X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ খেলুক শামীম প্রত্যাশা চাঁদপুরবাসীর 

ইব্রাহীম রনি, চাঁদপুর
২৭ সেপ্টেম্বর ২০২১, ১৪:০৬আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৪:১২

ইলিশের বাড়ি খ্যাত চাঁদপুরের সন্তান ক্রিকেটার শামীম পাটোয়ারী। জেলা থেকে উঠে আসা প্রথম ক্রিকেটার যিনি সুযোগ পেয়েছেন ১৭ অক্টোবর শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে। এতে শামীমের পরিবারে বইছে খুশির হাওয়া। খুশি জেলার ক্রীড়ামোদীরাও। তারা বলছেন, বিশ্বকাপে শামীমকে দারুণ খেলা উপহার দিতে হবে। তাহলেই ভবিষ্যতের জন্য দলে নিজের অবস্থান শক্ত হবে। জেলার অন্য ক্রিকেটাররাও উৎসাহ পাবে। 
 
শামীম চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামের আব্দুল হামিদ পাটোয়ারীর ছেলে। চাঁদপুর ক্লেমন একাডেমিতে অনূর্ধ-১৪ থেকে অনূর্ধ-১৬-তে তিন বছর অনুশীলন করেন তিনি। পরে ২০১৫ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তি হন। এরপর অনূর্ধ-১৭, অনূর্ধ-১৮ হয়ে অনূর্ধ-১৯ জাতীয় দলে জায়গা করে নেন এই ক্রিকেটার। ছিলেন অনূর্ধ-১৯ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম নায়ক। ২০২০ সালে যুব বিশ্বকাপে ভালো পারফরমেন্সের পর থেকেই নির্বাচকদের নজরে পড়েন তিনি। এরপর ঘরোয়া ক্রিকেটে ব্যাটে-বলে উজ্জ্বল পারফরম্যান্সের পুরস্কার হিসেবে নির্বাচকরা জাতীয় দলের জন্য বিবেচনা করে শামীমকে।

টিভি টুর্নামেন্টের শামীম যুব বিশ্বকাপে

শামীমের বাবা আব্দুল হামিদ বাংলা ট্রিবউনকে বলেন, ছোট থাকতে আমি চেয়েছিলাম শামীম ভালো পড়ালেখা করুক। এসএসসি পরীক্ষার আগ মুহূর্তে শামীম বিভিন্ন জায়গায় খেলতো। ভালো খেলার কারণে এক পর্যায়ে দুই বছর আগে তাকে দিনাজপুর বিকেএসপিতে ভর্তি করে দেই। এর তিন মাস পর সেখান থেকে শামীম যায় ঢাকা বিকেএসপিতে। খেলতে থাকে বিভাগীয় এবং বিভিন্ন জেলায়। ভালো পারফর্ম করায় ধাপে ধাপে শামীম জায়গা করে নেয় জাতীয় দলে।

তিনি বলেন, আমার ছেলে যেন ভবিষ্যতে দেশের হয়ে আরও ভালো খেলতে পারে সে জন্য সবার দোয়া চাই।

শামীম পাটোয়ারী ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম বলেন, ক্রিকেটার শামিম আমাদের উপজেলার একজন গর্বিত সন্তান। নিজ পারফরম্যান্সে সে বিশ্ব ক্রিকেটে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে। এটা আমাদের জন্য বিশাল প্রাপ্তি। তাকে অনুসরণ করে আরও নতুন ক্রিকেটার বের হবে বলে আশা করি।  

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু বাংলা ট্রিবউনকে বলেন, জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে শামীমের জন্য দোয়া রইলো। তাকে আরও অনেক স্ট্রাগল করতে হবে। মাথা ঠাণ্ডা রেখে প্রতিটি বল মোকাবিলা করতে হবে, দ্রুত রানও তুলতে হবে। ভবিষ্যতের জন্য নিজের জায়গাটা পোক্ত করতে হবে। সে জন্য এ বিশ্বকাপ হচ্ছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, শামীম প্লেয়ার হিসেবে খুবই ভালো। এ বিষয়ে কোনও সন্দেহ নেই। প্রত্যেক বল যে খেলতে হবে-এমন কোনও কথা নেই। এ বিষয়টি মাথায় রাখলে শামীম অনেক উপরে যাবে।

চাঁদপুর ক্লেমন একাডেমির কোচ ও শামীম পাটোয়ারীর গুরু শামীম ফারুকী বাংলা ট্রিবউনকে বলেন, চাঁদপুরের খেলোয়াড় থেকে জাতীয় দলে সুযোগ পাওয়াটা বিশাল এক অর্জন। আশা করি, বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে প্রতিটি খেলায় মূল একাদশে স্থান পাবে সে। খেলার সুযোগ পেলে বাংলাদেশ দলের জন্য ভালো রান তুলবে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’