X
বুধবার, ০১ ডিসেম্বর ২০২১, ১৬ অগ্রহায়ণ ১৪২৮

সেকশনস

চেন্নাইকে হারিয়েও অপেক্ষায় থাকলো পাঞ্জাব

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ২০:০৬

আইপিএলে প্লে-অফের চতুর্থ দল কোনটি, সেটি এখনও নিশ্চিত হয়নি। তার মাঝেই হিসেব-নিকেশ আরও জটিল করে তুলেছে পাঞ্জাব কিংস। চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়ে টেবিলের পঞ্চমস্থানে উঠে এসেছে লোকেশ রাহুলের দল।   

অবশ্য চেন্নাইকে হারিয়েও তাদের অপেক্ষায় থাকতে হচ্ছে। প্লে-অফের জন্য ভাগ্যদেবীর কাছে দুটি বিষয় চাইতে হবে পাঞ্জাবকে। কলকাতাকে আজ বড় ব্যবধানে হারতে হবে। পাশাপাশি এই আশায় থাকতে হবে- মুম্বাই যেন কাল না জেতে!

টস হেরে শুরুতে ব্যাট করে চেন্নাই সংগ্রহ করে ৬ উইকেটে ১৩৪ রান। ব্যাটারদের মাঝে এক ফাফ দু প্লেসির ব্যাটই সচল ছিল। তার ৫৫ বলে করা ৭৬ রানের ঝড়ো ইনিংস স্কোর সমৃদ্ধ করতে ভূমিকা রাখে। তার ইনিংসে ছিল ৮টি চার ও দুটি ছয়। 

পাঞ্জাবের বোলারদের মধ্যে আরশদীপ, ক্রিস জর্ডান দুটি করে উইকেট নিয়েছেন। একটি নিয়েছেন মোহাম্মদ সামি ও রবি বিষ্ণয়।

জবাবে পাঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুলের বিধ্বংসী ইনিংসে জয়ের বন্দরে নোঙর ফেলে পাঞ্জাব। রাহুল শুরু থেকে এক প্রান্ত আগলে ৪২ বলে ৯৮ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৭টি চার ও ৮টি ছয়।

সঙ্গীরা লম্বা ইনিংস খেলতে ব্যর্থ হলেও পাঞ্জাবের জয় নিশ্চিতে তা কোন সমস্যা তৈরি করতে পারেনি। রাহুলের ঝড়ো ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৩ ওভারেই ম্যাচ জিতে নেয় তারা। চেন্নাইয়ের হয়ে শার্দুল ঠাকুর ২৮ রানে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন।    

/এফআইআর/

সম্পর্কিত

৯১ রানে ৯ উইকেট শেষ শ্রীলঙ্কার, গল টেস্টে উইন্ডিজের দাপট

৯১ রানে ৯ উইকেট শেষ শ্রীলঙ্কার, গল টেস্টে উইন্ডিজের দাপট

নতুনদের নিয়ে কাজ না হলে পুরনোদের আনতেই হবে: ‍মুমিনুল

নতুনদের নিয়ে কাজ না হলে পুরনোদের আনতেই হবে: ‍মুমিনুল

সাকিব-তাসকিনকে নিয়েই ঢাকা টেস্টের দল

সাকিব-তাসকিনকে নিয়েই ঢাকা টেস্টের দল

বিশ্ব শান্তি সম্মেলন উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

বিশ্ব শান্তি সম্মেলন উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

quiz
সর্বশেষসর্বাধিক
© 2021 Bangla Tribune