রাজধানীর ভাটারার ফুটপাতে একটি কার্টনের ভেতর থেকে উদ্ধার হাত পা বাঁধা নারীর লাশের পরিচয় মিলছে। নিহত নারীর নাম শিপন আখতার (৩০)। তার গ্রামের বাড়ি বগুড়ার সোনাতলায়।
রবিবার (১০ অক্টোবর) দুপুরে মরদেহের দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা পুলিশ ও র্যাবকে খবর দেন। পরে হাত-পা বাঁধা অবস্থায় ওই নারীর কার্টনবন্দি মরদেহ উদ্ধার করা হয়। র্যাব বিশেষ পদ্ধতি অনুসরণ করে তার পরিচয় শনাক্ত করে।
ভাটারা থানা পুলিশ জানিয়েছে, ভাটারার কোকাকোলা ঢালী বাড়ি সড়কের পাশের একটি প্লট থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে র্যাবের ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে তথ্য-প্রযুক্তির সহায়তায় লাশের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়।
ধারণা করা হচ্ছে, ওই নারীকে হত্যা করে হাত-পা বেঁধে কার্টনে ভরে ফুটপাতে রেখে যায় দুর্বত্তরা।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক আ ন ম ইমরান খান বলেন, ‘এটি একটি হত্যাকাণ্ড। জড়িতদের গ্রেফতারে র্যাব কাজ করছে।’
মরদেহের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।