X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

চোরকে উদ্ধার করতে গিয়ে ৫ পুলিশ আহত

ফরিদপুর প্রতিনিধি
১২ অক্টোবর ২০২১, ২২:০০আপডেট : ১২ অক্টোবর ২০২১, ২২:০০

ফরিদপুরের বোয়ালমারীতে পিটুনিতে আহত চোরকে উদ্ধার করতে গিয়ে জনতার রোষানলে পড়ে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রূপাপাত ইউনিয়নের কাটাগড় এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কাটাগড় গ্রামের শের আলীর একটি ভ্যান চুরি হয়। সালথা উপজেলার সোনাপুর গ্রাম থেকে মঞ্জুর মোল্লা (৪১) নামের এক ব্যক্তিকে চোর সন্দেহে ধরে বাড়িতে নিয়ে আসেন শের আলীর পরিবারের লোকজন। মঞ্জুর বাড়ি মাগুরায়।

সোমবার (১১ অক্টোবর) সন্ধ্যা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত মঞ্জুরকে নির্যাতন করা হয়। খবর পেয়ে বোয়ালমারীর ডহননগর পুলিশ তদন্ত কেন্দ্রের এক কর্মকর্তা, তিন কনস্টেবল ও গাড়িচালকসহ পাঁচ পুলিশ ঘটনাস্থলে যান। এ সময় এলাকাবাসী পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের উপ-পরিদর্শক মো. সালাউদ্দিন, কনস্টেবল মো. হাবিব, মো. জাফর ও মো. মাসুদ এবং গাড়িচালক মো. সবুজ আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মোক্তার হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এলাকাবাসী হামলা চালায়। হামলায় পুলিশ সদস্যরা আহত হন। পরে বোয়ালমারী থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে ভ্যান চোরকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করা হয়েছে।

বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, চোরসহ তিন জনকে আটক করে থানায় আনা হয়েছে। ওই এলাকায় অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।

সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর বলেন, পুলিশের ওপর হামলাকারীদের আটক করতে অভিযান চলছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
দেওয়ানগঞ্জে ডিবি পুলিশের ওপর হামলা করে দুই আসামি ছিনতাই
মগবাজারে হোটেলে একই পরিবারের তিন জনের মৃত্যু: কেয়ারটেকার গ্রেফতার
এইচএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে ছাত্রদল নেতা আটক
সর্বশেষ খবর
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক