X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

টিম হোটেলে মোস্তাফিজ, আইপিএল শেষে যোগ দিচ্ছেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২১, ১১:৩৮আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১১:৪২

নতুন সূচি অনুযায়ী মাহমুদউল্লাহর দল বাংলাদেশ সময় রাত ৮টায় আরব আমিরাতের উদ্দেশে চার্টার্ড ফ্লাইটে ওমান ছাড়বে। আগের সূচিতে হলে একদিন কোয়ারেন্টিনের পর অনুশীলন করে ওয়ার্মআপ ম্যাচ খেলার সুযোগ পেতো বাংলাদেশ। কিন্তু আজ রাতে ফেরার কারণে সোমবার কোয়ারেন্টিন করেই মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে হচ্ছে। এদিকে বাংলাদেশ শিবিরে যুক্ত হতে ইতোমধ্যেই আরব আমিরাতের টিম হোটেলে যোগ দিয়েছেন মোস্তাফিজুর রহমান। সাকিব আল হাসান অবশ্য আইপিএল শেষ করেই দলের সঙ্গে যোগ দেবেন।

বাংলাদেশের এই দুই ক্রিকেটার আইপিএল খেলতে সেপ্টেম্বরের মাঝামাঝি আরব আমিরাতে গেছেন। রাজস্থান রয়্যালস আইপিএল থেকে ছিটকে যাওয়াতে মোস্তাফিজ এখন পুরোপুরি মুক্ত। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের প্লে অফ নিশ্চিত হওয়াতে সাকিব আরও কিছুদিন দলের সঙ্গী হচ্ছেন। ফলে আইপিএল খেলার জন্য বিসিবি থেকে ৬ অক্টোবর পর্যন্ত অনাপত্তিপত্র নেওয়া থাকলেও তিনি সেটি বাড়িয়ে নিয়েছেন।

এলিমিনেটর ম্যাচে সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে কলকাতা। বাংলাদেশ অলরাউন্ডার এই ম্যাচ খেলতে কলকাতার সঙ্গেই রয়েছেন। এলিমিনেটর, কোয়ালিফায়ারের বাঁধা পেরিয়ে কলকাতা ফাইনালে উঠলে সাকিবও দলের সঙ্গে থাকবেন। সেক্ষেত্রে সাকিবকে ছাড়াই শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে হবে মাহমুদউল্লাহর দলকে। তবে সোমবার কলকাতার আইপিএল যাত্রা শেষ হয়ে গেলে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে বাধা থাকবে না সাকিবের।

বাংলাদেশ দল আজ আরব আমিরাতে পৌঁছে সোমবার কোয়ারেন্টিন করে ১২ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্ততি ম্যাচ খেলতে নামবে। প্রথম প্রস্তুতি ম্যাচ শেষে একদিন বিরতি দিয়ে ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে। 

১৫ অক্টোবর ওমানে ফিরে ১৬ অক্টোবর একবেলা অনুশীলনের পরই বিশ্বকাপ মিশন শুরু হবে লাল-সবুজ জার্সিধারীদের। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ। ১৯ অক্টোবর স্বাগতিক ওমানের বিপক্ষে ম্যাচের পর ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে। প্রথম পর্ব পার হতে পারলে পরদিনই আবার রওয়ানা দিতে হবে আরব আমিরাতের উদ্দেশে। সেখানে ২৫ অক্টোবর শারজাতে আফগানিস্তান ম্যাচ দিয়ে বাংলাদেশের ‘আসল’ বিশ্বকাপ শুরু হবে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
চেন্নাইয়ের হয়ে খেলাটা আমার কাছে ছিল স্বপ্ন: মোস্তাফিজ (ভিডিও)
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
ঢাকা লিগের কারণে জিম্বাবুয়ে সিরিজের শুরুতে খেলবেন না সাকিব!
সর্বশেষ খবর
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ