X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন যারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৪আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৪

মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের উত্তাপ। আজ (সোমবার) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বেশ কয়েকজন প্রার্থীর সমর্থকরা শেরেবাংলা স্টেডিয়ামের মূল ফটকের সামনে ভিড় জমান। মূলত যে সব প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে, তারাই শো-ডাউনে অংশ নিয়েছিলেন। বিসিবির ২৫ পরিচালকের মধ্যে ক্যাটাগরি-১ থেকে ৭ কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন! কেননা তাদের প্রতিদ্বন্দ্বীই নেই। মনোনয়নপত্র বাতিল না হলে নিশ্চিতভাবেই আগামী কমিটিতে তারা পরিচালক হিসেবে আসছেন।

ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) থেকে ১০ পরিচালক নির্বাচিত হয়ে আসবেন। ইতিমধ্যে এই ক্যাটাগরিতে সাতজন নির্বাচিত হওয়ার পথে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে থাকা কাউন্সিলররা হচ্ছেন- আ. জ. ম. নাসির উদ্দিন ও আকরাম খান (চট্টগ্রাম বিভাগ), কাজী ইনাম আহমেদ ও শেখ সোহেল (খুলনা বিভাগ), শফিউল আলম চৌধুরী নাদেল (সিলেট বিভাগ), অ্যাডভোকোট আনোয়ারুল ইসলাম (রংপুর বিভাগ) এবং আলমগীর খান আলো (বরিশাল বিভাগ)। এই ক্যাটাগরিতে নির্বাচন করে আসতে হবে তিনজনকে। ঢাকা বিভাগ ও রাজশাহী বিভাগে নির্বাচন অনুষ্ঠিত হবে।

পরিচালক ক্যাটাগরি-২ (ক্লাব) থেকে ১২ জন নির্বাচিত হয়ে আসবেন। এখানে ১২ পদের জন্য লড়বেন ১৭ কাউন্সিলর। ক্যাটাগরি-৩ (পাবলিক বিশ্ববিদ্যালয়, সাবেক ক্রিকেটার, বিভিন্ন প্রতিষ্ঠান) থেকে একজনকে ভোট দিয়ে নির্বাচিত করবেন কাউন্সিলররা। এখানে দুইজন প্রার্থী আছেন। নাজমুল আবেদীন ফাহিম প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদ মাহমুদ সুজনের সঙ্গে।

এই ২৩ জন ছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে দুজন পরিচালক আসবেন। এখান থেকে ইতিমধ্যে জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববি মনোনীত হয়েছেন।

মনোনয়নপত্র বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৮ সেপ্টেম্বর। কারও মনোনয়নপত্র বাতিল হলে সেটার আপিল গ্রহণ ও শুনানি ২৯ সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩০ সেপ্টেম্বর। এর ছয় দিন পর, ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচনের পরের দিন ৭ অক্টোবর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
লোকসভা নির্বাচন: প্রথম ধাপে পশ্চিমবঙ্গের ৩ আসনে ভোট আজ
লোকসভা নির্বাচন: প্রথম ধাপে পশ্চিমবঙ্গের ৩ আসনে ভোট আজ
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন