X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

প্রথমবার নেপালে, উন্মুখ হয়ে আছেন তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩৮আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩৮

আজ (শনিবার) থেকে শুরু হচ্ছে নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল)। খেলবে ছয় দল। কুড়ি ওভারের এই প্রতিযোগিতায় অংশ নিতে তামিম ইকবাল এখন নেপালে। আজ টুর্নামেন্ট শুরু হলেও তামিমের দল ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটরস মাঠে নামবে আগামীকাল (রবিবার)। দীর্ঘ বিরতির পর মাঠে নামতে উন্মুখ হয়ে আছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর বসে না থেকে নেপালের প্রিমিয়ার লিগে খেলার সুযোগ লুফে নিয়েছেন তামিম। প্রায় ১৬ মাস টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেননি তামিম। সর্বশেষ ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে খেলেছেন। ফেরার মিশনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গত সপ্তাহে অনুশীলন করেছেন তামিম। সেন্ট্রাল উইকেটে তামিমের ব্যাটিং দেখে ভালো অবস্থাই মনে হয়েছে। বিশ্বকাপ না খেললেও বিশ্বকাপের পরপরই পাকিস্তানের বিপক্ষে সিরিজ রয়েছে বাংলাদেশের। তাই নেপালের লিগ খেলে নিজেকে প্রস্তুত করতে মুখিয়ে বাঁহাতি ওপেনার।

দীর্ঘ বিরতির পর মাঠে ভালো করার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তামিম। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘মিরপুরে কিছুদিন অনুশীলন করলাম। এখন নেপালে খেলার জন্য উন্মুখ হয়ে আছি। আশা করি, এখানে দারুণ একটি টুর্নামেন্ট হবে। আমি এখান থেকে ইতিবাচক কিছু নিয়ে যেতে পারবো। আমার ম্যাচ বাই ম্যাচ খেলা খুব গুরুত্বপূর্ণ। সেই দিক থেকে আমি এই চ্যালেঞ্জটা নিতে চাই।’

হিমালয়ের দেশে খেলতে গিয়ে দারুণ রোমাঞ্চিত তামিম বলেছেন, ‘নেপাল খুব সুন্দর দেশ। আগে এখানে আসা হয়নি। আমি দারুণ রোমাঞ্চিত।’

তামিমের আশা, শুরুটা ভালোভাবেই করতে পারবেন, ‘আমি গত তিন মাস ধরে চোটে ছিলাম। তবে কয়েক সপ্তাহ হলো ভালো বোধ করছি। মিরপুরেও অনুশীলন করেছি, কোনও সমস্যা হয়নি। আশা করি এখানে শুরুটা ভালো করতে পারবো।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সাকিবের ‘অভিযোগ’ নিয়ে তামিম বললেন, ‘ব্যাপারটা ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে’
হাথুরুসিংহেকে অপসারণের চেষ্টায় ভূমিকা ছিল তামিমের!
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
সর্বশেষ খবর
রাজশাহী মহাসড়কে ফেলা হচ্ছে বর্জ্য, তৈরি হচ্ছে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি
রাজশাহী মহাসড়কে ফেলা হচ্ছে বর্জ্য, তৈরি হচ্ছে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে সাত সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে সাত সমন্বয়কের সাত দিন
পঞ্চপাণ্ডবহীন এক নতুন শুরু, মিরাজের নেতৃত্বে ওয়ানডে যাত্রা
পঞ্চপাণ্ডবহীন এক নতুন শুরু, মিরাজের নেতৃত্বে ওয়ানডে যাত্রা
চট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত
‘শাটডাউন’ কর্মসূচির জেরচট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন