X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‘দারুণ বিরতি’, সমুদ্রে হারিয়ে যাওয়ার ২৯ দিন পর উদ্ধার দুই ব্যক্তি

বিদেশ ডেস্ক
০৯ অক্টোবর ২০২১, ২১:০৮আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ২১:৪৮

সলোমন আইল্যান্ডের দুই ব্যক্তিকে সমুদ্রে হারিয়ে যাওয়ার ২৯ দিন পর উদ্ধার করা হয়েছে। তাদের জিপিএস ট্র্যাকার বিকল হয়ে গেলে পাপুয়া নিউ গিনির উপকূলে তাদের উদ্ধার করা হয়। তারা যেখান থেকে যাত্রা শুরু করেছিলেন সেখান ৪০০ কিলোমিটার দূরে তাদের পাওয়া গেছে।

লিভায়ে নাঞ্জিকানা ও জুনিয়র কোলোনি সলোমন আইল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় প্রদেশের মনো আইল্যান্ড থেকে ৩ সেপ্টেম্বর সাগরপথে যাত্রা শুরু করেন। তারা ছোট্ট একটি ৬০ হর্সপাওয়ারের মোটরচালিত নৌকা নিয়ে নামেন সাগরে। তাদের পরিকল্পনা ছিল ২০০ কিলোমিটার পাড়ি দিয়ে নিউ জর্জিয়া আইল্যান্ডে পৌঁছা। এর আগেও এই পথ পাড়ি দিয়েছেন তারা। কিন্তু এবার ভাগ্য তাদের সহায় হয়নি।  

যাত্রা শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই ভারি বৃষ্টি ও প্রবল বাতাসের মুখোমুখি হতে হয় তাদের। এতে করে তারা উপকূলীয় এলাকা দেখতে পাননি। অথচ এই উপকূলীয় রেখাকেই নিজেদের পথ নির্দেশক হিসেবে কাজে লাগাচ্ছিলেন তারা। পথ হারিয়ে চলে যান ৪০০ কিলোমিটার দূরে।

২৯ দিন পর পাপুয়া নিউ গিনিতে নিউ ব্রিটেন উপকূলে একটি মাছ ধরার জাহাজ তাদের দেখতে পায়। এই দিনগুলো তারা সঙ্গে কমলা এবং সাগর থেকে সংগ্রহ করা নারকেল খেয়ে বেঁচেছিলেন। পান করার পানি সংগ্রহ করেছেন বৃষ্টির পানি জমিয়ে। উদ্ধারের সময় তাদের শরীর খুব দুর্বল ছিল। ২ অক্টোবর তাদের নৌকা থেকে নামাতে বহন করতে হয়েছিল।

নাঞ্জিকানা বলেন, ‘আমরা কোথায় ছিলাম ধারণা ছিল না। কিন্তু ভাবিনি যে আমরা অন্য দেশে চলে এসেছি।’

প্রায় এক মাসের এই বিচ্ছিন্ন সাগরবাসের অভিজ্ঞতায় ইতিবাচক কিছু দেখতে পাচ্ছেন তিনি। যেমন, বৈশ্বিক মহামারির বিশৃঙ্খলা থেকে বাধ্য হয়ে বিচ্ছিন্ন থাকা। তার মতে, সেখানে থাকা অবস্থায় কী চলছিল তা সম্পর্কে কোনও ধারণা ছিল না। কোভিড বা অন্য কিছু নিয়ে কিছুই শুনতে হয়নি। বাড়িতে ফিরতে চেয়েছি আমি। তবু মনে হয় সবকিছু থেকে বিচ্ছিন্ন হওয়া ছিল দারুণ একটি বিরতি। সূত্র: দ্য গার্ডিয়ান

/এএ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্বারোপ
অস্ট্রেলিয়ান নাগরিক প্রবেশ নিষিদ্ধ করলো রাশিয়া
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা