ক্রিকেটের তিন মোড়ল বলা হয়- ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে। তবে এদের মাঝে সবচেয়ে বেশি বিত্তশালী ক্রিকেট বোর্ড ভারতেরই। বিষয়টা একভাবে প্রতিষ্ঠিত। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এক প্রশ্নের জবাবে বলেছেন, সবচেয়ে বেশি ধনী ক্রিকেট বোর্ড হওয়ায় বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ করে ভারত।
পাক প্রধানমন্ত্রীর এমন মন্তব্য করার কারণ সাম্প্রতিক সিরিজ বাতিলের ঘটনা। পাকিস্তান সফর করার কথা থাকলেও নিরাপত্তার অজুহাতে সেটি বাতিল করেছে ইংল্যান্ড। মোড়ল ক্রিকেট বোর্ডগুলো যে নিজেদের ত্রাতা ভাবে, এমন মন্তব্য করে সাবেক পাক অধিনায়ক ইমরান খান বলেছেন, ‘আমার মনে হয় ইংল্যান্ডের ওরা ভাবে যে, পাকিস্তানের মতো দেশগুলোর সঙ্গে খেলে ওরা আসলে উপকার করে। এমন ভাবার কারণ আসলে অর্থ।’
এর পরেই মোড়ল ক্রিকেট বোর্ডগুলোর আধিপত্যের কথা উল্লেখ করে বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক বলেছেন, ‘আসলে অর্থই সব কিছুর পেছনে। ভারতের অনেক অর্থ, ফলে বিশ্ব ক্রিকেট ওরাই নিয়ন্ত্রণ করে। আমি বলতে চাইছি ওরা যাই বলে, সেভাবেই সব কিছু হয় আসলে।’
ফলে বিত্তশালী হওয়াতে ভারতের সঙ্গে এমন আচরণ করার সাহস কেউ পায় না। নিজেদের সঙ্গে ভারতের ক্রিকেট বোর্ডের তুলনা করে তিনি বলেছেন, ‘আমাদের সঙ্গে যা হয়েছে, ভারতের সঙ্গে এটা করার সাহস কেউ করবে না। কারণ তারা ভালো করেই জানে ভারত অনেক বেশি অর্থের যোগানদাতা। ইংল্যান্ড এমনটা করে আসলে নিজেদেরই ছোট করেছে।’