X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

চেক ইস্যুর তিন মাস পরে ডাক পড়লো ৩০ সংগীত পরিচালকের, সেখানেও অস্বচ্ছতার অভিযোগ?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২১, ২২:০০আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১৭:২৩

নৃত্য উপযোগী ৩০টি মৌলিক মিউজিক কম্পোজিশন নির্মাণের লক্ষ্যে দেশের বিশিষ্ট সংগীত পরিচালকদের সঙ্গে চুক্তি না করেই চেক তৈরির অভিযোগ ওঠে শিল্পকলার বিরুদ্ধে। আর অভিযোগ ওঠার পরদিনই তড়িঘড়ি সব শিল্পীকে ডাকা হয় শিল্পকলায়। তাদের আহ্বানের চিঠিতে শিল্পকলার সংগীত বিভাগের পরিচালক কাজী আফতাব উদ্দিন হাবলুর নাম থাকলেও কর্মকর্তাদের কেউ কেউ বলছেন, চিঠিটি তিনি ছাড়তে চাননি। এক প্রকার ‘ষড়যন্ত্রের’ মাধ্যমে চিঠিতে তার স্বাক্ষর নেওয়া হয়।

হাজির হওয়া শিল্পীরা বলছেন, ‘আমরা হাবলু ভাইয়ের স্বাক্ষরে চিঠি পেয়েছি। কাজ শুরুর প্রাথমিক কথাবার্তাও হয়েছে।’

সম্মতি ছাড়া কেন চেক কাটার তিন মাস পর তাদের বিষয়টি জানানো হলো জানতে চাইলে সংগীত পরিচালকদের কেউ কেউ বলেন, ‘তারা হয়তো কোনও একসময় করতো। হয়তো কাকতালীয়ভাবে সেটি বাংলা ট্রিবিউন-এ নিউজ প্রকাশের পরের দিনই হয়েছে।’

৪ অক্টোবর শিল্পকলা একাডেমি থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় নৃত্য উপযোগী শাস্ত্রীয়, সমসাময়িক ও ফোক ধারার ৩০টি মৌলিক কম্পোজিশন নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। চুক্তির আওতায় ৩০টি মিউজিক তৈরির জন্য ৩০ জন সংগীত পরিচালককে ৪৫ লাখ টাকা দেওয়া হবে।

৩০ জুন ২০২১ তারিখ দেখিয়ে তৎকালীন সচিবের পরিবর্তে বিধিবহির্ভূতভাবে অতিরিক্ত দায়িত্ব পাওয়া সচিবের (সৈয়দা মাহবুবা করিম, পরিচালক, চারুকলা বিভাগ) মাধ্যমে নথি উপস্থাপন করে ৩০ সংগীত পরিচালককে প্রদানের লক্ষ্যে চেক ইস্যু করা হয়। ৩০ জুন ২০২১ (বাজেট বছরের শেষ দিন) তারিখ দেখিয়ে নথি উপস্থাপন থেকে শুরু করে মহাপরিচালকের অনুমোদনসহ চেক ইস্যুর সব কাজ করা হয়। মহাপরিচালক লিয়াকত আলী লাকীকে বিষয়টি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি ৩ অক্টোবর বাংলা ট্রিবিউনকে বলেন, শিল্পীদের সঙ্গে যে এখনও যোগাযোগ করা হয়নি, সেটি তার জানা নেই। সেটি সংগীত বিভাগের পরিচালক বলতে পারবেন।

অবশেষে ডাকা হলো শিল্পীদের

নথি তৈরি, অনুমোদন, চেক ইস্যু সব শেষ হলেও তালিকায় থাকা সংগীত পরিচালকদের আনুষ্ঠানিকভাবে বিষয়টি দীর্ঘদিন জানানো হয়নি। বাংলা ট্রিবিউন-এ প্রতিবেদন প্রকাশের পর ৪ অক্টোবর শিল্পীদের একাডেমিতে ডাকা হয়। এমনকি চিঠিতে সংগীত বিভাগের পরিচালক কাজী আফতাব উদ্দিন হাবলুর স্বাক্ষর নিয়েও অনিয়মের অভিযোগ উঠেছে। কর্মকর্তারা জানান, শিল্পীদের আহ্বানের চিঠিতে পেছনের তারিখে স্বাক্ষর করার কথা বলা হয়। স্বাক্ষর করার পরও চিঠি না পাঠানোর অনুরোধ জানান জনাব হাবলু। তারপরও তার কথা শোনা হয়নি। এ বিষয়ে জানতে চাইলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তাদের ডাকার বিষয়ে প্রশ্ন আছে। অনেক কিছুই তো দেখছি। শঙ্কার মধ্যে আছি।’ আপনি চিঠি দিয়েছেন কিনা প্রশ্নে তিনি বলেন, ‘আমার স্বাক্ষর আছে। কিন্তু চিঠি আমি দিইনি।’

৪ অক্টোবর একাডেমির আহ্বানে সাড়া দিয়ে পরিচালকের কক্ষে যান যেসব শিল্পী, তাদের মধ্যে মানাম আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পরিচালকের চিঠি পেয়ে গিয়েছি। কাজের বিষয়ে আলাপ হয়েছে।’

কবে নাগাদ কাজ শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, ‘কাজ আজ হোক কাল হোক, হবে। না হলে চেক ফেরত যাবে।’

চেক কাটার আগে শিল্পীদের সঙ্গে কথা বলা ও সম্মতি নেওয়ার দরকার ছিল কিনা প্রশ্নে তিনি বলেন, ‘আগে এ রকম উদ্যোগের কথা শুনেছি। তালিকার কেউ না শুনে থাকলে সেটি আমার জানা নেই।’

শিল্পীদের ডাকা এবং চেকগুলো কখন কীভাবে বুঝিয়ে দেওয়া হবে জানতে মহাপরিচালক লিয়াকত আলী লাকীকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল ধরেননি। পরে জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে মহাপরিচালকের কমেন্ট চাইলে তিনি জানান, ‘স্যারের সঙ্গে কথা বলে সময় জানাবেন’। বুধবার থেকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত টেলিফোনে সাড়া না পেয়ে বৃহস্পতিবার শিল্পকলা একাডেমিতে মহাপরিচালকের দফতরে গিয়ে অপেক্ষা করেও সাক্ষাৎ মেলেনি তার।

সংগীত পরিচালক ফুয়াদ নাসের বলেছেন, ৪ অক্টোবর গান বানানোর বিষয়টি প্রথম জেনেছেন। তবে যেতে পারেননি। ‘শিল্পকলা থেকে যদি করতে বলে করবো, যেহেতু আগেও কাজ করেছি’, বললেন ফুয়াদ।

আগাম চেক বা তিন মাস আগে তালিকা অনুমোদন হয়েছে, এসব জানেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এসব আমার জানা ছিল না। ৪ তারিখ একাডেমিতে যাওয়ার কল পেয়েছিলাম। যেতে পারিনি।’

/এফএ/এমওএফ/
সম্পর্কিত
শহীদদের শ্রদ্ধা জানিয়ে গান ও কবিতা আবৃত্তি করলেন বিদেশিরা
অনুবাদক সম্মেলন ও অনুবাদ সাহিত্য পুরস্কার অনুষ্ঠিত
ফের দেখা যাবে রাজ-পরীর রসায়ন!
সর্বশেষ খবর
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
বিয়ে না করানোয় মাকে হত্যা
বিয়ে না করানোয় মাকে হত্যা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী