X
শনিবার, ১৭ মে ২০২৫
২ জ্যৈষ্ঠ ১৪৩২

সাত মাসেই শেষ সিয়াম-নোভার শুটিং-ডাবিং

বিনোদন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২১, ১৪:৩০আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ২৩:৪১

বছরের পর বছর নয়, মাত্র সাত মাসের মাথায় শুটিং ও ডাবিং শেষ করে তৃপ্তির ঢেকুর ছাড়লেন সিনেমায় নতুন জুটি সিয়াম-নোভা। দু’জনেরই শেকড় মডেলিংয়ে, এবারই প্রথম এক হলেন সিনেমায়।

সিনেমার নাম ‘মৃধা বনাম মৃধা’। এটি বানিয়েছেন দুই শতাধিকেরও বেশি বিজ্ঞাপনচিত্র নির্মাতা রনি ভৌমিক। তিনি জানান, চলতি বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু করে আগস্টের প্রথম সপ্তাহেই এর দৃশ্যধারণ শেষ করেন নির্মাতা। আর সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এসে (২৮ সেপ্টেম্বর) শেষ করলেন ডাবিংয়ের কাজও।

শেষদিনে ডাবিংয়ে অংশ নিয়েছেন সিয়াম-নোভা দু’জনেই। ডাবিং শেষে নির্মাতা জানান, এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই মুক্তি পাবে সিনেমাটি।

রনি ভৌমিক বলেন, ‘আমার প্রথম সিনেমা হিসেবে কাজটি করতে গিয়ে কোনও ত্রুটি রাখতে চাই না। সময় নিয়ে হলেও নিখুঁতভাবে সবকিছু সম্পন্ন করতে পছন্দ করি। তারপরও অনেক অল্প সময়েই প্রথম ছবির কাজ শেষ করতে পেরেছি, এর জন্য অবশ্য পুরো ক্রেডিট আমার টিমের। সিয়ামের ডাবিংয়ের মধ্য দিয়েই এই অংশের কাজ শেষ বলা যায়। এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। ছবিটির পোস্ট প্রোডাকশনের সব কাজ হচ্ছে ভারতে। সিনেমাটিকে এ বছরই পর্দায় তোলার চেষ্টা করছি।’ 

এদিকে সিয়াম আহমেদ বলেন, ‘ডাবিংয়ের কাজ শেষ করলাম। যেহেতু অন্য ছবির কাজ নিয়েও আমাকে ব্যস্ত থাকতে হচ্ছে এবং নির্মাতা এ বছরই ছবিটি মুক্তি দিতে চান, তাই কষ্ট হলেও টানা সময় দিয়ে ডাবিংটা শেষ করে দিলাম। এখন বাকিটা পরিচালক তার পরিকল্পনা মতো কাজ শেষ করে লুক, ট্রেলার দর্শকের সামনে আনবেন। তবে আমি নিজে ছবিটি নিয়ে অনেক বেশি হ্যাপি। একটি পরিবারের গল্পের মধ্য দিয়ে বাবা-ছেলের সম্পর্ক এবং আরও অনেক বিষয় দর্শকরা দেখতে পাবেন এখানে। যেগুলো তারা নিজেদের সঙ্গে কানেক্ট করতে পারবে।’ 

অন্যদিকে নায়িকা নোভা ফিরোজ বলেন, ‘আমার কাছে মনে হয় দর্শক যখন কোনও গল্পের সঙ্গে নিজেকে মেলাতে পারেন তখনই তার কাছে সেটা বেশি ভালো লাগে। এই ছবিটাও ঠিক তেমনই, সবাই নিজেদের সঙ্গে কোথাও না কোথাও মিল খুঁজে পাবেন।’ 

টোস্টার প্রোডাকশন ও লেভেল থ্রি প্রযোজিত এ সিনেমাতে সিয়াম-নোভা ছাড়া আরও অভিনয় করেছেন সানজিদা প্রীতি, তারিক আনাম খান প্রমুখ।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
উর্দুভাষায় ‘জংলি’, মুক্তি পাচ্ছে পাকিস্তানে
উর্দুভাষায় ‘জংলি’, মুক্তি পাচ্ছে পাকিস্তানে
উত্তর আমেরিকায় দারুণ সূচনা
উত্তর আমেরিকায় দারুণ সূচনা
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
তিন দেশের ৪০ থিয়েটারে ‘জংলি’
তিন দেশের ৪০ থিয়েটারে ‘জংলি’
বিনোদন বিভাগের সর্বশেষ
রিমাক্রিতে চিত্রায়িত সিনেমা ‘নাদান’
রিমাক্রিতে চিত্রায়িত সিনেমা ‘নাদান’
আকি কাউরিসমাকির চলচ্চিত্র—রাজনীতি ও আত্মপরিচয়ের অনুসন্ধান 
তৃতীয় চোখআকি কাউরিসমাকির চলচ্চিত্র—রাজনীতি ও আত্মপরিচয়ের অনুসন্ধান 
প্রযোজক হিসেবেও আনন্দিত জয়া!
প্রযোজক হিসেবেও আনন্দিত জয়া!
কানসৈকতে দেখা নির্মাতা অনুপম খেরের সঙ্গে
কানসৈকতে দেখা নির্মাতা অনুপম খেরের সঙ্গে
মাত্র ৪ প্রেক্ষাগৃহে কেন জয়ার সিনেমা!
এ সপ্তাহের সিনেমামাত্র ৪ প্রেক্ষাগৃহে কেন জয়ার সিনেমা!