X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

মাদকসেবনে বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যা

বগুড়া প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২১, ১৯:২২আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৯:২২

বগুড়ার ধুনটে স্বামীকে মাদকসেবনে বাধা দেওয়ায় রেহেনা আকতার (১৮) নামের এক নববধূকে মারধরের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামে ঘটনাটি ঘটে।

পুলিশ ঘটনার পরপরই হত্যায় জড়িত সন্দেহে মাদকাসক্ত স্বামী আলিফ হাসানকে (২২) আটক করেছে। নিহতের বাবা শনিবার (১৬ অক্টোবর) সকালে ধুনট থানায় মেয়ের জামাই ও শ্বশুরের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এরপর আটক আলিফ হাসানকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতার স্বামী ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হলে বিকালে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিন হাসানের আদালতে হাজির করা হয়েছে।

পুলিশ, মামলার এজাহার ও স্বজনদের কাছ থেকে জানা গেছে, নির্মাণশ্রমিক আলিফ হাসান বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের মঞ্জুরুল হকের ছেলে। প্রায় দুই মাস আগে একই গ্রামের রেজাউল করিমের মেয়ে রেহেনা আকতারকে বিয়ে করেন। প্রায়ই মাদকসেবন করে বাড়ি ফিরতেন আলিফ। এ নিয়ে রেহেনার সঙ্গে তার ঝগড়া শুরু হয়। মাদকসেবন নিয়ে বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ আলিফ গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে করে স্ত্রীকে হত্যা করেন। পরে এটিকে আত্মহত্যা হিসেবে প্রচার চালিয়ে তড়িঘড়ি করে লাশ দাফনের চেষ্টা করেন। প্রতিবেশীদের সন্দেহ হলে দাফনে বাধা ও আলিফকে আটকে রাখেন। খবর পেয়ে ধুনট থানা পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশ উদ্ধার ও স্বামী আলিফ হাসানকে আটক করে থানায় নিয়ে যান। এ সময় তার বাবা মঞ্জুরুল হক বাড়ি থেকে পালিয়ে যান।

ধুনট থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহিদুল হক জানান, নিহত রেহেনার গলায় দাগ রয়েছে। মাদকসেবন নিয়ে
স্বামী-স্ত্রীর মাঝে কলহ চলছিল। এ নিয়ে ঝগড়ার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলিফ হত্যার দায় স্বীকার করেন। শনিবার বিকালে তাকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিন হাসানের আদালত হাজির করা হয়। অপর আসামি শ্বশুর মঞ্জুরুল হককে গ্রেফতারের চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
জুলাই অভ্যুত্থানে ছাত্র নিহতের মামলার আসামি মৃত দুই আওয়ামী লীগ নেতা
মগবাজারে হোটেলে একই পরিবারের তিন জনের মৃত্যু: কেয়ারটেকার গ্রেফতার
চুরির অপবাদ দিয়ে কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যা, ‘মূলহোতা’ গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক