X
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
১ জ্যৈষ্ঠ ১৪৩২

সৌদি আরবে না খেয়ে নারী: ঢাকায় গ্রেফতার ৪ ‘পাচারকারী’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৭আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৭

সৌদি আরবে পাচারের পর টানা দু’দিন না খেয়ে থাকার কথা জানিয়ে মোবাইল ফোনে স্বামীকে বার্তা পাঠান এক নারী। স্বামীর অভিযোগের ভিত্তিতে ঢাকায় মানব পাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর পল্টন ও রমনা এলাকা থেকে জনশক্তি রফতানিকারক একটি প্রতিষ্ঠানের মালিকসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, ইফতি ট্রেড ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানের মালিক রুবেল, আল-জাহাঙ্গীর এস্টাবলিশমেন্ট নামের আরেক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোবারক এবং তাদের সহযোগী আক্কাস ব্যাপারী ও তাহের।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস জানান, বর্তমানে মানবপাচাকারী চক্রের সদস্যরা বিভিন্ন ফাঁদ পেতে প্রতারণা করছেন। তারা বিদেশে উচ্চ বেতনে চাকারির প্রলোভন দেখিয়ে জনগণের সরলতার সুযোগ নিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছেন। সৌদি আরবে পাচারের শিকার এক ভুক্তভোগী নারীর স্বামীর অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৩ এর একটি দল সোমবার পল্টন ও রমনা এলাকা থেকে একটি চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে।

র‌্যাব জানায়, গ্রেফতার আক্কাস ব্যাপারী ভিকটিমের স্বামীর পূর্ব পরিচিত। তিনি পাচারের শিকার নারীকে মধ্যপ্রাচ্যে ২৫ হাজার টাকা বেতনে হাসপাতালে আয়ার চাকরির প্রতিশ্রুতি দিয়ে মোবারক ও তাহেরের কাছে নিয়ে যান। তারা ইফতি ট্রেড ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানের মালিক রুবেলের সহযোগিতায় রিক্রুটিং লাইসেন্স ব্যবহার করে ভিক্টিমকে এ বছরের জুনে সৌদি আরবে পাঠান। এরপর আসামিরা ভুক্তভোগী নারীর সঙ্গে আর কোনও যোগাযোগ রক্ষা করেননি। ভুক্তভোগী বিদেশে গিয়ে শারীরিক মানসিক নির্যাতনের শিকার হলে, স্বামীকে বিষয়টি জানান। তার স্বামীর মাধ্যমে পাচারে জড়িতরা নির্যাতনের বিষয়টি জানতে পারলেও সমস্যার সমাধানে কোনও পদক্ষেপ নেননি।

পরে ভুক্তভোগীর স্বামী জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে ওই নারীকে উদ্ধারের জন্য আর্জি জানান। তবে অভিযোগ প্রত্যাহার করার জন্য পাচারকারীরা ভুক্তভোগী পরিবারকে হুমকি ও ভয়ভীতি দেখান এবং পাচারের শিকার নারীকে দেশে ফিরিয়ে আনার খরচ বাবদ চার লাখ টাকা দাবি করেন।

এ প্রেক্ষিতে ভুক্তভোগী নারীর স্বামী নিরুপায় হয়ে স্ত্রীকে উদ্ধারের জন্য গত সপ্তাহে র‌্যাবের কাছে অভিযোগ করেন এবং পাচারে জড়িতদের নামে পল্টন মডেল থানায় মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে ওই চার জনকে গ্রেফতার করে র‌্যাব।

ওই গৃহকর্মী সৌদি আরবে পৌঁছানোর পর থেকেই তার ওপর নির্যাতন চলছে উল্লেখ করে পাচারকারী নারীকে উদ্ধারে সক্রিয় ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের ইনফরমেশন ম্যানেজার আল আমিন নয়ন বলেন, ‘গত ৭ জুন সৌদি আরবে গেছেন ভুক্তভোগী নারী। নির্যাতন সহ্য করতে পারছেন না তিনি। ভিডিও বার্তা ও খুদে বার্তা পাঠিয়ে তাকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার আকুতি জানান তিনি।’

একটি বার্তায় ওই নারী লিখেছেন, টানা দুই দিন তাকে না খাইয়ে রাখা হয়েছে। দেশে ফিরতে হলে চার লাখ টাকা তাদের দিতে হবে।

ব্র্যাকের ওই কর্মকর্তা আরও বলেন, ‘এখন নারী গৃহকর্মীদের সৌদি আরবে যেতে টাকা লাগে না। ওই ভুক্তভোগী নারীকে দেশে ফিরিয়ে আনতে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে অভিযোগ করা ও আইনি পরামর্শ দিচ্ছে ব্র্যাক।’

 

/এআরআর/আইএ/
সম্পর্কিত
টেকনাফে ‘জিম্মিঘর’ থেকে ১৪ অপহৃত উদ্ধার
লিবিয়ায় ২৭ বাংলাদেশিকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের মূল হোতা গ্রেফতার
মানব পাচারকারীর কাছে জিম্মি ছেলেকে ফিরে পেতে পরিবারের আকুতি 
সর্বশেষ খবর
বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি লোক নেবে মালয়েশিয়া: আসিফ নজরুল
বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি লোক নেবে মালয়েশিয়া: আসিফ নজরুল
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
‘চাঁদা’ না পেয়ে গরু নিয়ে গেলেন স্বেচ্ছাসেবক দলের কর্মী, বাছুর নিয়ে আদালতে গৃহবধূ
‘চাঁদা’ না পেয়ে গরু নিয়ে গেলেন স্বেচ্ছাসেবক দলের কর্মী, বাছুর নিয়ে আদালতে গৃহবধূ
পাকিস্তান সফরে সরকারের সবুজ সঙ্কেত পেয়েছে বিসিবি
পাকিস্তান সফরে সরকারের সবুজ সঙ্কেত পেয়েছে বিসিবি
সর্বাধিক পঠিত
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
অভিযান চালিয়ে ব্যাটারিচালিত রিকশা ভাঙায় বিক্ষোভ সমাবেশের ডাক
অভিযান চালিয়ে ব্যাটারিচালিত রিকশা ভাঙায় বিক্ষোভ সমাবেশের ডাক
উদীচীর জাতীয় সংগীত পরিবেশনের অনুষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৭
উদীচীর জাতীয় সংগীত পরিবেশনের অনুষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৭