X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সৌদি আরবে না খেয়ে নারী: ঢাকায় গ্রেফতার ৪ ‘পাচারকারী’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৭আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৭

সৌদি আরবে পাচারের পর টানা দু’দিন না খেয়ে থাকার কথা জানিয়ে মোবাইল ফোনে স্বামীকে বার্তা পাঠান এক নারী। স্বামীর অভিযোগের ভিত্তিতে ঢাকায় মানব পাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর পল্টন ও রমনা এলাকা থেকে জনশক্তি রফতানিকারক একটি প্রতিষ্ঠানের মালিকসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, ইফতি ট্রেড ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানের মালিক রুবেল, আল-জাহাঙ্গীর এস্টাবলিশমেন্ট নামের আরেক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোবারক এবং তাদের সহযোগী আক্কাস ব্যাপারী ও তাহের।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস জানান, বর্তমানে মানবপাচাকারী চক্রের সদস্যরা বিভিন্ন ফাঁদ পেতে প্রতারণা করছেন। তারা বিদেশে উচ্চ বেতনে চাকারির প্রলোভন দেখিয়ে জনগণের সরলতার সুযোগ নিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছেন। সৌদি আরবে পাচারের শিকার এক ভুক্তভোগী নারীর স্বামীর অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৩ এর একটি দল সোমবার পল্টন ও রমনা এলাকা থেকে একটি চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে।

র‌্যাব জানায়, গ্রেফতার আক্কাস ব্যাপারী ভিকটিমের স্বামীর পূর্ব পরিচিত। তিনি পাচারের শিকার নারীকে মধ্যপ্রাচ্যে ২৫ হাজার টাকা বেতনে হাসপাতালে আয়ার চাকরির প্রতিশ্রুতি দিয়ে মোবারক ও তাহেরের কাছে নিয়ে যান। তারা ইফতি ট্রেড ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানের মালিক রুবেলের সহযোগিতায় রিক্রুটিং লাইসেন্স ব্যবহার করে ভিক্টিমকে এ বছরের জুনে সৌদি আরবে পাঠান। এরপর আসামিরা ভুক্তভোগী নারীর সঙ্গে আর কোনও যোগাযোগ রক্ষা করেননি। ভুক্তভোগী বিদেশে গিয়ে শারীরিক মানসিক নির্যাতনের শিকার হলে, স্বামীকে বিষয়টি জানান। তার স্বামীর মাধ্যমে পাচারে জড়িতরা নির্যাতনের বিষয়টি জানতে পারলেও সমস্যার সমাধানে কোনও পদক্ষেপ নেননি।

পরে ভুক্তভোগীর স্বামী জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে ওই নারীকে উদ্ধারের জন্য আর্জি জানান। তবে অভিযোগ প্রত্যাহার করার জন্য পাচারকারীরা ভুক্তভোগী পরিবারকে হুমকি ও ভয়ভীতি দেখান এবং পাচারের শিকার নারীকে দেশে ফিরিয়ে আনার খরচ বাবদ চার লাখ টাকা দাবি করেন।

এ প্রেক্ষিতে ভুক্তভোগী নারীর স্বামী নিরুপায় হয়ে স্ত্রীকে উদ্ধারের জন্য গত সপ্তাহে র‌্যাবের কাছে অভিযোগ করেন এবং পাচারে জড়িতদের নামে পল্টন মডেল থানায় মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে ওই চার জনকে গ্রেফতার করে র‌্যাব।

ওই গৃহকর্মী সৌদি আরবে পৌঁছানোর পর থেকেই তার ওপর নির্যাতন চলছে উল্লেখ করে পাচারকারী নারীকে উদ্ধারে সক্রিয় ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের ইনফরমেশন ম্যানেজার আল আমিন নয়ন বলেন, ‘গত ৭ জুন সৌদি আরবে গেছেন ভুক্তভোগী নারী। নির্যাতন সহ্য করতে পারছেন না তিনি। ভিডিও বার্তা ও খুদে বার্তা পাঠিয়ে তাকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার আকুতি জানান তিনি।’

একটি বার্তায় ওই নারী লিখেছেন, টানা দুই দিন তাকে না খাইয়ে রাখা হয়েছে। দেশে ফিরতে হলে চার লাখ টাকা তাদের দিতে হবে।

ব্র্যাকের ওই কর্মকর্তা আরও বলেন, ‘এখন নারী গৃহকর্মীদের সৌদি আরবে যেতে টাকা লাগে না। ওই ভুক্তভোগী নারীকে দেশে ফিরিয়ে আনতে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে অভিযোগ করা ও আইনি পরামর্শ দিচ্ছে ব্র্যাক।’

 

/এআরআর/আইএ/
সম্পর্কিত
দুই মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে ‘বালি প্রসেসের’ প্রতিনিধি দলের সাক্ষাৎ
শতাধিক বাংলাদেশি উদ্ধারমানবপাচারের দায়ে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে মালয়েশিয়া
ইউরোপে যাওয়ার পথে ৭৯ শতাংশ বাংলাদেশি নির্যাতনের শিকার: গবেষণা
সর্বশেষ খবর
ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল, দিয়াবাতের ৫
ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল, দিয়াবাতের ৫
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া