল্লা, আতাউর, সম্রাট, তুষার হাতুড়ি দিয়ে মীমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। বাকিরাও লাঠি দিয়ে আঘাত করে। এরপর স্থানীয়রা মীমকে গুরুতর আহত অবস্থায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে গজারিয়া উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আহমেদ রুবেল জানান, মীম নিহতের ঘটনায় হোসেন্দি ইউনিয়নের ছাত্রলীগ সাধারণ সংগ্রাম মোল্লাকে অভিযুক্ত করা হয়েছে। সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার বিষয়ে দলীয়ভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
বাবার সঙ্গে অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
তামাক কর বাস্তবায়নে প্রায় সাড়ে ৫ লাখ তরুণের অকালমৃত্যু প্রতিরোধ সম্ভব
সর্বশেষ খবর
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত